নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতা পাঠ করে তোমরা হয়তো বিরক্ত!!!একটি রূপোর চাঁদ

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩২



কবিতা পাঠ করে তোমরা হয়তো বিরক্ত!!!

আমারও যে ইচ্ছে করে খুব
তোমাদের মতো করে লিখি,
পাতার পর পাতা,
— তার কথা আমাদের কথা..
তবু তা আর হয়ে ওঠে না।
আমি কী আর তা পারি ?
তোমাদের মতন অমন শুদ্ধ করে
যত্ন সহকারে । তোমাদের মতন
সবাই তো আর নয়— অনন্য গল্পকার।

আমাদের দুজনের কবিতা
হতে পারে দুই লাইনের গল্প কেবল
তোমাদের বিবেচনায়— যা ভুল বানানে ভরা
তোমরা সতত শুদ্ধাচারে।

তবুও আমাদের দু'জনার প্রেম তো ভুল নয়
আমরা দু'জনে যেন
মায়ার বাঁধনে বাঁধা অন্তরে অন্তরে।
দুজনার প্রেম যে কবিতা লিখেই হয়
আমাদের নিত্য আবাস স্বর্গ সুখের নীড় ।
আমিও যে থাকি ওর অন্তরে, সৃষ্টি অথবা গল্পে
আমরা দু'জনে কপোত কপোতী কল্পে
ও দৃঢ় সংকল্পে ।

কবিতা পাঠ করে তোমরা হয়তো বিরক্ত !!
কবিতা লিখে আমি যে ভীষণ পরিতৃপ্ত।

উৎসর্গ : শেরজা তপন ও ব্লগের গল্পকার গণ।

একটি রূপোর চাঁদ

আগুনজ্বলা রূপে উঠেছে যেন একটি রূপোর চাঁদ
রুপোলী কিরণ উপচে পড়ে— বাড়ির ছাঁদ।
দূরে থেকেই বলছে যেন আমায়
লিখতে হবে— একটি কবিতা
আমি যে ভাবছি বসে তা—ই ।
বলোনাগো কোন সুদূরে আছো তুমি
তুমি ছাড়া যে রিক্ত নিঃস্ব পৃথিবী
যেখানেই থাকো— ঐখানে চোখ রাখো
আকাশ যেন ভেসে গেছে আলোর বন্যায়;
তোমার আমার অভিসার কামনায়!!

হয়তো দূরে আছো, তবুওতো চাঁদ দেখা যায়
চলো না দুজনে দু’চোখ রাখি জোছনা বন্যায়।
এই কবিতা করোগো— এবার পাঠ
পড় পড় তোমার আমার প্রগাঢ় প্রেমের ধারাপাত।
জোছনা স্নানে আলোর বানে আজ দু’জনের
আবারো যে প্রেম হবে।
পূর্ণিমা চাঁদ মনে জোছনা আকাশ
হিমেলা হাওয়া শিশির ভেজা ঘাস
তোমার আমার প্রেমে
স্বাক্ষী হয়ে যে রবে।-—
তাই যেন আগুনজ্বলা রূপে উঠেছে এই চাঁদ।


ছবিঃ নেট থেকে পাওয়া

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

বিজন রয় বলেছেন: প্রথমটার প্রথম চার লাইন আমার মনের কথা বলেছেন।

আজাকে কবিতা ঠিক এই সময়ের ধারায় লিখেছেন, এটাতেই থাকুন।
আমি আসলে এভাবেই চয়েছিলাম।

শুভকামনা কবিবর।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অসংখ্য ধন্যবাদ।


আপনার চাওয়া মত হতে পেরেছে বলে ভালোলাগছে। শুভকামনা আপনার জন্য ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০২

জটিল ভাই বলেছেন:
কবিতা পাঠে কবি যারা হয় বিরক্ত
কাব্য মর্ম তারে বুঝানো যে শক্ত!
কারণ কাব্যে যে মিশে থাকে রক্ত,
রক্ত শিরায় চলে হয়ে সে উন্মুক্ত।
টগবগ করে ফুটে না হয়ে বিরক্ত
জানেনা করতে কাউকে বিভক্ত।
নিজের স্থান নিজে করে পাকাপোক্ত,
দূর করে ভালবাসা করে না বিযুক্ত।
তাইতো কোটি হৃদ কাব্যের ভক্ত,
না বুঝে মহিমা জ্ঞাণী! হয় উত্যক্ত।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই বলি

জটিল ছড়া সুন্দর।


কমেন্টে ও পাঠে কৃতজ্ঞতা ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৪

বাকপ্রবাস বলেছেন: ক‌বিতা আর প্রেম মাখামা‌খি হ‌য়ে থাকুক

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সেটাইতো আমিও বলি বাকপ্রবাস। কদিনের জীবন। জীবন যেন হয় কবিতা আর প্রেমের মাখামাখি । জীবন হয় যেন রঙিন।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অসাধারণ সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হয়ত দূরে আছো, তবুও তো চাঁদ দেখা যায়
কাছে থাকার সুন্দর অভিব্যক্তি।
অনেক অনেক শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী । ব্লগে সুস্বাগতম। কমেন্টে ধন্যবাদ ।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কাছে থাকার আকাঙ্ক্ষার* সুন্দর অভিব্যক্তি।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আবারো ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.