নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেন তুমি চলে গেলে?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

কোন সুদূরে চলে গেলে
কীসের লাগি কার টানে?
আমায় হেথা একলা ফেলে
জানি না হায় কার সন্ধানে !

এমন তো হওয়ার কথা ছিল না
নৌকো নদী খেলবো দুজনা
গড়বো মোরা প্রাণের দোসর
বইবে কেবল সুখের নহর
মোদের মাঝে সকল প্রহর।
এমনই তো হবার কথা !

তবে কেন চলে গেলে হায়!
জীবন যেন আছে কোমায়
জন্মমৃত্যুর সন্ধি ক্ষণে, তুমি ছাড়া
কেমন করে হবে যে সাধন?

তোমার আমার দেহমনে
মিলন মন্ত্র গানে অটুট বন্ধন;
বিনে সুতোয় গাঁথা মালা !

আহা আমার যদি থাকতো দুইটি পাখা
পাখির মতন , ছিন্ন করে সকল বাধা,
এক নিমিষেই যেতাম উড়ে
তোমার কাছে প্রেমের টানে ।

তোমারে লয়ে মোর বাহুডোরে
কোলে বসিয়ে করিতাম আদর ‌।

তুমি যেন মোর শীতের চাদর
গভীর শীতের রাতে অনেক আপন
শ্রাবণ বর্ষা ফাগুনের অম্র কানন।

ভালো বাসি যে তোমায়
অনেক বেশি
দিবা নিশি প্রতিটি ক্ষণ,
কেন যে হায় গেলে চলে
তুমি যে মোর মায়ার ভূবন
কেন যে হায় চলে গেলে।

উড়ো এসো হে সুন্দর এক নিমিষে
এই বুকে আমায় ভালোবেসে
নাও জড়িয়ে দুহাত বাড়িয়ে
হাওয়ায় ভেসে এই খানে এসে ...

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:



- চমৎকার কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ দাদা...
শুভ সন্ধ্যা...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভ রাত্রি। অনেক ধন্যবাদ
কমেন্টে এবং পাঠে ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: হারিয়ে ফেলা আর তারপর পাওয়ার আকুলতা।

দুটো ব্যাপারেই ভালবাসার প্রকাশ পেয়েছে।

দারুন!!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

এক চালা টিনের ঘর বলেছেন: Please don't hurt this good poet, come back soon. Nice poem.

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে , ভাল লেগেছে ।

আবার যখনই দেখা হবে প্রথম সুযোগেই
সুজাসুজি বলে দিবেন তোমায় ভালবাসি
এরকম সত্য-ভাষণে যদি সে কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়
বুঝবেনন তার মুখে ভালোবাসা ছায়া ফেলেছে ।
এরকম উন্মোচনে অনুরাগে মুর্ছা না গিয়ে
নীজের ভালবাসার কফিনে মুরে নিবেন
চলে যাওয়ার সুযোগ পাবেনা আর জীবনে ।

শুভেচ্ছা রইল

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুকামনা ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৪

সোনালি কাবিন বলেছেন: আবেগের সহজ সরল সুন্দর প্রকাশ।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুকামনা ।

৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৫

মিরোরডডল বলেছেন:


.

কেনো চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেনো ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার





০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার ডডলমনি। ধন্যবাদ।

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯

স্প্যানকড বলেছেন: উড়ে তো যাবেন কিন্তু সে কি আর আগের মতন অপেক্ষায় আছে? সুন্দর কবিতা :)

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কে জানে যে নিজেই জানে না নিজের মনের খবর সে কী বলবে। তবে এটা বলা দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। নিরবে চোখের জল ফেললেও কাউকে জানতে দিবে না।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহাকার কিংবা ফিরে পাবার আকাঙ্ক্ষার দারুণ সংমিশ্রণ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.