নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমায় ছেড়ে কোথায় যাবে ?

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪



আমায় ছেড়ে কোথায় যাবে?
তুমি যেখানেই যাও—
তোমার হৃদয়টা যে থাকবে পড়ে— আমার কাছে ।
তুমি কী যেতে চাও মঙ্গল গ্রহে অথবা চাঁদে?
জানি যেতে তুমি পারবে না
যদি পারো কোনদিন
তবুও পারবে না ছেড়ে যেতে আমাকে।
তুমি আমারেই খুঁজে পাবে তোমার বাড়ির ছাঁদে,
রুপোলি জোছনা রাতে ভরা পূর্ণিমার চাঁদে।
চাঁদ স্বাক্ষ্য দেবে স্বাক্ষ্য দেবে ধ্রুবতারা ;
ঋতু রাজ বসন্ত আর বর্ষার বারিধারা।
আমাদের ভালোবাসা যে রয়ে যাবে অমলিন— চিরদিন
ভেবে ভেবে অনুভবে, তুমি যে আমাকেই খুঁজে নেবে
বারে বারে —একান্ত অধিকারে।
বার বার দূরে সরে
অতঃপর আমারেই নেবেগো টেনে কাছে
হৃদয় মাঝে রাতের আঁধারে সঙ্গমে ‌।
আমার আছে কবিতার হাত
কাগজে কলমে অকাট্য দলিলে
সাতপাকে যেন সতত বাঁধা রয়েছো তুমি তাতে,
অস্ট্রেলিয়া আমেরিকা যেখানেই থাকো
আমিহীন পৃথিবী অবান্তর অর্থহীন মনে হবে— তোমার কাছে।
তুমি বুঝে যাবেগো অনায়াসে— খুব সহসা
শত ব্যস্ততা মাঝে
তোমার অস্হি মজ্জায় অনুভূতি অঙ্গে জলতরঙ্গে
তুমি আমাকেই খুঁজে পাবে।
না হলে যে ডুবে যাবে নির্বাক শূণ্যতায় ;
যেমন শত ব্যস্ততায় প্রতিকূলতায়
আমি খুঁজে পাই তোমায় মোর হৃদয় মাঝে— মোর কবিতায়
তেমন করে তুমি আমাকেই খুঁজে নেবে আদরে
একান্ত অধিকারে— সরবে, অনন্ত গরবে ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: তোমায় ছেড়ে কোথাও যাবো না।
এমন করে দরদ দিয়ে বললে কি ছেড়ে যাওয়া যায়!!

বাহ!

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

প্রামানিক বলেছেন: আবেগ ভরা কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

নয়ন বড়ুয়া বলেছেন: আপনাকে ছাড়ার সাধ্য কারও নাই। চমৎকার লিখেছেন দাদা।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: তা ই যেন হয়। ধন্যবাদ । নিরন্তর শুভকামনা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

রোকসানা লেইস বলেছেন: এত কিছু রেখে ছেড়ে কেন যাবে :)
ভালোলাগা

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: তাইতো আমিও বলি । সো নো গো।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

এক চালা টিনের ঘর বলেছেন: জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া।
ছাড়িয়া যায়ওনা বন্ধু মায়া লাগাইয়া।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এক পৃথীবি আবেগ নিয়ে ডাকলে, কার সাধ্য ছেড়ে যাওয়ার?

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: এক পৃথিবী আবেগ নিয়েই ডাকা। তার মুখের কথার ধরণ অবশ্য এরকম কবিতা লেখে মরে গেলেও আর লাভ নেই। আসলে নিজেই দৌড়ে ছোটে আসবে । ঢং আর কি।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.