নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চলো না আবার পথ হারাবো দুজন!!!!

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪

চোখে অনেক ঘুম তবুও যে খুঁজে এ মন
শুধু তোমায়, কোথায় আছো কেমন আছো
অবাক নিরবতায় নিঠুরের মতন?
রাতের আঁধারে ঘন কুয়াশায় যেন থাকো তুমি লুকিয়ে অমাবস্যার চাঁদের মতন ।
তারা জ্বলে মিটি মিটি ভালোবাসা ঢিপি ঢিপি
চিন চিন ব্যথা বুকে অসীম শূন্যতায় নিমজ্জিত যেন তুমি ছাড়া বাঁচিবে না এ জীবন।
তুমি হারালে যে কোথায় কোন দূর অজানায় কোন অজুহাতে প্রচণ্ড এই শীতে কাঙ্ক্ষিত উষ্ণতা আমায় পারিতেগো তুমি দিতে
ভেবে ভেবে অভিমানে নিমজ্জিত ব্যথা ভরা এ মন ।
এসো না এই রাতে খেলবো প্রেমের খেলা অপার ভালোবেসে
চলো না আবারও পথ হারাবো দুজন ।




মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:



ব্লগের সব কবিই বিরহে ভুগছে!

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: @সোনাগাজী বলেছেন: ব্লগের সব কবিই বিরহে ভুগছে!

- বাঙালিদের দুঃখ বিলাশ অনেক পুরোনো :)

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৪

জ্যাক স্মিথ বলেছেন: পড়লাম আর অনেক কিছু ভাবলাম। |-)

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমিও কবিতা লিখে পোস্ট করেই ঘুম। কমেন্টে অনেক ধন্যবাদ।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:২২

ডঃ এম এ আলী বলেছেন:



শীরোনামে আবার ও শব্দদুটির মধ্যকার ফাক কমিয়ে আবারও করে দিলে মনে হয় ভাল হতো ।
কবিতা সুন্দর হয়েছে ।
আর কত অন্তরমুখী জনমুখী প্রেম বিরহের কবিতা লিখবেন :)
এবার অন্তরমুখী কবিতার জনমুখীতার সাথে সাথে গণমুখী কবিতার স্বাদ বেশী করে পেতে চাই
আপনার শক্তিশালী লেখনী হতে ।
এখন অবশ্য পুর্বের মত চারিধারে এত ক্ষুধা নাই তাই পুর্ণিমার চাদ যেনো জ্বলসানো রুটি কিংবা
ভাত দে হারামজাদা না হলে মানচিত্র চিবিয়ে খাবোর মতো কবিতার আবেদন অনেকটাই কমে গেছে ।
তাহলেও শিক্ষা , স্বাস্থ , সমাজনীতি রাজনীতি ও অর্থনীতিতে যে অবক্ষয় ঘটে চলেছে তার প্রেক্ষাপটে
সুকোমল হৃদয়ের প্রেম বিরহের পাশাপাশি গণমুখী কবিতার আবেদন একেবারেই কমে যায় নি । কবি
এ জায়গাটিতেও মুখর হোক সে কামনাও করি ।

নিরন্তর শুভেচ্ছা রইল

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট । কবিতা লেখাটা আমার কাছে সহজ এবং সহজাত মনে হয়। তারপরও আ্পনার সুপরামর্শ মনে থাকবে । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবি...

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: আহারে! প্রেমে একেবারে গদগদ।

তা কবির কি আর প্রেমের শেষ হবে না?
নাকি কবিরা চিরকালের প্রেমিক!!

৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.