নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সেই পাখি!!!

১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

আসেনা আর সেই পাখি এই জানালায়
থাকে যে হায় কোন সুদূরে অচিন পুরে ।
তাই যেন মোদের হয় না দেখা হয়না কথা
বিষন্ন মন যে হায় কাঁদে এখন ভীষণ একা
শুধু তার বিয়োগ ব্যথায়‌
যেন অসীম এক শূন্যতায় নির্জন আবাস।
উড়েনা আর সেই পাখি এই জানালায়
কয়না কথা পাখির গানের মতো মধুর সুরে
সেই পাখি অনাদরে মোরে রাখে দূরে
যারে এই হৃদয় সঁপেছি মিলন মন্ত্র গানে ।
আমি নাকি বসে থাকি
ভালোবাসার স্বপ্ন আঁকি
জানি না হায় তার ঠিকানা
কেমন করে থাকে সেথা ।
দূর্ভাবনায় সময় কাটে এই ভেবে
পাখি উড়ে কার আকাশে
কার পানে যে যায় ছোটে !
কেমন করে হবো আমি সেই ছায়াপথ
মহাবিশ্বের আলোকবর্তিকা দৃপ্ত শপথ !
ইচ্ছে ডানা মোর তাই দিয়েছি মেলে
ঘুরে বেড়াই আপন কক্ষপথে আপন খেয়ালে
যেথায় মোর সোনা পাখির নিরব অশ্রুপাত; পাহাড়ি ঝরনা ধারা উপত্যকার পৃষ্ঠ বেয়ে।




মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আরেকটি বিষণ্ণ করা কবিতা

২| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবি দা...

৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

বিজন রয় বলেছেন: সেই পাখিটা আমি ধরতে চাই।
যে পাখিটার কথা এই কবিতায় বলা হয়েছে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১০

ডঃ এম এ আলী বলেছেন:





খুবই সুন্দর হয়েছে কবিতা,
আপন বোধের কিছু অনুরনন
রেখে গেলাম নীচের পংতিতে।

সেই পাখি যে থাকে অচিন পুরে
কেমনে হবে দেখা আর কথা তারি সাথে
কিইবা হবে বিষন্ন মন নিয়ে কেঁদে কেঁদে আর
বিয়োগ ব্যথায়‌ শূন্যতায় নির্জন আবাসে একা থেকে ।।

উড়েনা যে পাখী সে কেমনে আসবে জানালাযতে
কইতে কথা গানের মতো মধুর সুরে সুরে।

যে পাখি রাখে অনাদরে কিই বা হবে
তাকেই হৃদয় সঁপে মিলন মন্ত্র গানে ।

নিরবে বসে ভালোবাসার স্বপ্ন এঁকে
ঠিকানা হীন পাখি সমীপে সে স্বপ্ন মাখা
ছবিটাই বা যা যাবে কেমন করে ।

হেন সাজে দূর্ভাবনায় তো থাকবেই
পাখিটাতো যেতেই পারে উড়ে
চির চেনা সেই নতুন আকাশে ।

দুর্ভাবনার মত সত্যইতো আরো কিছু আছে
পাখিটাতো হারিয়েও যেতে পারে
মহাবিশ্বের আলোকবর্তিকায় ছায়াপথের
ঠিক মাঝখানে থাকা সেই কালো গহ্বরে!!

ইচ্ছে ডানা যাবেনা রাখা নীজ ইচ্ছায় বন্ধ করে
বন বন করে ঘুরবে সে কক্ষপথে ছায়াপথের
মহাকর্ষের বাধনহীন নিজের নিয়ম রিতীতে ।

সোনা পাখির নিরব অশ্রুপাত কিংবা
পাহাড়ি ঝরনাধারা আর উপত্যকার বাঁধা
পারবেনা ছুটে চলার গতি রোধিতে
দুহুরই বাধনহীন ছোটাছুটিতে
হবেই মিলন শেষ পরিনতিতে।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩

মায়াস্পর্শ বলেছেন: অসাধারন হয়েছে ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.