| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
মাঝরাতে আমি তখন সাইটে বসে
 মগ্ন ভীষণ, গবেষণায় খনিজের অন্বেষণে ;
এমন সময় বৃষ্টি এলো— টাপুর টুপুর
নিস্তব্ধ পৃথিবীটা  তখন নিদ্রামুখর
হয়তো ভালোবেসেছো মনে মনে
 তোমার আগমনেই বৃষ্টি নামে,
কোকিলের কুহুগানে প্রণয়ের আহবান
এতো আর নতুন কিছু নয় 
সেদিন ছিল , চন্দ্রিমা রাত
তবুতো হয়নি ধরা— তোমার হাত, আমার হাতে
গতরাতে— তাই তোমার কথাই মনে হলো। 
মেঘের আড়ালে লুকিয়ে ছিলো
এক টুকরো বিষন্ন ক্ষয়িষ্ণু চাঁদ ।
বৃষ্টি ঝরে— বৃষ্টি ঝরে— টিনের পরে
রিমঝিম ঝিম বৃষ্টি কাব্য
হৃদয়ে মোর কড়া নাড়ে। 
তাকিয়ে দেখি বাহির পানে
যথারীতি তুমি নেই— যেন নিয়ম করেই
আমি থাকলে— তোমার যে আসা বারণ 
কিংবা তুমি থাকলে আমার থাকা অকারণ।
হয়তো মনে মনে সঙ্গোপন চেয়ে ছিলে খুব
 চেয়ে থাকে টিনের দরজা ছোট্ট ঘর
 বৃষ্টি পড়ে— বৃষ্টি পড়ে— স্মৃতির কড়া নাড়ে।
শোকপাখি তাই যে উড়ে— মন আকাশে
তুমি যে নেই— আমার কাছে
বসন্তের অনুরাগে তোমাকে মনে পড়ে
বিষাদের অশ্রু হয়ে বৃষ্টি গুলো ঝরে পড়ে ।
বৃষ্টি তবে বিষাদ অশ্রু  তোমার আমার অভিসার কামনায় ।  
 
০৫ ই মার্চ, ২০২৪  রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট টানতে ব্যর্থ হয়েছে।  ব্লগারদের আবেগ বিষয়ে বলতে গেলে এখন আর আগের মতো কমেন্ট আসে না । তাছাড়া আমিও ব্লগে ততটা সময় দিতে পারি না । তবে কবিতা লিখতে পারি অনায়াসে ।
ধন্যবাদ কমেন্টে ।
২| 
০৫ ই মার্চ, ২০২৪  সকাল ১১:১৫
এম ডি মুসা বলেছেন: শুভ সকাল সেলিম সাহেব
 
০৫ ই মার্চ, ২০২৪  রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সন্ধ্যা এম ডি মুসা ।
৩| 
০৫ ই মার্চ, ২০২৪  বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
 
০৫ ই মার্চ, ২০২৪  রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| 
০৫ ই মার্চ, ২০২৪  রাত ১০:২৫
নজসু বলেছেন: 
সত্যি সুন্দর!
 
০৫ ই মার্চ, ২০২৪  রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২৪  সকাল ১০:৩৫
রানার ব্লগ বলেছেন: এতো সুন্দর একটা কবিতায় কোন মন্তব্য নাই , এটা কোন কথা হলো?? মানুষের আবেগ বোধ কি দিনে দিনে শূন্যে নেমে যাচ্ছে ?