নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি যেন প্রজাপতি—
রঙিন পাখা মেলে দাও প্রতিটি বসন্ত এলে,
তুমি যেন সদ্য প্রস্ফুটিত ফুল
সুবাস ছড়াও চারিদিক মৌ মৌ গন্ধে ভরে ওঠে মন।
তুমি যেন বসন্ত কোকিল,
এখন প্রতিদিন ভোরে কুহু ডাকে হৃদয়ের কড়া নাড়ো
আমিও থাকি ভীষণ উদগ্রীব— তোমার পরশ পেতে।
তোমার সঙ্গীত শ্রবণে মুগ্ধ শ্রোতা হয়ে
আমি হারিয়ে যাই সুরের মূর্ছনায়
তোমার নৃত্য রন্ধন শিল্প
তোমার মুখে মিষ্টি মিষ্টি গল্প
তোমার পাপেট শো
আমি তোমার কাছে যাবো বলে
তোমার যে নৈঃশব্দ কথামালা
আমাকে সতত প্রস্ত্তুত করে রাখে।
জানি একদিন তুমি আসবে
জানি তুমি ভাঙবে সব বাঁধা
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে একদিন
তুমি আসবে আমায়— অপার ভালোবেসে
আ্মার কাছে যে প্রেম আছে
যা আর কোথাও পাবে না তুমি
কজনে লেখে এমন করে?
কজনে পেরেছে বলোনা?
কেউ পারেনি যে— এমন দৃষ্টান্ত হতে,
হে গুণি পরশ মণি অন্তরতমা
আমায় ছুঁয়ে যাও ভালোবাসা স্নানে
এসো এই প্রাণে— হৃদয়ে আমার,
সহস্র কবিতার —উদাত্ত আহবানে …
০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি। এখন ব্যস্ততা অনেক বেশি বিধায় শুধু কবিতা লেখা হচ্ছে। ঢাকায় ফিরে নেই । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ কালো যাদুকর ।
২| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩২
রানার ব্লগ বলেছেন: আহা !! কি আহবান !!
০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম হয়েছে।
৪| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩২
কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি:
কেমন আছেন?
শুধু কবিতা লিখলে চলবে?