নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি এখন ব্যস্ত ভীষণ আমিও ঠিক তাই
সময় ঠিকই বের করে নিতাম আামার এমন ব্যস্ততায়
এবার ভেবে দেখো কেটে গেলো কতোট সময়
ব্যস্ততা কীর আর কমে — এই ধরাধামে?
দিনে দিনে যায় যে কেবল বেড়ে,
দায়িত্ব যে বেড়ে যায়— কালের পরাক্রমে।
ভেবে দেখো কতটুকু ভালোবেসে
ব্যস্ততা দূরে ঠেলে অবহেলে
তোমায় নিয়ে কাটিয়ে দিতাম কবিতা লিখে অবলিলায়।
কতো ঝড় যে এলো— কত বিষন্ন প্রহর গেলো
বয়স গেলো বেড়ে, কবিতা লেখার শেষ কী আর হলো?
যৌবন কি আর থাকে চিরকাল?
তবু কী যাবে ছেড়ে এই আমারে— শূণ্য করে
বলো কদিন বাঁচে মানুষ? তোমায় ভালোবেসে
যেন কেটে গেলো যেন শত — সহস্র যুগ, এক নিমিষে।
এবার এসো মোর নিরুপমা, ভালোবেসে পূর্ণ করো মোরে
নিরাময় করোগো মোর প্রেম রোগ
নইলে যে পৃথিবীটাই ব্যর্থ হবে
জগৎজুড়ে নামিবে দূর্যোগ,
মন ময়ূরী— এবার পেখম তুলো
তোমার প্রেমের সদর দরজা খুলো
শুধু আমার জন্য নতুন সৃষ্টির উদ্যমে মেতে
আমায় ধন্য করো হে সুন্দর
মোদের প্রেমের ষোলকলা করো এবার পূর্ণ।
২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা সেলিম সাহেব