নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দেয়া ডাকে বৃষ্টি নামে চলতে থাকে
থেকে থেকে তাই আলোর ঝলকানি
যেন চোখ রাঙানি আমাদের বিচ্ছেদে।
বৃষ্টি ঝরে দৃষ্টি কাড়ে সৃষ্টির ঝংকারে
সুন্দর অলংকারে যেন পৃথিবী সাজে
এখন মিলন প্রহর তবুও তুমি যে নেই পাশে।
থাকলে যে বেশ হতো প্রেমের আবেশে
কেটে যেত বেলা প্রণয়ের খেলাতে
তোমাকে জড়িয়ে ধরে মম বাহুডোরে
কেটে যেত সুখের আবেশে আদরে যেন
এক সহস্র যুগ। রিমঝিম বর্ষা বহে ভেজা হাওয়া
দূরে থেকে যেন হয় তোমাকে কাছে পাওয়া।
তবুও যে লাগে ভালো ধারালো অনুভূতি,
মনটা তাই হারালো তোমাতে দাও না গো অনুমতি
কবিতা লেখার ভালোবাসা ফিরে দেখার
খেলবো যে প্রেমের খেলা শুধু তোমার সাথে
অপ্রগলভ প্রেমে এসো গো নিরূপমা মোর কাছে
আনন্দ অভিসারে তোমারেই যে শুধু খুঁজি।
রিমঝিম রিমঝিম বৃষ্টির সুর যেন বাজে
আমের মুকুল বসন্ত ফাল্গুন হাওয়ায় ভাসে।
২| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: আজ সকালে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। এখনো ঠান্ডা। মনে হচ্ছে শীত কাল।
৩| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: দেয়া ও বৃষ্টি ভালোবাসার আরেক প্রকাশ।
স্মৃতিজাগানিয়া!