নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটি কালো রাত্রি
স্বাধীনতার অমিত সম্ভাবনার একটি কলি
ফোঁটবে বলে, কত বাঙালি যে হলো বলি।
পাকহানাদারের নির্মমতায় বয়েছিলো রক্তনদী
তারা চাইছিলো মৃত্যুর নিশ্চিৎ খবর
সকল বুদ্ধিজীবীর;
চিরোপরাধীন মেধাশূন্য অথর্ব একটি জাতি।
তারা গুনছিলো রক্তাক্ত লাশ
আকাশের তারা গুণার মতোই অগণিত।
সেই আঁধার কালোরাতে ইতিহাসের নির্মমতম নৃশংসতায়
সে রাতে ডাকেনি কোন বসন্ত কোকিল;
বুলেট বিস্ফোরণে রাতের নিরবতা ভাঙে যেন অশুভ ছায়া নামে।
স্বামীহারা সন্তানহারা ভাইহারা রমনীর আর্তনাদে
তপ্ত বুলেটের প্রকট বিস্ফোরণে শব্দগুলো হাওয়ায় যায় মিলিয়ে
ক্ষুব্ধ স্বদেশমাতৃকা সে রাতে লাশের মিছিল বধ্যভূমি
হানাদারের নির্মম তান্ডবে শোকের সাগর রক্তনদী।
কেউ যেন বাঁচে না আর এমন নীলনকশার বাস্তবায়নে
স্বাধীন স্বার্বভৌম দেশের দাবিতে যারা ছিলেন সোচ্চার
পরাধীনতা মানব না আর, তাদের লাশের উপর
জেগে ওঠে একটি চেতনা, আরও দৃঢ় প্রগাঢ়
অমোঘ শক্তিতে, থমথমে নিরবতায় ঝড়ের পূর্বাভাস যেমন
সারা দেশ জুড়ে প্রাণের দাবি, দাবির গণজোয়ার
মুক্তি চাই্ স্বাধীনতা চাই
আর নয় পরাধীনতার শৃঙ্খল
রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেবো
তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ…
ঘুরপাক খায় সাড়ে সাত কোটি বাঙালির স্নায়ুতে মননে মগজে।
সুপ্রিয় স্বাধীনতা
সুপ্রিয় স্বাধীনতা হে! তোমারে ছালাম
তোমার জন্য রক্তপ্লাবণ একাত্তরে
তোমার জন্য কলম ছেড়ে অস্ত্র ধরা
ফুলশয্যা ছেড়ে যুদ্ধের ময়দানে
টগবগে যুবক— বীরাঙ্গণা হলো তরুনী
তোমার জন্য সন্তানহারা জননী
তোমার জন্য স্বামী হারা রমনী
তোমার জন্য বাঁচা মরা—
তোমার জন্য বঙ্গবন্ধু ভাসানী
আজীবন সংগ্রামে মিছিলে রাজপথে কারাগারে;
তোমার গন্ধে উন্মাতাল আত্নবলিদানে উন্মুখ সতত
সাড়ে সাত কোটি বাঙালি ।
সুপ্রিয় স্বাধীনতা হে, লও ছালাম ।
তুমি তাই প্রাণের চেয়েও ঢের বেশি প্রিয়।
তোমার জন্য মরেছে যারা,
রক্ত দিয়ে গড়েছে যারা,
বীরের মতো লড়েছে যারা,
অসম লড়াইয়ে সম্মুখ সমরে— তাদের তরে
জানাই ছালাম— পরম শ্রদ্ধাভরে
যুদ্ধ করে স্বাধীনতা লাভের এমন নজির
যে আর একটিও নাই— এই বসুন্ধরায়
আমরা তাই যে বীরের জাতি
বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে ।
সুপ্রিয় স্বাধীনতা হে,
তোমার চেয়ে অধিক প্রিয় আর কিছু নাই
স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ বাংলাদেশ
আমোদের সবার স্বপ্ন তাই ।
২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: জন্ম মোদের স্বাধীন বাংলাদেশে
তাই হয়তো আমরা বুঝি না
পরাধীনতার কতো জ্বালা
শুধু বিনম্র শ্রদ্ধা জানাই তাদের
দেশের জন্য লড়েছে যারা বীরের বেশে
প্রাণের বিনিময়ে যাদের,
মোরা পেলাম স্বাধীনতা
তাদের জন্য উৎসর্গ আমার কবিতা ।
২| ২৬ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৭
আখামোরহ মিয়া বলেছেন: লালসবুজের পতাকা আমাদের ধরে রাখতে হবে।
২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: দুটা কবিতাই সুন্দর হয়েছে।
২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা ।
৪| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: স্বাধীনতা আমাদের গর্ব, এই রক্তাক্ত ইতিহাসে, আমাদের কৃতজ্ঞতা প্রাণ হারানো মানুষদের জন্য।
সুন্দর কবিতা প্রিয় কবি৷