নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিদায় হে পুরাতন ও শুভ নববর্ষ !!!!

১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১৬

বিদায় হে পুরাতন!!!!

চলে গেলো একটি বছর
নিরবে যেন বলে গেলো
এভাবেই যায় ফুরিয়ে
জীবন প্রদীপ, জীবন প্রহর
আশার আলো জ্বেলে
যদি না পাও তার সন্ধান
কোথায় আছে সফলতা
বিশ্ব মানবতার কল্যাণ
সব ই তবে হবে যে বৃথা ।

তোমার আমার ভালবাসা
যেন স্রষ্টার অপার কৃপা,
তাই তো লিখি এতো কবিতা
ভালোবাসার দর্পনে হয় দেখা
মোদের প্রেমের প্রতিফলন।

গোধূলির আলো মেখে গায়ে
কাটিয়ে দিলাম ডোল্লীর বিলে আমাদের গাঁয়
একাকী নির্জনে মনে মনে তোমায় লয়ে
বছরের শেষ দিনের শেষ বেলা
জানি হবে নতুন বছরের আগমন নতুন খেলা
বিদায় হবে পূরাতন , এই তো রীতি
শুধু তুমি আমি রয়ে যাবো
রয়ে যাবে তোমার আমার প্রেম পীরিতি
মিথোজীবিতা অবিকল আগের মতন।

আমরা যেন ধ্রুবতারা
কালোত্তীর্ণ এক প্রেমে মোদের অটুট বন্ধন
চিরন্তন সুন্দর শাশ্বত রূপে রয়ে যাবে
শুধু কালের গর্ভে হারিয়ে যাবে
আনন্দ বেদনার আরও একটি বছর
বিদায় হে পুরাতন ।

এবার আসুক আনন্দ ঘন ক্ষণ
তোমার আমার ভালবাসা ঘিরে আমাদের নীড়ে।
কালবৈশাখী ঝড়ে যেমন ধূলির উড়ে
তেমন করে যাক উড়ে
অতীত গ্লানি দুঃখ ব্যথা, সুন্দরের হোক আগমন।
বিদায় হে জড়া জীর্ণ পুরাতন।

শুভ নববর্ষ !!!!

আরও একটি নতুন বছর
আরও একটি নতুন সূচনা
নতুন নতুন পরিকল্পনা নতুন দিনের স্বপ্ন বুনা
সোনালী দিনের প্রত্যাশায়
আশার প্রদীপ জ্বেলে
জড়া জীর্ণ দূরে ঠেলে
অতীত গ্লানি দুঃখ ভুলে
জীবন চলার পথে
নতুন প্রেরণা যেন
শুভ বাংলা নববর্ষ হোক
বাংলার ঘরে ঘরে
উৎসব মুখর পরিবেশে
নববর্ষ করতে বরণ আমরা সবাই
কর্ম মুখর নতুন একটি সূচনা
করিতে পারে উন্মোচন
অমিত সম্ভাবনার দ্বার
সমৃদ্ধ বাংলাদেশ হোক এবারের অঙ্গীকার
শুভ বাংলা নববর্ষ হোক বাঙালির ঘরে ঘরে
শুভ বাংলা নববর্ষ প্রিয়তমা সকল প্রিয়জন
শুভ কামনা করি সকলের তরে।


মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫২

সাদা মনের মানুষ বলেছেন: কামনা করি যে নতুন বছরে যেন
আমাদের জীবনে সৌভাগ্যের সূর্য উদিত হয়,
যা আমাদের জীবনকে আনন্দ এবং সুখে আলোকিত করবে।

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ ১৪৩১ । শুভকামনা ।

২| ১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৬

জিনাত নাজিয়া বলেছেন: নতুন বছর সবার জীবনেই যেমন আনন্দ নিয়ে আসে তেমনই আবার জীবন থেকে একটা বছর ও চুপিসারে চলে যায়। লেখা টার জন্য ধন্যবাদ। শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ। মন্তব্যে ধন্যবাদ ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০২

অধীতি বলেছেন: দারুণ বলেছেন। নববর্ষের শুভেচ্ছা জানবেন।

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

৪| ১৪ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ নববর্ষ কবি।

জঙ্গি জামায়াত শিবির মোল্লা ধ্বংস হোক।

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: তাদের এখন মসনদের মোহ। তারা মিথ্যাচার বিভ্রান্ত করে মানুষদের মধ্যে লালসালুর প্রভাব বিস্তারে সদা তৎপর।

৫| ১৪ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৭

Ruhavro বলেছেন: ভালো লিখেছেন...

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ খমেন্টে এবং পাঠে ।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দরের হোক আগমন, নতুন বছরের প্রতিটি দিনে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.