নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাবাকে আমার পড়ে মনে!!!

১৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

বাবাকে আমার পড়ে মনে
ঈদের রাতে ঈদের দিনে
কেনা কাটায় চলার পথে
ঈদগাহে প্রার্থনায় ..
বাবা হীন পৃথিবী আমার
নিষ্ঠুর যে লাগে প্রাণে।
কেন চলে গেলো বাবা
কোথায় যে চলে গেলো
মানুষ কোথায় চলে যায়
বাবা হীন পৃথিবী আমার
অসহ লাগে যে মোর প্রাণে।
জানি আর হবে না দেখা
হবে না কোন দিন এই জনমে
বাবার কবরে প্রার্থনা করি
বাবা যেন থাকেন স্বর্গ সুখে
অন্ধকার কবর তার
হয় যেন বেহেশতের বাগিচা ।
তিনি যেন শহীদের মর্যাদা
নিয়ে ওঠেন রোজ হাশরে
বাবা যেন ভালো থাকেন
স্রষ্টার অশেষ কৃপায়
সতত, এই শুভ কামনা অন্তরে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৪ রাত ৮:০৭

ইসিয়াক বলেছেন: কোথা থেকে আসে মানুষ, কোথায় চলে যায়?
এত দিনের বন্ধন সহজে কি ভোলা যায়?
- ভালো থাকুক প্রতিটি বাবা যেখানেই থাকুক।
ইদের শুভেচ্ছা প্রিয় ব্লগার।

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ইদের শুভেচ্ছা প্রিয় ব্লগার
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

২| ১৭ ই জুন, ২০২৪ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: "মানুষ কোথায় যে চলে যায়" - প্রথমে এক অন্ধকার বিবরে, তার পর ধীরে ধীরে বিস্মৃতির অতলে, যতই প্রিয় হোক না কেন!

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কবর একটা রহস্যপুরী । কমেন্টে ধন্যবাদ।

৩| ১৮ ই জুন, ২০২৪ রাত ১২:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: বাবা নিয়ে কবিতা লিখেছেন মূলত সেই কারনেই লগ-ইন করা। বাবা'র কথা আমারও ভীষণ মনে পড়ে। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল তিনি চলে গেলেন। যেখানেই থাকুক না কেন, তিনি ভালো থাকুন এটাই চাই। বেঁচে থাকতে বাবাকে বলা হয়নি, তার সন্তানরা তাকে কত ভালোবাসে। তার চলে যাওয়ায় সে অব্যক্ত কথা না জানানোর কষ্ট আরো গভীর হয়েছে। ওপারে যদি দেখা হয়, তবে বাবাকে আর কোথাও যেতে দেব না। সেই দেখার আশাতেই থাকছি। ধন্যবাদ।

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৮ ই জুন, ২০২৪ সকাল ৭:২৬

কামাল১৮ বলেছেন: গতকাল ছিলো বাবা দিবস।তাই বাবাকে নিয়ে লিকেছেন।কবিতা পড়ে বাবার স্মৃতি মনে পড়ে গেলো।

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।

৫| ১৮ ই জুন, ২০২৪ সকাল ১০:২৭

জিনাত নাজিয়া বলেছেন: কোথায় যে লুকিয়ে গেলো বাবা। সেই ছোট্ট বেলায় ঈদের দিনে বাবার দেয়া চার আনা সালামিতে মাঝেমধ্যে খুব মনে পরে। সব বাবারা বেহেস্তবাসী হোক, আমিন। রাব্বির হাম হুমা রাব্বি ইয়ানি সাগীরা। কবিতা অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল।

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে । যারা বাবা মরে গেছে সেই বুঝে বাবাহারার বেদনা ।

৬| ১৮ ই জুন, ২০২৪ দুপুর ১:২০

শায়মা বলেছেন: বাবার জন্য শ্রদ্ধা।

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ তোমাকে প্রিয়তমা ।

৭| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার বাবাকে জান্নাতে স্থান দিন

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.