নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

উৎকন্ঠা!!!

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১০:১৩

রমনায় হয় নি যাওয়া
অফিস যে ছিল বন্ধ
নেট নেই ডিস নেই— নষ্ট টিভি
ঘরের ভেতরে যেন থাকি দমবন্ধ ।
নেই পথিকের পথচলা, কার্ফিয়ু বাইরে
সোনার বাংলার কোথাও
যেন আজ শান্তি আর নাইরে।
তর্ক বিতর্ক চলছে সমানতালে
এক চোখা দৃষ্টি তে বলছে সবে
কতো কিছু যে দেখছে।
ঘটনা একটাই ব্যাখ্যা ভিন্ন
সবার চোখে বিভেদের চশমা
এই নিয়ে চলছে তর্ক বিতর্ক
রাষ্ট্রীয় সম্পদ ভেঙে হলো তছনছ
শান্তি শৃঙ্খলা সবকিছু যেন ভজঘট।
অসময়ে ঝরে গেল কত তাজা প্রাণ
ভেবে ভেবে কেঁদে উঠে এই মন— প্রাণ।
ভাঙা হাত ভাঙা দাঁত নিয়ে তবুও
উৎকন্ঠা উদ্বেগ কেন শুধু তোমায় নিয়ে
তুমিইতো ভেঙেছো ঐসব প্রকাশ্য দিবালোকে
মনে হয় দেখিনা তোমায় হাজার বছর
তোমায় যেন ফেলেছি হারিয়ে নেই খোঁজ খবর
বেঁচে আছে নাকি মরে গেছাঁ
কিভাবে যে নেবো তার খবর ।
নেট ব্লগ নেই নেই যে ফেসবুক
আছে শুধু ভরসা একটাই মুঠোফোন
মনে মনে কামনা
আসে যদি তার ফোন
সেটাতো আর হয়না
প্রাণে তাই সয়না সে যে কতটা নির্মম।
মেজাজ তাই ভীষণ খিটখিটে
কোথায় কি যে যে করে বসি
রাগের বসে, তাঁর ইচ্ছেতেই
ভেঙেছে হাত ভাঙা দাঁত ভাঙা মন।
সারা দেশে ভা়ংচুর শাট ডাউন, তবুও যেন
ভাঙা হাতে করি সীমা লংঘন ।
ভাঙা মন নিয়ে খুঁজে বেড়াই
প্রিয়তমার রংধনু প্রজাপতি মন
সবকিছু ছাপিয়ে চোখে শুধু ভাসে
একটি যুবক দাঁড়িয়ে আছে বুক চেতিয়ে সরল বিশ্বাসে
নির্বিচারে চলে গুলি তার প্রশস্ত দৃঢ় বুকে, রাষ্ট্রীয় প্রহসন ।
ঐ বুঝি সবথেকে সাহসী বীর এই তল্লাটে
তোমারে কুর্নিশ করি হে কাণ্ডারি হে বীর
আজি বিনম্র শ্রদ্ধায়, হে শহীদ হে গাজী

ঐ যে বিপ্লবী বীর লাল সবুজ পতাকায়
ঘৃণা করি হত্যাকারী ঐ যে রাজাকার চাটুকারে
যার বুলেটে শহীদ হলো সোনার ছেলে আবু সাঈদ,
বিপ্লবী ঝাণ্ডাটা যে শোভা পায় তার হাতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.