নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মানবতার ফেরিওয়ালা
মানবতার ফেরিওয়ালা
নেই ভয় নেই ডর মরণে
তুমি যেন হ্যমিলনের বাশিওয়ালা
তোমার বাঁশির সুরে
গর্ত থেকে বেরিয়ে পড়ে
চেতনার ইদুরগুলো
নিস্তব্ধ মরণ উপত্যকা
জীবন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠে
বিবেকের দহনে
যেন উত্তপ্ত লাভার মতো
ঝলসে দেয় হায়েনার হিংস্র থাবা
তুমি যেন তিমির হননের কবি
হতাশার আঁধার দূরে ঠেলে
ঘুমন্ত শহরে ভোরের রবির প্রতিচ্ছবি
বাংলার ইন্মুক্ত প্রান্তরে, রাজপথে
তুমি অকূতভয়, বলে যাও দ্বিধাহীনচিত্তে
আমাদের আছে নাগরিক অধিকার
তুমি সীমারেখা টেনে দাও
দূর্বৃত্তায়নের তুমি দাও ধিক্কার
মানব সমাজে নির্মমতার প্রতিবাদে
মানবতা ফেরিওয়ালা হে
নেই ভয় নেই ডর যেন মরণে
হ্যামিলনের বাশিওয়ালা হে
সুদৃঢ় প্রত্যয় তিমির হননে।
আবারও হলো যে সাথি
ভয়ালো কালো রাতি, আবারও হলো যে সাথি
স্বাধীনতার তেপ্পান্ন বছর পর
আবারও দেখলো গোটা জাতি কতটা ভয়ঙ্কর
কেমন করে নির্বিচারে গুলি চলে
নিরীহ মানুষের উপর, রাতের অন্ধকারে
শিশু থেকে বৃদ্ধ নর অথবা নারী
কেহই যেন নয় নিরাপদ এমন স্বৈরাচারী
এমনই বর্বর, কালো বিড়াল বেড়িয়ে এলো
দেখলো গোটা জাতি, হায় কতোটা নির্মম
কতটা মতি ভ্রম কতোটা বিপথগামি
এখনতো আর নেই হানাদার
নেই ইয়াহিয়া পা্ক সমাচার
তবুও কিভাবে যে ফিরে এলো
সেই ২৫ শে মার্চের ভয়াল কালোরাতি
হিংস্র হায়েনার তান্ডবে নিভলো আশার বাতি
কয়টা কালো রাতি যেন শোক পাখি
আবার হলো যে সাথি এই দুঃখ কোথায় রাখি!!
আবু সাঈদ
বুকে যেন তার রক্তের দাগে
বাংলাদেশের মানচিত্র আঁকা
তার হাতেই পায় যে শোভা
লাল সবুজের একটি পতাকা
ওদের তোমরা মৃত বলো না
ওদের তোমরা মৃত বলো না
বরং ওরা অনেক বেশি জীবিত
ওরাইতো দেয় প্রেরণা
ওরাই যে করে উজ্জীবিত
টনিকের মতো অবিরত
শহীদের রক্ত বৃথা যেতে পারে না
ওরাই হলো দিগ্বিজয়ী বীর
জুলুমের প্রতিবাদে চির উন্নত শির
ওদের জন্য লাল সালাম
ওদের দেখে ধন্য হলাম ওদের করি কুর্নিশ
বাংলার আকাশে ওরাই যে ধ্রুবতারা
ওদের দেখে ঈর্ষা করে আকাশের নক্ষত্ররা
ওদের গায়ে বীর বাঙালির রক্ত
ওদের কাছে হেরে যায় জালিমে তখত
ওরা ছিলো সন্তানের মতো কিংবা ভাইবোন
অন্যায়ের প্রতিবাদে, ওরা আজও সিংহের গর্জন
তোমাদের জন্য গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা
হে তারুন্য , হে যৌবনের গান, মুক্তির সোপান মুক্ত বিহঙ্গ
তোমরা মৃত নও তোমরা মৃত্যুঞ্জয়ী
তোমাদের কুরবানিতে স্বৈরাচার হবে ধরাশায়ী
সময় অত্যাসন্ন,! ধন্য মোরা ধন্য ধন্য যে গোটা জাতি
বাঁধার হিমালয় তোমাদের কাছে অতীব নগন্য ।
হে যৌবনের গান সাফল্য সোপান চিরো তারুণ্য ..
ওরা ----তোরা
তোদের গুলিতে নির্বিচারে মৃত্যু হলো যাদের
যারা হলো অন্ধ ; বিকলাঙ্গ
ওরাই মেধাবী ওরাই আগামীর নেতৃত্ব দেশের ত্রাতা
কি করে হরে ক্ষতিপূরণ কি হবে দূর এই শূণ্যতা
তোরা হলি পাচাটা কুকুর ভীষণ গণ্ডমূর্খ্য
বিবেকের দর্পনে তোদের চেহারা হয়না দেখা
তোরা মরে গেলে বর্বরতার অভিশাপ থেকে
মুক্তি পেতো জাতি তোর কুলাঙ্গার
স্বাধীনতার তেপ্পান্ন বছর পর
আসলো ফিরে ভয়াল কালো রাতি
নির্মম গণহত্যা
তোরা আবার ভীষণ দূর্ণীতিবাজ
দেশের সম্পদ লুট করাই কাজ
তোদের পাপে আজ বিপন্ন মানবতা
ওরাই মেধাবী জাতির ভবিষ্যৎ তারুণ্যের অহংকার
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার ওরাই দাবিদার
তোদের জন্য আছে শুধু ঘৃণা আর শত ধিক্কার ।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ । খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে স্বদেশ ।
২| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫০
মিথমেকার বলেছেন: সুন্দর প্রতিবাদী কবিতা!
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: নিজের আত্মাকে শান্তি দেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে । কমেন্টে ধন্যবাদ।
৩| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০০
মায়াস্পর্শ বলেছেন: প্রতিবাদী কবিতা ।
প্রতিবাদের ভাষা আরও সুচালো হতে হবে ।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে।
মিথ্য ধর্বংস হোক সত্যের জয় হোক ।
৪| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৮
সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা।
শুভেচ্ছা কবি।
৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ। বিপ্লবি শুভেচ্ছা ।
৫| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
কামাল১৮ বলেছেন: মানবতা হলো,একটি ধর্মনিরপেক্ষ মতাদর্শ যা যুক্তি, নীতিশাস্ত্র, ও ন্যায়বিচারকে নৈতিকতা ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং সবপ্রকার অলৌকিকতা এবং ধর্মীয় শাস্ত্রকে প্রত্যাখ্যান করে।
৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: মানবতা হলো মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে পরিচালিত করার তাড়না, ইসলাম সর্বশেষ ধর্ম এবং কম্প্লিট কোড অফ লাইফ সফলতার নিশ্চয়তা । এজন্য স্রষ্টা লক্ষাধিক নবী ধর্ম প্রচার করা জন্য পৃথিবীতে পাঠিয়েছেন যারা সীমাহীন কষ্ট ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন । তাদের মতো মানবিক অন্য কেউ। হযরত মুহাম্মদ সাঃ ছিলেন সবচেয়ে মানবিক মানুষ সর্বশ্রেষ্ঠ নবী ।
৬| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
করুণাধারা বলেছেন: মনকে নাড়া দেয়া কবিতা। ভালো লেগেছে।
৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২৫
প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে।