![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ১৯ আগস্ট সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদুৎহীনতা যেন ভুলে না যায়, সে জন্য দিনে দুই ঘণ্টা লোডশেডিং করা হবে। এবং তা আরও এক ঘণ্টা বাড়ানো হবে।
এরকম প্রধানমন্ত্রীই আমাদের দরকার!!!!!!!!!!!!!
আপাতদৃষ্টিতে মনে হচ্ছেও তাই।
আগে যেখানে বিদ্যুৎ যেতোনা এখন নিদেনপক্ষে দিনে ২/৩ বার যাচ্ছে।
পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গার চিত্র এরুপ।
প্রধানমন্ত্রীর ঘোষণার কারণেই বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে কি না, তা নিয়ে সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
সেমিবস বলেছেন: ১০০% একমত।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
সালমা শারমিন বলেছেন: আরে......................ব্যাপারটাতো বুঝলেন না।আমি জানি না আপনি ঢাকার কোন এলাকায় থাকেন। তবে আমি যে এলাকায় থাকি সে এলাকায় আগে মানে খুব গরমে ৭/৮ বার যাইতো। এখনোও সেরকমই যাচ্ছে। এ পর্যন্ত কতবার যে আমাদের অফিসের জেনারেটর লোড নিতে না পেরে অকেজো হয়ে গেল তার কোন ইয়াত্তা নাই।দেখেন আপনাকে লিখতে লিখতে নাই........চলে গেল............এরকম সারাদিন ই হচ্ছে।
শুনেন ব্যাপারটা হল উনিতো কোন বিদ্যুৎ ফিদূৎ কিছুই উৎপাদনই করেন নাই। তাই এটাই স্বাভাবিক যে লোডশেডিং হবে। আর এই লোডশেডিংটাকে বৈধতা দান করতেই আমাদের রংহেডেড প্রায়.....মিনি....স্টার এর এমন ঢংহেডেড কথাবার্তা। যেন মানুষ মনে করে বিদ্যুৎ থাকার পরও মানুষকে মনে করিয়ে দিচ্ছেন। উনি ভাবছে ওনার মত জনগণও .......হেডেড।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
সেমিবস বলেছেন: ১০০% একমত।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
ঢাকাবাসী বলেছেন: সালমা শারমিন বলেছেন: আরে......................ব্যাপারটাতো বুঝলেন না।আমি জানি না আপনি ঢাকার কোন এলাকায় থাকেন। তবে আমি যে এলাকায় থাকি সে এলাকায় আগে মানে খুব গরমে ৭/৮ বার যাইতো। এখনোও সেরকমই যাচ্ছে। এ পর্যন্ত কতবার যে আমাদের অফিসের জেনারেটর লোড নিতে না পেরে অকেজো হয়ে গেল তার কোন ইয়াত্তা নাই।দেখেন আপনাকে লিখতে লিখতে নাই........চলে গেল............এরকম সারাদিন ই হচ্ছে।
শুনেন ব্যাপারটা হল উনিতো কোন বিদ্যুৎ ফিদূৎ কিছুই উৎপাদনই করেন নাই। তাই এটাই স্বাভাবিক যে লোডশেডিং হবে। আর এই লোডশেডিংটাকে বৈধতা দান করতেই আমাদের রংহেডেড প্রায়.....মিনি....স্টার এর এমন ঢংহেডেড কথাবার্তা। যেন মানুষ মনে করে বিদ্যুৎ থাকার পরও মানুষকে মনে করিয়ে দিচ্ছেন। উনি ভাবছে ওনার মত জনগণও .......হেডেড।
১০০% একমত।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
সেমিবস বলেছেন: ১০০% একমত।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
জহির উদদীন বলেছেন: একজন প্রধানমন্ত্রীর ভাষা এমন হতে পারে?
Click This Link
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
samolbangla09 বলেছেন: শহরের অবস্থাই যদি ওরকম হয়, আমি তো থাকি গা'ওত। তাহলে আমার এখানকার অবস্থাটা একবার চিন্তা করেন। সকাল থেকে এ পর্যন্ত ৫-৬ বার হয়ে গেছে বিদু্তের লুকোচুরি খেলা। তবে হ্যা, আমাদের দেশ রত্ন যেদিন বিদু্তের লোডশেডিং এর কথা বললেন সেদিন থেকেই বিদু্তের এই লুকোচুরি বেড়ে গেছে কয়েকগুন। প্রধান মনতিরি বলে কথা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
দেশপ্রেমিক তারেক বলেছেন: প্রধানমন্ত্রীই দেশকে অন্ধকার সুড়ঙ্গের’ দিকে ঠেলে দিচ্ছে