![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো ছবি তুলে ফটগ্রাফি হওয়া যায় না । আর ভালো কিছু জানতে তাই জানার চেষ্টা করতেছি।
নতুন DSLR নিছি তাই অনেক কিছু জানার বাকি।
যদি কারও জানা থাকে ভাল কোন ফটগ্রাফির ভাল said জানালে খুব উপক্রিত হব।
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
সিনিয়ার মোফিজ বলেছেন: ধন্ন্যবাদ @ ধ্রুবক আলো ভাই
২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের ছবি তুলুন, মানুষের জীবনের ছবি তুলুন; গাছপালা তো অনেক, কত ছবি তুবেন?
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
সিনিয়ার মোফিজ বলেছেন: ধন্ন্যবাদ ধারণাটা দেওয়ার জন্য @ চাঁদগাজী ভাই ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তুলতে তুলতে একদিন ভাল ফটোগ্রাফার হয়ে যাবেন। ইউটিউবে গিয়ে ফটো গ্রামী সার্চ দেন দেখবেন কত দেশের নানান নামি ফটোগ্রাফের ফটোগ্রাফীর কৌশল।
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
সিনিয়ার মোফিজ বলেছেন: ধন্ন্যবাদ ভাই
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে ।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৮
নিরব জ্ঞানী বলেছেন: ডিএসএলআর ক্লাবে আপনাকে স্বাগতম। হা হা
ভাল ফটোগ্রাফার হতে হলে কিন্তু প্রচুর ছবি তুলতে হবে আর সামুতে পোস্ট করতে হবে।
যাই হোক, মাহমুদুর রহমান সুজন ভাইয়ের কথায় একমত। ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আমি সেখান থেকেই শিখছি। আপনি চাইলে আমার আগের ব্লগগুলো দেখতে পারেন। নতুন ফটোগ্রাফারদের জন্য কিছু ব্লগ লিখেছিলাম- শখের ফটোগ্রাফি নামে।
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
সিনিয়ার মোফিজ বলেছেন: WOW এটাইতো চাইছিলাম ভাই । ধন্ন্যবাদ ধারণাটা দেওয়ার জন্য।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
অগ্নি সারথি বলেছেন: সুন্দর হয়েছে।
যদি কারও জানা থাকে ভাল কোন ফটগ্রাফির ভাল said জানালে খুব উপক্রিত হব। - শরৎ চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারেন। আমার জানামতে ফটোগ্রাফি বিষয়টা তিনি বেশ বোঝেন।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হইছে
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
চেষ্টা চলুক ....
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০
সিনিয়ার মোফিজ বলেছেন: দোয়া করবেন ভাই যেন ভাল কিছু করতে পাই । কিছু ভাললাগা দিতে পারি।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০
পৌষ বলেছেন: কোন ক্যামেরা কিনেছেন ভাই। আমিও একটা কিনব ভাবছি তো তাই।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯
সিনিয়ার মোফিজ বলেছেন: পৌষ ভাই @ ক্যামেরা ভালোর শেষ নাই। তবে আমি কিনেছি cannon Kiss X7i সব মিলে ৪১৫০০ পড়েছে,লেন্স ১৫মিমি থেকে ৮০ মিমি. বসুন্দরা থেকে।আর ক্যামেরার লেন্স যত ভালো ক্যামেরা ততো ভালো। আমি তো আর পেশাদার হিসাবে নেইনি ভাই , শখের বশে আরকি। তবে মজা আছে ভাই যতো ক্লিক মারি ততোই মজা লাগে হা হা হা হা হা ।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪৪
CamEye বলেছেন: ইউটউবে ফটোগ্রাফির অনেক ভিডিও আছে, দেখতে পারেন! সামুতে সার্চ দিতে পারেন, এখানে অনেক ভালো ভালো লেখা আছে। সচলায়তন ব্লগেও অনেক ভালো লেখা পাবেন!
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
সিনিয়ার মোফিজ বলেছেন: ইউটউবে কিছু পাচ্চছি কিন্তু সামুতে আমি অনেক আগে একবার দেখেছিলাম এখন পাইনা । ধন্ন্যবাদ সায্যের জন্য।
১২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: শখটাকে শুভেচ্ছা
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৩
নীল বরফ বলেছেন: আসেন ভাই, কোলাকুলি করি, নিজের এই শখ রয়েছে। ১৫মিমি লেন্স নিয়েছেন, ল্যান্ডস্কেপ তুলতে পারেন,অনেক কভার করবে। জুম করে protrait তুলেন, ভাল bokeh আসবে। সময়ের সাথে বুঝে যাবেন আসলে আপনি কি ধরনের ছবি তুলতে পছন্দ করেন। ভাল সাইট হিসাবে দেখতে পারেন ১। flickr 2. 500px. flickr এ নানা গ্রুপ রয়েছে, জয়েন করতে পারেন আপনার ক্যামেরা গ্রুপে।
চমৎকার সময় কাটুক ক্যামেরার সাথে আপনার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
সিনিয়ার মোফিজ বলেছেন: আন্তরিক ভাবে ধ্যন্নবাদ "নীল বরফ" চেষ্টা করব ভাল কিছু উপহার দেয়ার। flickr এ ID করা আছে 500px করব।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
সাঈদ হাসান চউধুরী বলেছেন: what is DSLR?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
সিনিয়ার মোফিজ বলেছেন: Canon EOS 700D Kiss X7i
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর
১৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৬
জে আর সিকদার বলেছেন: ইডিট করা হয় নি ছবিগুলো
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪
ধ্রুবক আলো বলেছেন: চেষ্টা ভালো হয়েছে,
আরও ভালো হোক, শুভ কামনা রইলো...