নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভে যাওয়া আলোর পূজারী.....

সিউল রায়হান

সিউল রায়হান › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে "রাত ১২টা~সকাল ৮টা পর্যন্ত" ছাগুদের দেয়া পোস্টের ব্যবচ্ছেদ (ছাগু ফাইটাররা একটু পড়ুন) আপডেটিত

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২১

নিচের টোনগুলো ধরতে পারলেই বুঝবেন সে একটা শুয়রের বাচ্চা ছাগুঃ



→→→ আমি শাহবাগের আন্দোলনে ছিলাম আজকে (কিন্তু পোস্টের কোথাও বলা থাকবে না সে কাদের মোল্লার ফাঁসি চায়)

→→→ আন্দোলনের ফলাফলটা কোন রাজনৈতিক দলের দিকে যাচ্ছে সেটা নিয়ে সে অনেক চিন্তিত। আন্দোলনটা কেন সেটা নিয়ে সে চিন্তিত না

→→→ ওখানে গাঁজা খাওয়া হচ্ছে সে নিজে দেখেছে। তার মোবাইলে ক্যামেরা নাই দেখে সে ছবি তুলতে পারেনাই। এবং বিশ্বের বাকি সব মিডিয়ার ক্যামেরাম্যানরা ২নম্বর জন্যে তারাও তাকে সাহায্য করেনাই

→→→ ওখানে মেয়েদের অপমান করা হচ্ছে (মনে রাখবেনঃ অ্যাক্টিভিস্টরা শুরু থেকেই এই বিষয়ে প্রচন্ড সজাগ তাই এর সাথে ০% টলারেন্স)

→→→ দেশে কি আর কোন সমস্যা নেই? আন্দোলনকারীরা ওগুলো কেন তুলছে না



আপডেটঃ ১১ ফেব্রুয়ারী

→→→ বিভক্তি দেখা দিয়েছে আন্দোলন আয়োজকদের মাঝে

→→→ রাজাকাররা সুইসাইড করেছেন বা মারা গিয়েছেন টাইপের খবর

→→→ আন্দোলন থেকে ফায়দা লুটতে চায় ছাত্রলীগ। মূল উদ্দেশ্যঃ রাজনৈতিক ফ্লেভার দেয়া

→→→ শাহবাগের আন্দোলনকে আমিও সমর্থন জানাই কিন্তু ওখানে ইসলামকে অবমাননা করা হচ্ছে" ব্যাপারটা একটু দেখবেন...........(অবমাননার টাইপঃ ওখানে জয় বাংলা বলা হচ্ছে, ওখানে দেশের গান গাওয়া হচ্ছে)

→→→ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ কারণ শাহবাগের আন্দোলনে অনেক পক্ষ যোগ দিচ্ছে আর অনেক পক্ষ মানেই গৃহযুদ্ধ (ওরে শুয়রের বাচ্চা, এখানে অনেক পক্ষ সেইভাবে ঐক্যবদ্ধ যেভাবে ১৯৭১ এ সবাই ছিলো। এটা স্বার্থত্যাগের সময় এবং সবাই তাই করছে।)

মন্তব্য ৬৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি অনলাইনে আসি বাংলাদেশ সময় ভোরে। তারপর শুধু ছাগু পোষ্ট আর ছাগু পোষ্ট। কি করা যায়? :(

আমরা সবাই মিলে রিপোর্ট করি আসেন, যেন সকালে উঠে মডুরা ব্যান করে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮

সিউল রায়হান বলেছেন: সেটাই করতাসিও। আমার টাইম জোনটাও আপনার মতই প্যাথেটিক তাই আমিও রাত জেগে রিপোর্ট করে যাচ্ছি। মডারেটররা এখন অ্যাক্টিভ তাই আশা করি রিপোর্টে কাজ হবে (ইতিমধ্যে হয়েছেও দেখেছি)

রিপোর্ট করা থামাবেন না। শুভকামনা। এতদূর থেকে এইটুকুই করতে পারি আমরা শাহবাগের আন্দোলনে যোগ দেয়ার জন্যে

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮

ডাস্টবিনের ময়লা বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি অনলাইনে আসি বাংলাদেশ সময় ভোরে। তারপর শুধু ছাগু পোষ্ট আর ছাগু পোষ্ট। কি করা যায়?

আমরা সবাই মিলে রিপোর্ট করি আসেন, যেন সকালে উঠে মডুরা ব্যান করে


আপনি অতি শিগ্রই দক্ষ ছাগু ফাইটার হবে যাবেন :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২

সিউল রায়হান বলেছেন: আপনিও সমানে রিপোর্ট করতে থাকুন

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০

কলাবাগান১ বলেছেন: good observation

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

সিউল রায়হান বলেছেন: রিপোর্ট করা থামাইয়েন না এবং প্রয়োজন পড়লে ফ্লাডিংয়ের জন্যে প্রস্তুত থাকুন যাদের ওদের সারমেয়গিরী করা পোস্ট প্রথম পাতা থেকে সরায় দেয়া যায়

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: সব ছাগুদের ধরে ফেলছেন। রিপোর্ট আর রিপোর্ট!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

সিউল রায়হান বলেছেন: সেটাই ভাই। রিপোর্ট করে রাখি, আশা করি সকালে মডুরা এসেই ব্যবস্থা নিবে

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৩

ডাব্বা বলেছেন: আপনারা অনেকেই একে ওকে ব্যান করার কথা বলেন।

প্রথমত, আমি সবধরনের ব্যান এর বিপক্ষে। নীতিগত ভাবে।
দ্বিতীয়ত, এটা দূর্বলতা।

ওরা ও থাকবে, আমরা ও থাকব। কিন্তু কেউ যদি মনে করে দেশটা পাকিস্তান বা ইন্ডিয়ার, ফাসীতে ঝুলিয়ে তারপর ঘুমাতে যাব। আবার ঘুমাবোও না। সজাগ দৃস্টি রাখব নিশ্চিত হবার জন্যে যে ব্যাটা মরেছে তো ঠিক!

হাড়ে, অস্হিতে, মজ্জায় তিলে তিলে বিষ দিয়ে যাব। যন্ত্রনার চরম সীমায় নিয়ে বিশ্বাস করিয়ে ছাড়ব, এটা বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের দেশ। আমার কস্টে পাওয়া দেশ। আমার ভালবাসার দেশ। রাজাকারের নিস্বাস ফেলার দেশ না।

রাজাকার এই আমার দেশে থাকতে পারবে, কিন্তু থাকতে হবে Second Class Citizen হয়ে। জমা খরচ দিয়ে চলতে হবে। দৃস্টি নীচে রেখে হাটতে হবে। নরম স্বরে কথা বলতে হবে। বুঝতে হবে ওরা আমাদের করুনায় এখনো বেঁচে আছে।

আর ফাসী হয়ে গেলে তো, আলহাদুলিল্লাহ্‌। ঘুম ই ঘুম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

সিউল রায়হান বলেছেন: আপনি বোধহয় ব্লগের প্রাচীন কিন্তু দুর্ধর্ষ শক্তিশালী একটা কথার সাথে পরিচিত নাঃ শুয়রের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

ডাব্বা বলেছেন: কথাটা পছন্দ হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

সিউল রায়হান বলেছেন: হুমমম

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

রেজোওয়ানা বলেছেন: ভাই, ভাল অবজারভেশন আপনার।

এই গুলার কোন লজ্জা নাই, এত লাথি খাচ্ছে পোস্ট দেয়ার পর, তারপরও ল্যাদিয়েই যাচ্ছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

সিউল রায়হান বলেছেন: থ্যাংকস আপু। আমিও তাই দেখলাম এরা ল্যাদানো থামাচ্ছেই না, একজন ব্লক খায় তো আরেকজন আসে।

এরা খুব দ্রুত ভোল পাল্টাচ্ছেঃ প্রথমে বলেছিলো গাঞ্জার আসর, এরপরে বললো ধু ধু মরুভূমি, এরপরে বললো ইন্টারন্যাশনাল মিডিয়া সাথে নাই আর এখন সবগুলোতে ধরা খেয়ে বলছে ওরাও নাকি শাহবাগ গিয়েছিলো।

আমি চেষ্টা করে যাবো এদের প্যাটার্ন গুলো সম্পর্কে বারবার পোস্ট করার জন্যে

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

দূর্ভাষী বলেছেন: আপনার এই পোস্টটি নতুন করে পোস্ট করলাম। তথ্যের জন্য ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

সিউল রায়হান বলেছেন: এরা খুব দ্রুত ভোল পাল্টাচ্ছেঃ প্রথমে বলেছিলো গাঞ্জার আসর, এরপরে বললো ধু ধু মরুভূমি, এরপরে বললো ইন্টারন্যাশনাল মিডিয়া সাথে নাই আর এখন সবগুলোতে ধরা খেয়ে বলছে ওরাও নাকি শাহবাগ গিয়েছিলো।

আমি চেষ্টা করে যাবো এদের প্যাটার্ন গুলো সম্পর্কে বারবার পোস্ট করার জন্যে।


আপনাকে অনেক দিন পরে দেখলাম। আশা করি ভালো আছেন...........আপনার মত ছাগু ফাইটারদের দরকার এখন

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

স্পাইসিস্পাই001 বলেছেন: স হ ম ত......

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ স্পাইসি

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

পাতি মাস্তান বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই B-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

সিউল রায়হান বলেছেন: এক দফা এক দাবী

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

দূর্ভাষী বলেছেন: ১০ নং মন্তব্যে আপনার উত্তর পেয়ে বলছি, দীর্ঘদিন অফলাইনে ছিলাম, সবসময় শাহবাগে থাকতে পারছি না, তাই যে সময়টুকু শাহবাগের বাইরে থাকতে হচ্ছে সে সময়টা অনলাইনে থাকছি নৈতিক দায়িত্ব ভেবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

সিউল রায়হান বলেছেন: আমি এখন জার্মানীতে তাই ইচ্ছা থাকা সত্তেও যেতে পারছি না..........আমিও তাই অনলাইনেই যা পারি করার চেষ্টা করছি

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: শুয়রের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

সিউল রায়হান বলেছেন: অবশ্যই

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

তথাকথিত আভি বলেছেন: আপনি বোধহয় ব্লগের প্রাচীন কিন্তু দুর্ধর্ষ শক্তিশালী একটা কথার সাথে পরিচিত নাঃ শুয়রের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি ।।

এই শূকর ছানা-পোনা গুলোর বিশাল নিক । ল্যাদাইয়া গন্ধ কইরা ফালাইল এলাকা ।
রিপোর্ট চলছে, চলবে ।।
একটা একটা শিবির ধর,
ধইরা ধইরা জবাই কর ।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

সিউল রায়হান বলেছেন: সাঈদীর মেশিনে মুখ দেয়াকে এরা সওয়াবের কাজ মনে করে

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ইখতামিন বলেছেন: রাজাকার ধর
জবাই কর.

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

সিউল রায়হান বলেছেন: সাঈদীর মেশিনে মুখ দেয়াকে এরা সওয়াবের কাজ মনে করে

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

htusar বলেছেন: হারামজাদাদের ম্যাশিন রাইতের বেলায় বেশি চলে কিনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

সিউল রায়হান বলেছেন: হে হে। ঠিক বলছেন, দিনে মডুরা থাকে দেখে কম আসে

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

যীশূ বলেছেন: আরেকটা দেখলাম, 'ওখানে নাকি মোমবাতি জ্বালায়া টাকার অপচয় করা হচ্ছে, তারচেয়ে মোমবাতিগুলা নাকি গরীবদের দিয়ে দেওয়া উচিত'। ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

সিউল রায়হান বলেছেন: প্রাচীন টেকনিক ;)

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রিপোর্ট কন্টিনিউড। অনেক নিক ব্যানড হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

সিউল রায়হান বলেছেন: দুঃখিত কালকে রাত থেকে জয়েন করা হয়নি, আজকে আছি :) রিপোর্ট চলবেই।

১৯৭১ এ সবাই কিন্তু দেশে থেকে যুদ্ধ করেনি, দেশের বাইরেও অনেক মুক্তিযোদ্ধা ছিলেন। আপনি এবং আরো যারা এই কন্টিনিউয়াস রিপোর্ট করে যাচ্ছেন তারা সেই রকমেরই মুক্তিযোদ্ধা

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: View this link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

সিউল রায়হান বলেছেন: রিপোর্টেড

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: পাইলেই চুতরা পাতা ডলা দেয়া হবে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

সিউল রায়হান বলেছেন: অবশ্যই

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

চেয়ারম্যান০০৭ বলেছেন: পাইলেই চুতরা পাতা ডলা দেয়া হবে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

সিউল রায়হান বলেছেন: একদম

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

বিপদেআছি বলেছেন: ছাগু পোষ্ট না থাকলে দম ফাটায়ে হাসুম কেমনে ? :) :)

তবে এটা ঠিক ছাগু কন্ট্রল করতেই যদি সব সময় ব্যয় হয় তয় ভালো পোষ্ট পড়মু কেমনে?!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

সিউল রায়হান বলেছেন: আপাতত ভালো পোস্ট পড়ায় ব্রেক কারণ ভালো পোস্ট লেখকরাও ব্রেকে আছেন :)

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

সিউল রায়হান বলেছেন: পোস্টে নতুন কিছু পয়েন্ট যোগ করলাম

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

আখিলিস বলেছেন: সাইবার দুনিয়াতেও ছাগু শুয়োরেরা চরম বিপর্যাযের মুখে পড়েছে। তাদের তিনটি ওয়েবসাইট হ্যাকড ও ফেসবুকের ৪০টি পেজ অন্ধকার করে দেয়া হয়েছে। সামুতেও আন্দোলনের বিরুদ্ধে মন্তব্যগুলোও বিতারিত করেছে ব্লগার এ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এক ঘণ্টার মধ্যে এই কাজটি করেছে তারা। যুদ্ধাপরাধীর পক্ষে বিপক্ষে সাইবার যুদ্ধে জামায়াত শিবিরের দুনিয়া ক্রমাগত সঙ্কুচিত হয়ে আসছে।

রাজপথে যুদ্ধাপরাধীদের ফাঁসি আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জনজোয়ারে তৈরি হয়েছে তথ্যপ্রযুক্তিতেও এমনই একটি জোয়ার তোলা হচ্ছে। সারাদেশে লাখ লাখ এ্যাক্টিভিস্ট কর্মী দিনরাত কাজ করে যাচ্ছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মেরুদ- সোজা করে দাঁড়াতে দেয়া হবে না। তাদের কোমর ভেঙ্গে দেয়া হবে। কুখ্যাত যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকবে। সাইবার দুনিয়ায় জামায়াত শিবিরের কর্মকা- যাতে পরিচালনা না করতে পারে সেজন্য এ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক গোয়েন্দা সংস্থার প্রতিও আহ্বান জানিয়েছে।

সাবাশ সহযোদ্ধারা, আপনারা দেখিয়েছেন আমরা কী পারি । B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

সিউল রায়হান বলেছেন: :) আপনারা না ভাই, বলেন "আমরা"

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

mrikadey বলেছেন: একবার বলা হয়.......
এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র মূলক আন্দোলন
আবার এরাই বলে এটা বামেদের আন্দোলন
আবার বলে এটা নাস্তিকদের আন্দোলন
এটাও বলা হয়েছে যে ইসলামের বিরুদ্ধে আন্দোলন

ওদের পুরাই মাথা নষ্ট হয়ে গেছে (পাবনায় তোদের জায়গা হবে না।পাকিস্তান যা :-/ :-/

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

সিউল রায়হান বলেছেন: ওরা যাই বলুক না কেন আমাদের কথা একটাইঃ "তুই ছাগু, তোকে গদাম" এবং এরপরে পোস্ট রিপোর্টেড

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

mrikadey বলেছেন: যুদ্ধাপরাধীর অতীত ঃ দেলওয়ার হোসেন সাঈদ ওরফে ‘দেউল্লা

Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

সিউল রায়হান বলেছেন: এই কুত্তাটার ফাঁসি চাই

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুতে নাকি ছাগু পোষ্ট অনেক কমে গেছে? আমি আজকে ছিলাম না।

আমার পোষ্ট View this link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০১

সিউল রায়হান বলেছেন: হ্যা, ধাড়ি অনেক ছাগু ব্যান খেয়েছে। কাল যতগুলো রিপোর্ট করেছিলাম তারমাঝে ৮০% এ গায়েব।

আর তারউপর ডিসপ্লে পিকচার চেঞ্জটা বড় ভূমিকা রেখেছে। ব্লগে এসে কিছু করার আগেই ওদের পশ্চাৎদেশে জ্বলন উঠে যাচ্ছে, কাহাতক আর সহ্য করবে ;)

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯

বাংলার হাসান বলেছেন: আপনারা যারা দেশের বাহীরে থাকেন তাদের কাছে বিনিত অনুরোধ থাকবে ছাগু দেখা মাত্রই রিপোর্ট করবেন।

স্বাধিনতা প্রজন্ম চত্বর থেকে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তারপর আর শরীরে কুলায় না।

আপনারা যে সকল সহযোদ্ধারা দেশের বাহীরে আছেন তারা একটু খেয়াল রাখবেন। কেননা ছাগুরা রাত তিনটার পরে আসে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৪

সিউল রায়হান বলেছেন: তাই করছি ভাই। নিশ্চিন্তে ঘুমান :) দেশের বাইরে থেকে এটাই করতে পারি আমরা। তো সেটাও যদি না করি তাহলে কেমনে হবে

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯

আঠারো বছর বয়স বলেছেন:

এরকম ভুয়া ছবিও দেখা যেতে পারে যেটার মুল ছবি ২০১০ এর ১জানুয়ারী যুগান্তরে ছাপা হয়েছিল।



ejugantor.com/2010/01/01/index.php



১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

সিউল রায়হান বলেছেন: ভাই এরকম ছবি শেয়ার দিয়েন না কারণ ছাগুদের হাতে আমরাই আমাদের অজান্তে সোর্স তুলে দিবো (এই ছবি ক্রপ করে নিয়ে ওদের ফেসবুকে পেজে প্রচার শুরু করে দিবে)।

৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্টের ছাগুটাকে রিপোর্ট করেন View this link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

সিউল রায়হান বলেছেন: উপরে দেখেন আরেক ছাগু কি কমেন্ট দিসে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

সিউল রায়হান বলেছেন: স্যরি। পোস্ট পুরোটা পড়িনি...........উনি ছাগু না। দুঃখিত :(

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

মিনেসোটা বলেছেন: অনেক পুরোনো ছাগু ফাইটারদের মিস করি, এরা থাকলে এসব ছাগুরা বাপ বাপ করে পলাতো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

সিউল রায়হান বলেছেন: কথা ঠিক কিন্তু ভেবে দেখুন এইভাবেঃ সেই ছাগু ফাইটাররা এখন সবাই ব্লগের/অনলাইনের গন্ডি ছাপিয়ে এখন শাহবাগে। তাদের জন্যেই অনলাইন জেনারেশন এখন রক্তের ঋণ, শহীদদের ঋণ, শহীদ জননী জাহানারা ইমামের ঋণ শোধের আন্দোলন করে চলছে।

আমি-আপনি কোনকালেই ছাগু ফাইটার ছিলাম না তাই এখন আমাদেরই তাদের কাজ করতে হবে তারা ফিরে না আসা পর্যন্ত।


সকল রাজাকারের ফাঁসি চাই।

৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৮

নাইট রিডার বলেছেন: আমি সামুতে ঢুকি বাংলাদেশ সময় সকাল ৫ টায়, অন্য সময় ও আসি কিন্তু এই সময়টাতে রেগুলার আসি।এই সময় এসে দেখি সামু ভরে গেছে ছাগুর ল্যাদানিতে। তারপর রিপোর্ট করতে করতে যদি কোন ভাল পোষ্ট আসে সেটা মিস হয়ে যায়, কিন্তু কিছু করার নেই সামুতে এই সময়টাতে ভাল পোষ্ট পড়ার চেয়ে ছাগু পোষ্ট পড়ে গদাম দেয়া অনেক জরুরী।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

সিউল রায়হান বলেছেন: একমত ভাই। এইসময়টায় রিপোর্ট করা বেশী জরুরী

৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে কিঞ্চিত দ্বিমত আছে ভাই-

আমি শাহবাগের আন্দোলনে ছিলাম আজকে (কিন্তু পোস্টের কোথাও বলা থাকবে না সে কাদের মোল্লার ফাঁসি চায়) - "কাদের মোল্লার ফাঁসি চায়" কথাটি কিন্তু আমিও আমার পোস্টে কোথাও ব্যবহার করি নি।

আন্দোলনের ফলাফলটা কোন রাজনৈতিক দলের দিকে যাচ্ছে সেটা নিয়ে সে অনেক চিন্তিত। - এ ব্যাপারে আমিও চিন্তিত। কারণ, আপিলের পর সে মামলার রায় হতে হতে যে সময় থাকবে, আবার রিভিউ পিটিশন দাখিল হলে আরও যে সময়ের প্রয়োজন, যদি সঠিক সময়ে নির্বাচন হয়, তাহলে সরকার পরিবর্তন হয়ে যাবে​। তখন বিচারের কি হবে আন্দাজ করতে পারছেন?

ওখানে গাঁজা খাওয়া হচ্ছে সে নিজে দেখেছে। তার মোবাইলে ক্যামেরা নাই দেখে সে ছবি তুলতে পারেনাই। এবং বিশ্বের বাকি সব মিডিয়ার ক্যামেরাম্যানরা ২নম্বর জন্যে তারাও তাকে সাহায্য করেনাই - কথা সত্য, আমি নিজে দেখেছি। কিন্তু সেটা আন্দোলন উপলক্ষে নয়। আপনি যে কোনদিন রাত ১২টার পর সেখানে যান, দেখবেন ট্রাফিক সিগন্যাল বাতির নিচে কম করে হলেও পঞ্চাশজন পাবেন গাঁজা সেবনরত। তবে আন্দোলনের কারণে সেখানে ২৪ ঘন্টাই লোকজন থাকাতে এখন বরং গাঁজাসেবিরা একদমই নিস্ক্রিয়​।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

সিউল রায়হান বলেছেন: এইগুলো তো ছাগুদের পোস্ট ধরতে কার্যকরী প্যাটার্ন :) মানে কম কষ্টে কিভাবে ধরবেন।

দ্বিমত পরে ক্লিয়ার করা যাবে........মূল উদ্দেশ্য যেখানে এক সেখানে দ্বিমত করে লাভ নাই, আলোচনা / ক্রিটিসিজম এর সময় এইটা না। কি বলেন?

৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রবাসী আমাকে ব্লক করে দিয়েছে :( /:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

সিউল রায়হান বলেছেন: আমাকেও :(

৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রিপোর্ট করেন View this link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ। রিপোর্ট করে আসলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.