নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভে যাওয়া আলোর পূজারী.....

সিউল রায়হান

সিউল রায়হান › বিস্তারিত পোস্টঃ

জানা আপু এবং অন্যান্য মডারেটররাঃ প্লিজ একটু এই প্রস্তাবটা ভেবে দেখুন এবং বন্ধ করে দিন স্টিকি পোস্টে বলা সকল অভিযোগ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

প্রস্তাব দেয়ার আগে একমত হই যে বর্তমান পরিস্থিতিটা এমনঃ

আপনাদের স্টিকি পোস্টে আপনারা বলেছেন আপনাদের বিরুদ্ধে করা সকল অভিযোগগুলো। একই সাথে আপনাদের পয়েন্টগুলিও তুলে ধরেছেন। আমার মডারেশন নিয়ে ১০০% বিশ্বাস ছিলো না কোন কালেই কিন্তু ৯০% বিশ্বাস বোধহয় আছেই। তাই জানা আপু অথবা অন্য মডুরা তাদের সীমাবদ্ধতার কথা বলেন (সংখ্যায় কম থাকায় সবসময় সম্ভব হয়না) অবশ্যই আমি ওগুলো আমলে নেই।



এখন দেখুন পাইকারী হারে ছাগুরা পোস্ট করে চলেছে বিভিন্ন স্ট্রাটেজী ফলো করে। প্রথমে তারা চেষ্টা করেছে আন্দোলনকারীদের গাঞ্জাখোর বলে, বাজে মেয়ে বলেছে; এরপরে সেইটা ফেইল হলে রাজনৈতিক কানেকশন করতে চেয়েছে প্রটেস্টের সাথে; এরপরে সেটাও ফেইল হলে চেষ্টা করে লাকী আক্তারকে আক্রমন করার; সামনে আরো কিছু চেষ্টা করবে (দুঃখিত আমার জানা নেই সামনে ওদের স্ট্রাটেজী কি হবে কারণ বেজন্মার মত চিন্তাভাবনা সম্ভব নয় রাজাকার বিচার চাওয়ার প্যারালালি)।



আমার প্রস্তাবঃ

আপনারা যদি মেন্টালি উইক করে দিতে পারেন ছাগুদের তাহলে একসাথে সবাই (ব্লগার-পাঠক) উৎসাহ পাবে এবং আপনাদের পক্ষেও সম্ভব হবে সকল ক্রিটিসিজমকে চিরতরে মুছে দেয়া। এখন কথা হলো কিভাবে মেন্টালি উইক করবেন সেই প্রাণীকে যারা অলরেডি মেন্টালি সিক? উত্তরঃ ডিসপ্লে পিকচার দিয়ে...........কারণ আমার অবজারভেশন বলে সকল ছাগুর আইডি যেমন ভিন্ন তেমনি তাদের ডিসপ্লে পিকচারও ভিন্ন (সাধারনত সবুজ রংয়ের কিছু এবং অন্য কারো কপি নয়)। এরমানে হলো ওরা ডিসপ্লে পিকচারটাকে নিজেরমত করে ভাবে এবং ওখানে হিট করা মানে একদম জায়গামত হিট করা।





তাহলে কোন ছবি সাজেস্ট করছি আমি? উত্তর এইটাঃ



লিংকঃ http://media.somewhereinblog.net//images/authors/shopnobajbest-379631_509141499125110_608348141_n.jpg



প্রস্তাবটা ইমপ্লিমেন্ট করা কি খুব কঠিন?

উত্তরঃ না, না এবং না। আমি যেহেতু প্রগ্রামিংয়ের সাথে জড়িত সুতরাং আমি ভালোকরেই ধারণা করতে পারি যে এখন আমাদের ডিসপ্লে পিকচারের লিংকগুলো ডাটাবেজ জেনারেটেড। আপনাদের নতুন করে জাস্ট ওই জেনারেট হবার লাইনটা কমেন্ট করে দিয়ে এই ছবিটার ফিক্সড লিংকটা বসিয়ে দিতে হবে তাহলেই কাজ শেষ। আর আপনারা যখন অফিসিয়ালি সবার ডিসপ্লে পিকচার এভাবে জোর করে সবার দাবীর সাথে অ্যালাইন করে দেবেন তখন আপনাদের বিরুদ্ধেও আর কে কি বলবে?



এখানে কিছু ছাগু অবশ্যই প্রতিবাদ জানাবে কারণ এইটা একদম জায়গামত হিট করবে তাদের। এই ব্যাপারে সাজেশনঃ আমরা (সাধারণ ব্যবহারকারীরা) কোথাও আপনাদের সাথে একমত/দ্বিমত হইনি যে কখনো যদি আপনারা এমন স্টেপ নেন তাহলে আমাদের মতামতের প্রয়োজন আছে কিনা। সুতরাং যেখানে আলোচনাই হয়নি সেখানে আপনারাই সেফ সাইডে.................





****

পোস্ট পড়ার জন্যে (যদি পড়ে থাকেন) কৃতজ্ঞতা। আপাতত অনেক রিপোর্ট জমা পড়েছে নিশ্চয়ই, ওই ধাড়ি ছাগুগুলোকে খেদান।

মন্তব্য ৭০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাইকে অটোমেটিক এই ডিসপ্লে পিকচার?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

সিউল রায়হান বলেছেন: হ্যা

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনারা এটা করবে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫

সিউল রায়হান বলেছেন: বললাম, দেখি কি করে.........হার্ডলাইনে যাওয়ার সময় হয়েছে উনাদেরও

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

রিফাত হোসেন বলেছেন: Lol

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

সিউল রায়হান বলেছেন: হুম

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮

খুব সাধারন একজন বলেছেন: শুভেচ্ছা রইল।
আপনারা দেশকে কত ভালবাসেন, দেখে কাঁদতে ইচ্ছা করে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

সিউল রায়হান বলেছেন: :)

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরেকবার শুনেন View this link

View this link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

সিউল রায়হান বলেছেন: রিংটোনটা চরম

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩

রোকসানা লেইস বলেছেন: সুন্দর প্রস্তাব

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

সিউল রায়হান বলেছেন: :)

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

নাইট রিডার বলেছেন: সবার প্রোপিক চেঞ্জ? আমার নিজেরটা অনেক পছন্দ :( :( :( :( । কিন্তু কি আর করা ছাগুদের গদামের জন্য আমি ও সহমত আপনার সাথে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

সিউল রায়হান বলেছেন: আমার নিজস্ব মতামতটাই বলে দিলেন :) আমিও আমার ডিসপ্লে পিক অনেক পছন্দ করি কিন্তু গদামের স্বার্থে :) চেঞ্জ হোক

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

তুহিন সরকার বলেছেন: ভেবে দেখার বিষয়।
সচলায়তন কিংবা প্রথম আলো ব্লগে মত আমরা একটু সময় নিয়ে মডারেট করতে পারিনা।
একটাই দাবি ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই।
জয়বাংলা শ্লোগানে প্রকম্পিত করুন
রাজাকারের হৃদয় আত্মা।
একাত্তরের হাতয়ার গর্জে উঠুক আরেকবার।
জযবাংলা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

সিউল রায়হান বলেছেন: জয়বাংলা

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

বর্ণালী পাল বলেছেন: আমি ও সহমত আপনার সাথে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :)

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

শতাব্দী রায় বলেছেন: সহমত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

সিউল রায়হান বলেছেন: আপনার ডিসপ্লে পিকচারটাও নাইস

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
"লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের ফাসি দে "

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

সিউল রায়হান বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
"লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের ফাসি দে "

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর প্রস্তাব

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :)

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর প্রস্তাব ......পোষ্টে প্লাস++++....উদ্যোগ প্রশংসনীয়...

রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

সিউল রায়হান বলেছেন: সবার উদ্দেশ্য তো একটাই :) রাজাকারদের ফাঁসি

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

ইখতামিন বলেছেন: একমত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

সিউল রায়হান বলেছেন: :)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: সুচিন্তিত প্রস্তাব। নিশ্চয়ই বিবেচনা করা হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

সিউল রায়হান বলেছেন: আপনার মতামত পেয়ে ভালো লাগলো। অপেক্ষায় থাকবো :)

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: প্রস্তাব ভালো। তবে ছবির সাথে টেক্সটও সংযুক্ত করা হোক। "রাজাকারের ফাঁসি চাই" বা এই জাতীয় কিছু লিখে দেয়া হোক। নাইলে আবার ছাগুরা নাও বুঝতে পারে বা না বুঝার ভান করতে পারে যে ফাঁসির দড়িটা আসলে কাদের জন্যে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

সিউল রায়হান বলেছেন: হে হে। না ভাইয়া, ওটার দরকার নাই ;) ছাগুরা দড়ি দেখলেই বুঝবে কি হইতাসে

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শরৎ এর মন্তব্য দেখে খুবই ভাল লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

সিউল রায়হান বলেছেন: আমারও। আশা করি উনারা ব্যবস্থা নিবেন

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: তবে ছবির সাথে টেক্সটও সংযুক্ত করা হোক। "রাজাকারের ফাঁসি চাই"।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

সিউল রায়হান বলেছেন: সহমত

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর প্রস্তাব। ক্রিয়েটিভ আইডিয়া :)

সমর্থন জানাই।

জামাত শিবির নিপাত যাক!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

সিউল রায়হান বলেছেন: থ্যাংকস ভাই :)

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মাগুর বলেছেন: ওরে ছাগু.....পালা....ফাঁসির দড়ি আইলো :P

ভালো প্রস্তাব। মডুদেরকে অনুরোধ করছি, সবার প্রোফাইল পিকচার ফাঁসির দড়ি করে দিন। সমাজের সকল স্তরে ছাগু বর্জন করুন। ছাগু, কাঠাল পাতাখোর, ছুপা ছাগু, আসন্ন ছাগু, কনফিউজডছাগু, ছাগু প্রেমী এবং ছাগীয়তাবাদীদের চিহ্নীত করে ব্যান করুন।

+++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬

সিউল রায়হান বলেছেন: ফাঁসির দড়ি আইলো। চরম ;)

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ওবায়দুল হক মাহমুদ বলেছেন: :D :D :D

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯

সিউল রায়হান বলেছেন: :) ধন্যবাদ

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো প্রস্তাব। দেখা যাক কি হয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯

সিউল রায়হান বলেছেন: সাইটের ডিসপ্লে পিকচার চেঞ্জ হয়েছে :)

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

শিপু ভাই বলেছেন:
প্রস্তাবে সহমত!!!


বাস্তবায়ন করার জোর দাবী জানাচ্ছি!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

সিউল রায়হান বলেছেন: B-)

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো প্রস্তাব ,আমি মডু হলে এখনই কার্যকর করতাম B-) B-)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

সিউল রায়হান বলেছেন: B-) ধন্যবাদ মন্ত্রী মহোদয়

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

সুদীপ্ত কর বলেছেন: বালা বুদ্দি :)

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

সুদীপ্ত কর বলেছেন: বালা বুদ্দি :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :)

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ব্লাক সেপ্টেম্বর বলেছেন: আমি মনে করি-সব মন্তব্যই রাখা উচিত।তাতে আমরা মুখোশধারী সবাইকে চিনতে পারবো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

সিউল রায়হান বলেছেন: ঠিক বুঝলাম না। আমি তো কোন কমেন্ট কোনদিন ডিলিট করিনি

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

উচ্ছাসের কাব্য বলেছেন: ভালো প্রস্তাব, তবে হা মা ভাইয়ের প্রস্তাব টা ও নেয়া উচিৎ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :) এবং একমত

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

আমি সুফিয়ান বলেছেন: অসাধারণ প্রস্তাব

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

সিউল রায়হান বলেছেন: থ্যাংকস সুফিয়ান :)

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

ফিরেদেখা বলেছেন: সব মন্তব্য নাথাকলে আমরা ছাগু চিনবো কিভাবে?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

সিউল রায়হান বলেছেন: কোন কমেন্ট ডিলিটের কথা হচ্ছে?

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

ডট কম ০০৯ বলেছেন: মডুরা কি ঘুমায় নাকি!!!

এক্ষনি করা দরকার

১০০% সহমত।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

সিউল রায়হান বলেছেন: :) অর্ধ ঘুম ভেঙ্গেছে তাই ডিসপ্লে পিকচার পাল্টে গিয়েছে

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

পথ-হারা এক পথিক বলেছেন: সহমত। প্রোগ্রামিঙের সাথে আপনি জড়িত না হলেও এনশিওর করছি এইটা সম্ভব। :)
একটা বড় মহল আটঘাট বেঁধে নেমেছে সামুর পিছনে। ব্লগার, মডারেশান প্যানেল, সামু কর্তৃপক্ষকে এক হয়ে কাজ করতে হবে।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

সিউল রায়হান বলেছেন: সহমত। এবং এই গোষ্ঠীর যেকোন প্ল্যানের বিরুদ্ধে দেখামাত্র দাঁড়াতে হবে

৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

বাতিল প্রতিভা বলেছেন: প্রস্তাবে সহমত!!!


বাস্তবায়ন করার জোর দাবী জানাচ্ছি!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :)

৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্রো, আমার পোষ্টটা মাত্র ফেইসবুকে শেয়ার করার ট্রাই করলাম। কিন্তু শেয়ার করা যায় না। শিরোনাম এডিট করে ছোট করলাম। তারপরেও যায় না। আরো কেউ হয়ত শেয়ার করতে চেয়েও পারেনি।

কান্তেই আছি খালি কানতেই আছি :(( :(( :((

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সিউল রায়হান বলেছেন: পুনি, শেয়ার বাটন কাজ করে কিন্তু ডেসক্রিপশন বা ছবি কোনটাই আসে না :( কারণ যদিও খুঁজে বের করতে পারসি। সুতরাং নো কান্নাকাটি।


প্রধান ঝামেলা হলো আপনার পোস্টের শুরুতে অনেকগুলো ফাঁকা স্পেস আছে যার কারণে পোস্টের ডেসক্রিপশন পুরোপুরি নিতে পারছে না ফেসবুক।

ছবি নিতে পারছে না কারণ আপনার পোস্টে অনেকগুলো ছবি থাকলেও সামহোয়ারইন অথরিটি তাদের সাইটে "og:image" জিনিসটা ব্যবহার করে দেখে খুবই লো রেজুলিউশনের একটা ছবি লোড হচ্ছে।


***প্যাচানো সলিউশন***
১) এই লিংকে যান: http://jsfiddle.net/BrnCv/

২) টাইটেল এর জায়গায় টাইটাল দিন। সামারি এর জায়গায় সামারি লিখুন। ইউ.আর.এল জায়গায় পোস্টের ইউ.আর.এল দিন। একদম শেষে কোন ইমেজ নিয়ে লোড হবে শেয়ার করার টাইমে সেটার ইউ.আর.এল দিন।

৩) মনে রাখবেন, = এবং & গুলোর মাঝেই শুধু টেক্সট লিখবেন

৪) সবশেষে ইনপুট গুলো দিয়ে লিংকটা কপি করে ব্রাউজারে পেস্ট করে দেখুন। শেয়ার করার প্রয়োজন নেই, কিন্তু প্রিভিউ দেখতে পারবেন ঠিকই।


***সহজ সলিউশনঃ***
এই লিংকটা পোস্টে দিয়ে দিলেই হবেঃ http://tinyurl.com/cdsn3dv

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.