নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেকারনেস

সত্যের সন্ধানে মর্ত্যে যেতে দ্বিধা নেই। জানতে ও জানাতে চাই।

বেকারনেস › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রবন্ধু

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৬

তুমি কি জানো ভালো বন্ধু কে?
কিংবা কিসে তুমি তার উদাহরণ খুঁজবে?
বলছি, মেঘ,সূর্য বা তাঁরা নয়
ভালো বন্ধুকে পাবে চাঁদের মত।
যখন দিনের উজ্জ্বল আলোয়
তোমার পথ হারানোর ভয় নেই
দেখবে চারপাশ লোকে লোকারণ্য
তোমার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই

দিনের আকাশের মেঘের দল
অসীম শুভ্রতায় তোমার মন গলিয়ে দেবে
কিন্তু কিছুক্ষণ,
কিছুক্ষণ পর সেটি কালো হয়ে
তোমায় কান্নায় ভিজিয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে
ঠিক তোমার ক্ষণস্থায়ী বন্ধুটির মত।

অথচ যখন পৃথিবীর সবকিছু বিরতি নিবে
ত্রাতা সূর্য অস্ত যাবে আধারকে সুযোগ দিতে
কোলাহল বন্দি হয়ে যাবে দেয়ালের সরু কক্ষে
দিনের আলোয় শুভ্র মানুষেরা পিশাচ হয়ে যাবে
সরু দেয়ালের ঘরে দম আটকে আসবে তোমার
তোমার দুঃখ শোনানোর কাউকে তুমি পাবে না ।

তখন বাইরে এসো ,
মনঘরের জানালা খুলে দাও
দেখবে হাস্যজ্জল চাঁদ তোমার পানে চেয়ে,
তোমার দুঃখ শুনবে বলে।
একপশলা জ্যোৎস্না নিয়ে সে জানান দিতে চায়
"আমি তো আছি
জোতস্নাস্নানে তোমার দুঃখ ধুয়ে দিতে"।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১১

রাজীব নুর বলেছেন: কবিতায় বেশ অনুরোধ আছে।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৬

বেকারনেস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.