নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………
স্কুল কলেজে থাকতে, স্কুল কলেজের ওয়াশ রুমে নানা শ্লীল বা অশ্লীল কথা লেখা থাকত। ক্লাসের নানা জনের নামের মাঝে একটা করে প্লাস চিহ্ন থাকত। অবশ্যই তা একজন ছেলে ও অন্যজন মেয়ে। মাঝে মাঝে এক ছেলের সাথে ২-৩ টা মেয়ের নামও প্লাস চিহ্ন দিয়ে লেখা থাকত। আর অন্যান্য যে কথা লেখা থাকত, তা বলার মত না। অন্তত আমার দ্বারা না। অশ্লীল অশ্লীল, বিশাল অশ্লীল।
হলে থাকার সুবাদে হলের ওয়াশ রুমে নানা লেখা পড়ারও সৌভাগ্য(!!!) হয়েছে। তবে হলে মেয়ে ঘটিত কোন ব্যাপার নেই বলে, অত অশ্লীল বাণী খুব কমই আছে। তবে নানা কথা যা আছে তার কিছু নমুনা দেই।
একটা টয়লেটের দরজায় লেখা,
" দয়া করে টয়লেটের অভ্যন্তরে ধূমপান করবেন না।"
কে যেন তার নিচে লিখে দিছে,
" অবশ্যই ধূমপান করব, কারণ ধূমপানে সুখপান। "
অন্য এক দরজায় লেখা,
" ব্যবহারে বংশের পরিচয়।রিকুয়েস্ট ব্যবহারের পর পানি দিন। "
একজন নিচে লিখছে,
" plz plz এদের ধরিয়ে দিন। "
অন্য এক দরজায় লেখা,
" আমরা পশু না হই।
হাগু করলি, পানি দি। "
কেউ একজন অন্য এক দরজায় লিখেছে,
“ ভোগে নয়,
ত্যাগেই প্রকৃত সুখ। “
বাহ কি মহান শিল্প।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
অনিকেত রহমান বলেছেন: এমন লেখা আমাদের দেশের টয়লেটের ঐতিহ্য
লেখা ভালো হয়ছে।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হেহে। এই ঐতিহ্য সংরক্ষণ করা দরকার।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:২১
মুকতাদির রহমান বলেছেন: ঘ্রাণেই অর্ধভোজন...!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নিশ্চিত। টয়লেট লিখন।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
এম আর ইকবাল বলেছেন:
হে ঙ্গাণী
টয়লেটের পর ঢালিও পানি ।
আপনার পর আরেকজনের ব্যবহার উপযোগী রাখবেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হেহে
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাহ বাহ বাহ