নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উম্মাদীয় বানানে স্বাগতম! ;-)

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

সিজানুর রহমান

খুব সাধারন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। মাঝে মাঝে আমি অবাক হয়ে লক্ষ্য করি, আমি ঘরকুনো। আর তাই হয়ত রাস্তায় যখন বের হই, নিজের ছায়া ব্যাতীত কোন সঙ্গী পাই না! লেখাপড়া বায়োটেকনোলোজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ভাল লাগে গান শুনতে, ভ্রমন করতে ও ছবি আঁকতে। আমার প্রিয় কবি সুকান্ত, গায়ক বাপ্পা ও নচিকেতা, লেখক ডঃ মুহাম্মদ জাফর ইকবাল। অবসরে সায়েন্স ফিকসান ও গোয়েন্দা গল্প পড়ি। নিজেও কিছু লেখালেখির চেষ্টা করি। যার প্রতিফলন আমার এই ব্লগ . . .

সিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

শিশুতোষ লিখা আহব্বান

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ব্যাতিক্রম ধর্মি স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্য' প্রতিবছরের মত এই বছর-ও ২৬ শে মার্চ; শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিয়োগিতার আয়োজন করছে। এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহনকারি প্রতিটি শিশুকে একটি করে শুভেচ্ছা উপহার বই দিই। প্রথম বছর আমরা রবিন্দ্রনাথের একটি ছোটগল্পের বই, দ্বিতীয় বছর সুকুমার রায় এই বই ইপহার হিসেবে প্রদান করি। এই বছর তৃতীয়বারের মত এই অনুষ্ঠান হতে যাচ্ছে; যার দ্বায়ীত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। আমি চাচ্ছি এই বছর ব্লগারদের শিশুতোষ গল্প নিয়ে এইটি বই প্রকাশ করতে, যা উপহার হিসেবে দেয়া হবে। আগ্রহী সহবল্গারগন আপনাদের শিশুতোষ লিখা (গল্প/ ছড়া/ কবিতা) আমাকে মেইল করেন ২০ মার্চ এর মধ্যে। মেল করার ঠিকানা [email protected]. প্রকাশিত লিখা ই-বুক আকারে পরে ব্লগে দেয়া হবে, বা আপনাদের ঠিকানায় মেল করা হবে।



ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয়তে ও প্রতিযগিতায়
+

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

সিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনি লিখা পাঠাচ্ছেনতো?
আশাকরি লিখা পাঠাবেন এবং বিষয়টি সহব্লগারদের জানাবেন। আমাদের হাতে সময় কম, তবু আশাকরি বইটি অনেক সুন্দর হবে।

২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

মো কবির বলেছেন: সুন্দর বুদ্ধি ভাই।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪

সিজানুর রহমান বলেছেন: ভাই শুধু সুন্দর বুদ্ধি বলে বসে থাকলে চলবে না, লিখা পাঠান........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.