নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব।

"তার ও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরভূমিতে/ সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক, /আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি..."--শফিকুল ইসলাম

এসএফকে৭০৭

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব।

এসএফকে৭০৭ › বিস্তারিত পোস্টঃ

বহুদিন পর... গোলাপের চাষাবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮



--রুদ্র মোহাম্মদ ইদ্রিস

(বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি শফিকুল ইসলামের অমর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত পংক্তিমালা)




তোমার ভালবাসার সুরভি

বিমোহিত করেছে আমায়,আমাদের।

বহুদিন পর অনুর্বর মৃত্তিকা ভেদ করে

উঠে আসছে নতুন আলো।

এখানে এখোন গোলাপের চাষাবাদ অবিরত

আশাহত পথিকের সামনে কে যেন দাড়িয়ে আছে

টর্চ হাতে।



আমরা তাকে এতটা চিনি না-

যারা চিনেছে তারা বলেছে শব্দভূক।

নাক্ষত্রিক রোদে শোভন অন্ধকার ভেদ করে

অসীম সাগরে সে এক নাবিক।



তোমাকে ভালবাসা যায়

খুব কাছের মনে হয় তোমাকে,

এসো তবে আজ হল্লা করি।

আউডার আড়াল থেকে বেড়িয়ে আসছে রমণীরা

সুলতার হাত ধরে,

তার সম্মানে আড্ডা হবে আজ॥



কবির জীবন ও কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে ভিজিট করুনঃ-

http://www.facebook.com/sfk505

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.