![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব।
জীবনের নিঃসঙ্গ বন্ধুর পথ চলতে চলতে
আকস্মিক তার সাথে দেখা।
অজানা, অচেনা
তবু যেন কত পরিচিত,
যুগ জন্মান্তরের চেনা।
ভাবি এই বুঝি আমার ঠিকানা,
এখানেই বুঝি পথচলা শেষ।
এখানেই বুঝি ভালবাসার ছায়ায় বিশ্রাম
অবিরাম বিশ্রাম।
কিন্তু সব ভাবনা কি সত্যি হয়,
একদিন কাছে এসে ও কাছের মানুষ হারিয়ে যায়।
আবার এই আমি সেই আমি হয়ে যাই।
অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
লক্ষ্যবিহীন শুরু হয় আবার পথচলা।
যে যায় সেকি ফিরে আসে।
আসে না।
আসবে না একম ও তো বলা যায় না।
আসতে ও তো পারে।
এটি যুক্তির কথা।
বাস্তবতা এই–
তার সন্ধান আর মেলেনি।
ফিরে আসবে একথা ভেবে কল্পনায় সুখ
পাওয়া ও যেতে পারে।
বাস্তবে নয়।
তখন বুঝতে পারি, বেশ বুঝতে পারি
সে আর ফিরবে না…
অনন্তকাল প্রতীক্ষার নামই বুঝি ভালবাসা ।।
visit: http://www.prothom-aloblog.com/blog/sfk808
২| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৩২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো , ভালো থাকবেন
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ রাত ৮:২৬
সত্য৭৮৬ বলেছেন: একি মনের আয়নায় স্বর্ণাক্ষরে লেখা অনন্ত প্রেম?
আমি একজন সাধারণ মানুষ- এখানে আমন্ত্রণ