| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরফুদ্দীন ডিএসএ
্ব্ব্ব্ব
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির কোন মানে হয়না, ওইটা কি রাজনীতি করার জায়গা?
আগে যেখানো বিভিন্ন কোচিং সেন্টার এর ব্যানার থাকত এখন সেখানে সব নেতাদের ছবি। ব্যানার ভিন্ন হলেও মিল কিন্তু অনেক। আগে কলমের ব্যবহার শেখানো হত এখন ধারালো অস্ত্রপ্রয়োগ শেখানো হয়।
"তমুক একজন নিরীহ জীব, কলেজে পলিটিক্স করে অমুখ তাকে বিন্দু পরিমাণ উপকার করার চেষ্টা করেছে" এরকম কোন খবর আজ অব্দি আমার কানে আসেনি এবং দেখতে পাইনি কিন্তু আমি অন্ধ ও বধির দুটো থেকে একটিও না। আমি অনেক শুনেছি এবং দু'চোখে একসাথে খবরের কাগজে অহরহ দেখেছিও কলেজ শাখা পলিটিক্যাল পার্টির নেতা/ সদস্য ধর্ষণ করেছে, হত্য করেছে, স্যার পিটিয়েছে, ছুরিকাঘাত করেছে, অস্ত্রসস্ত্রসহ ধরা পড়েছে, কলেজের আসবাবপত্র ভাংচুর করেছে, লুটপাট করেছে, গণধোলাই খেয়েছে, ইভটিজিং করেছে, সম্মানহানি করেছে, পরীক্ষায় নকল করতেছে, হল পরিদর্শক থেকে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়েছে - এগুলোই হচ্ছে ছাত্র রাজনীতি, এগুলোকরলে আগামীতে তারা অবশ্যই জনগনের ভোটে বা ডাকাতি করা ভোটে, যেরকম ভোটেই হোকনা কেন নির্বাচনে কিন্তু জিতবেই!!
তাহলে ছাত্র রাজনীতির গ্রহণযোগ্যতা কতটুকু?? 
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৬
শরফুদ্দীন ডিএসএ বলেছেন: আপনি ঠিক বলেছেন। আগের সেই মনোভাব এখনকার প্রজন্মের নেই। আগে সবাই সত্যের জন্য জীবন দিতে প্রম্তুত ছিল, এখন নিতে প্রস্তুত
২|
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: আপনি ঠিক বলেছেন। আগের সেই মনোভাব এখনকার প্রজন্মের নেই। আগে সবাই সত্যের জন্য জীবন দিতে প্রম্তুত ছিল, এখন নিতে প্রস্তুত "
-আগের গুলো ছিল দুস্ট, এখকারগুলো ডাকাত
৩|
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪
শিক্ষিত বেকার যুবক বলেছেন: এ ধরনের ছাত্র রাজনীতি থেকে আমাদের ফিরে যেতে হবে ১৯৫২ সালের ছাত্র রাজনীতিতে।
২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৭
শরফুদ্দীন ডিএসএ বলেছেন: সেটাই হচ্ছে রাজনীতিরর মত রাজনীতি। এখনকার ছাত্ররাজনীতি সেই রাজনীতির ভাবমূর্তি নষ্ট করতেছ তাদের যোগ্যতা দিয়ে!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতি বনদ্ধ করার জন্য মানুষকে বেশ বড় ধরণের যুদ্ধ করতে হবে; ছাত্ররাজনীতির সাথে যারা যুক্ত, তারা মারাঠা, মগ দস্যুদের সমান।