নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম শফিক

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো

shfikul

http://www.facebook.com/shafiqul.islam.7503

shfikul › বিস্তারিত পোস্টঃ

মনে হবে যেন আছে আছে. . .

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

একদিন আমি নাই হয়ে যাব।

নাই মানে একদম নাই হয়ে যাব।

নাই মানে বোঝো তো?

নাই মানে কিছু না থাকা।

সমুদ্রের শেষ সীমা দেখেছ?

কেমন হাহাকার করে ওঠে বুক;

নাই মানে হলো হাহাকার।

আবার যেমন ধর

সাহারা মরুভূমি,

আমি তপ্তের কথা বলছি না।

বলছি দিক বলে কিছু যায় নাকো দেখা,

কেমন শূন্যতা ভর করে বুকে;

নাই মানে হলো শূন্যতা।

অথবা মনে করো আকাশ,

আছে আছে মনে হলেও আসলে কিছুই নাই।

চোখ বন্ধ করো,হিমালয় দ্যাখো,

চূড়া থেকে দেখা যায় কিছু?

আমি মানুষ পাখি কিংবা গাছের কথা বলছি না।

দিগন্ত বলে দেখা যায় কিছু?

মনে হয় যেন আকাশের গায়ে লেগে আছে।

দিগন্ত মানে হলো নাই,

নাই মানে হলো দিগন্ত।

এবার বুঝেছো?

একদিন আমিও এমন নাই হয়ে যাব।

কিন্তু মনে হবে যেন আছে আছে;

আসলে কিছুই নাই।

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: সব শুন্য
কেন ? কেন নাই
ভাল থাকা চাই
শুভকামনা

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

shfikul বলেছেন: আপনার জন্যও শুভ কামনা,পরিবেশ বন্ধু।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

ইখতামিন বলেছেন: প্রথম ভালো লাগা

আজ আমিও নেই
আমারও কিছু নেই
হয়তো এবার হয়েছে যাবার বেলা
হয়তো শুনবে বিদায়ের গান

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

টিনের চশমা বলেছেন: একি দেখি !! মামা দেখি সন্ন্যাসী হয়ে গেছো !! :|| :|| :||

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

shfikul বলেছেন: ধন্যবাদ ইখতামিন।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

shfikul বলেছেন: টিনের চশমা,যদি সন্ন্যাসী হতে পারতাম!!!

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

শ্রাবণ জল বলেছেন: কিন্তু মনে হবে যেন আছে আছে;
আসলে কিছুই নাই।

সুন্দর।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

shfikul বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

shfikul বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লাগলো , তবে বেদনা ছিলো । ২য় ভালো লাগা ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

shfikul বলেছেন: বেদনার কবিতায় বেদনা থাকতে হয়,ধন্যবাদ ঘুড্ডির পাইলট।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১১

আশিক মাসুম বলেছেন:
নাই মানে কিছুই না থাকা।
নাই মানে হলো শূন্যতা।
নাই মানে দিগন্ত।

ভাল লাগা রইলো

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

shfikul বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
+++

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

shfikul বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

সানড্যান্স বলেছেন: হৃদয় ভর্তি হাহাকার দেখা যাচ্ছে!!!

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

shfikul বলেছেন: হয়তো,ধন্যবাদ।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: চড়ম বাস্তব । +++

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

shfikul বলেছেন: ধন্যবদ নিয়েল(হিমু)।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

একজন আরমান বলেছেন:
একদিন আমি নাই হয়ে যাব।

চমৎকার।
+++

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

বোকামন বলেছেন: আহারে ! বুক ভরা হাহাকার ! :||

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

shfikul বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

রাইসুল নয়ন বলেছেন: কবি এত কষ্ট কেনও?
ভালো থাকা চাই,!
কার প্রতি এতো অভিমান? :)

ভালো থাকুন ।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

ডানাহীন বলেছেন: বোঝানোর কৌশল ভালো লাগলো ।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

shfikul বলেছেন: বোকামন, হুম

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

shfikul বলেছেন: রাইসুল নয়ন,ধন্যবাদ ভাই।অভিমান নয়, বাস্তবতা।ভালো থাকুন সব সময়।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

shfikul বলেছেন: ধন্যবাদ ডানাহীন,বোঝানোর কৌশল ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো।আমার ব্লগ পাতায় স্বাগতম।

২৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

মেহেদী হাসান মানিক বলেছেন: একদিন আমিও এমন নাই হয়ে যাব।
কিন্তু মনে হবে যেন আছে আছে;
আসলে কিছুই নাই।


:( :( :( :( :( :( এটাই সত্যি....
++

২৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

shfikul বলেছেন: ধন্যবাদ মানিক ভাই,অনেক দিন পর আমার ব্লগে এলেন।কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.