নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম শফিক

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো

shfikul

http://www.facebook.com/shafiqul.islam.7503

shfikul › বিস্তারিত পোস্টঃ

এখন আমি ফুল হতে চাই

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

এখন যদি আমায় তুমি প্রশ্ন করো

কী হতে চাই?

একবাক্যে বলব আমি,

ফুল হতে চাই।

তখন আমি বলেছিলাম ডাক্তার বা উকিল হব

অথবা অন্যকিছু,

ফুল হতে চাইনি আমি কোনোদিনও।

ফুল হতে হয় কেমন করে বুঝতামও না,

ফুল যে আমায় হতে হবে ভাবিও নি,

ফুল হতে চায় কেন মানুষ জানতামও না।

তখন আমি ফুলের মতোই পাপহীন ছিলাম,

শরীর জুড়ে ফুলের মতোই সুবাস ছিল,

তখন আমার শরীর ছিল ফুলের মতোই,

তখন আমি ঝরে পড়া জানতামও না,

ফুল কেন যে ঝরে পড়ে বুঝতামও না,

তখন আমি ছোট ছিলাম কলির মতোই,

তখন আমি বেড়ে ওঠা বুঝতামও না,

তখন আমি জানতামই না কেন মানুষ বেড়ে ওঠে!

এখন আমায় প্রশ্ন করো

কী হতে চাই?

বলব আমি ফুল হতে চাই,

স্বার্থহীনের মতো শুধু সুবাস দিয়ে ঝরে যাবো।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

নিহন বলেছেন: বলব আমি ফুল হতে চাই,
স্বার্থহীনের মতো শুধু সুবাস দিয়ে ঝরে যাব। +

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

পকেট ভর্তি মার্বেল বলেছেন: ভাল লাগলো। কিন্ত ফুল হলে একদিন ঝরে পরতেই হবে :(

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

একজন আরমান বলেছেন:
দারুন।

আমিও ফুল হতে চাই।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

shfikul বলেছেন: নিহন,ধন্যবাদ আপনাকে

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

shfikul বলেছেন: পকেট ভর্তি মার্বেল,সেটাইত বললাদ,সুবাস দিয়ে ঝরে যাব।ধন্যবাদ।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

shfikul বলেছেন: একজন আরমান,চলেন ফুল হয়ে যাই।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার চাওয়া......

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

shfikul বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
cailei ki howa jaay?

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

shfikul বলেছেন: একজন আরমান,আমি নীরব

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

shfikul বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

একজনা বলেছেন: এখন আমায় প্রশ্ন করো
কী হতে চাই?
বলব আমি ফুল হতে চাই,
স্বার্থহীনের মতো শুধু সুবাস দিয়ে ঝরে যাবো।


সহজ সরল সুন্দর। ভালো লেগেছে।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

shfikul বলেছেন: ধন্যবাদ একজনা

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা ভ্রাতা +++

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

shfikul বলেছেন: ধন্যবাদ অপূর্ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.