| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিন্দিতা,
কেমন আছো!
জেগে আছো এত রাতে?
জানি জেগে নেই,
তবু তোমায় একটা গল্প বলি শোনো,
অনিন্দিতা,
অনেক রাত জেগে অনেক খেটে-খুটে
বর্ণের পাশে বর্ণ বসিয়ে শব্দের পর শব্দ;
একটা কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে।
ঐ একটাই কবিতা আমার,
প্রেমের কবিতা!
একটা বিচ্ছু ছেলে
আমার কাবিতাটি চুরি করে
পত্রিকায় নিজের নামে চালিয়ে দিল!
ভীষণ জনপ্রিয়তা পেল কবিতাটি!
ছড়িয়ে পড়ল ছেলেটার নাম,দেশ জুড়ে!
বলল সবাই স্বাগতম হে নতুন কবি।
বেশ কিছু ভক্তও জুটে গেল তাঁর!
হায়! এইভাবে কেউ কারো আবেগ চুরি করে!
একজন ভক্তের সাথে বেশ ভাব জমল ছেলেটার,
বিচ্ছু ছেলেটার,
আবেগ চোর ছেলেটার।
ভাব থেকে হলো প্রেম!
যেন হংসমিথুন ভেসে বেড়ায় দীঘির স্বচ্ছ জলে!
দিলাম মামলা ঠুকে,
তিন মাস সশ্রম কারাদন্ড শেষে-
জেল থেকে ছাড়া পেয়েই বিয়ে করে ছেলেটা,
সেই ভক্ত মেয়েটাকেই!
হায়!ভুল থেকেও তবে ভালোবাসা হয়!
সেদিন লেকের পাড়ে
অকস্মাৎ ছেলেটাকে দেখে চমকে উঠি আমি!
বিচ্ছু ছেলেটা কত সুন্দর হয়ে গেছে;
লেকের টলমল জলে পাথর কনা ছুঁড়ছিলে তুমি,
নিশ্চিন্তে নির্ভয়ে মাথা রেখে ছেলেটার কাধে!
আমি হাত বাড়াতেই
জানতে চাইল ছেলেটা,কেমন আছেন?
নতমুখে আমি চোখ সরিয়ে নিয়ে;
জলে টুপ টুপ পাথর পড়ার শব্দের দিকে চেয়ে থাকি!
অনিন্দিতা,
কেমন আছো!
২|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
shfikul বলেছেন: শুভ কামনা অনিন্দিতার জন্য।আর ধন্যবাদ আপনাকে,কান্ডারী অথর্ব।
৩|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
রাফা বলেছেন: আমিও অপেক্ষা করছি অনীনদিতা কেমন আছে জানার জন্য।
জয় বাংলা।
৪|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ সুন্দর একটি চিঠি কবিতা,,,,,,,,মন জুড়িয়ে গেল
৫|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
শূন্য পথিক বলেছেন: ++
৬|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
সিয়ন খান বলেছেন: অনীনদিতা ভাল আছে
৭|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০০
shfikul বলেছেন: রাফা,আমিও জানতে পারিনি অনিন্দিতা কেমন আছে!জানতে পারলে জানিয়ে দিব।ধন্যবাদ আপনাকে।
৮|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
shfikul বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা,অনেক ধন্যবাদ আপনাকে।
৯|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২২
shfikul বলেছেন: অনেক ধন্যবাদ শূন্য পথিক।
১০|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
shfikul বলেছেন: সিয়ন খান,তাই?আপনাকে বলেছে?কথা হয়েছে নাকি অনিন্দিতার সাথে?ধন্যবাদ আপনাকে।
১১|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
জাকারিয়া মুবিন বলেছেন:
রি-পোস্ট নাকি!! আগেও তো পড়সিলাম মনে হইতাসে।
১২|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
shfikul বলেছেন: জাকারিয়া মুবিন,একটু পরিবর্তিত।ধন্যবাদ।
১৩|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মাক্স বলেছেন: এত কষ্টের কবিতা কেন??
১৪|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: দুঃখজনক ব্যাপার! কবিতা ভাল হয়েছে।
১৫|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩২
shfikul বলেছেন: মাক্স ভাই,কবিতা যদি কষ্টের হয়ে যায় আমার কী করার আছে?
১৬|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
shfikul বলেছেন: ধন্যবাদ সায়েম মুন।
১৭|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৮
নিয়েল ( হিমু ) বলেছেন: একবার তো পড়ছি মনে হৈতাছে
যাই হোক ভাল লাগল আবারো ।
১৮|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
shfikul বলেছেন: আগেরটা আমার ভালো লাগেনি।তাই ঘষা মাজা করে এটা করেছি।মুছে ফেলার চেয়ে এটাই ভালো মনে হলো,নিয়েল (হিমু)।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনিন্দিতা ভালই আছে আশা করি