নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচনে গেলে একরাতে সব নেতাকে মুক্তি দেওয়া হবে তাতেও রাজি হয়নি বিএনপি।
কৃষিমন্ত্রী বক্তব্যের ভিডিং লিংক.
বিএনপির উপর যে নির্যাতন চালানো হয়েছে গত ১৫ বছরে। উপমহাদেশের কোন রাজনৈতিক দলের উপর এত নোংরা নির্যাতন কেউ চালায়নি। বাকশালের সময়ও অন্য দলের উপর এ লেভেলের নির্যাতন হয়নি। যে কোন সময় যদি ৫০% ফেয়ার নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। এটা অন্ধও বলে দিতে পারবে।
২০১৮ তে বিএনপি নির্বাচনে গিয়ে কি পেয়েছিল? ১৮তে বিএনপির সাথে অনেক জাতীয় ব্যাক্তিত্বরাও ছিল। তারপর দেখাগেল রাতেই ৬০% ভোট দেওয়া শেষ। দেশের প্রতিটা সেক্টর খুব বাজেভাবে আওয়ামীকরণ করা হয়ছে। নেড়া বেল তলায় একবারই যায়। বিএনপি স্বৈরাচারের সাথে হাত মিলায়নি। বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেনি। বিএনপিকে হয়তো কিছু আসন দেওয়া হত কিন্তু বাংলাদেশের মানুষ কে স্বৈরাচার মুক্ত করার আর কেউ থাকতো না।
আওয়ামীরা ছাড়া অন্য দলের প্রায় সবাই বলতেছে বিএনপি নির্বাচনে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যারা সরকারের সাথে আসন সমঝোতা নির্বাচনে গিয়েছে সেই জাতীয় পার্টি এখন বিএনপির সিদ্ধান্ত সমর্থন দিচ্ছে।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩২
বিজন রয় বলেছেন: বিএনপি আর লীগকে এত অভিনন্দন না জানিয়ে বিকল্প ভাবুন।
না হলে যেখানে আছেন সেখানেই থেকে যেতে হবে।
বিএনপি ১৫ বছর আগে লীগের উপর নির্যাতন করেছিল তাই ১৫ ধরে লীগও করছে, আবার বিএনপি আসলে লীগের উপর নির্যাতন করবে না আপনি কি তাই মনে করেন?
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯
নতুন বলেছেন: জনগন যদি সত্যি বিএনপিকে ভালোবাসে তবে জনগন ভোট দিতে যুদ্ধ করবে।
তারেক জিয়ার মতন নেতা যখন ফেসবুকে জনগনকে ভালোবাসে, জনগনও তাকে ফেসবুকে লাইক দিয়ে দেবে...
বিএনপি জনগনের ইসুনিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনাই। তাই জনগনও বিএনপির জন্য ফিল করেনা।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০
বাকপ্রবাস বলেছেন: বিএনপির জন্য অনেকের মায়াকান্না দেখে আমার নিজেরও কান্না পায়, কেন নির্বাচনে আসলনা তায় তাদের ঘুম নেই, মুরগীর জন্য শেয়ালের দরদ, আহা
৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপির নির্বাচনে না আসা তাদের সঠিক সিদ্ধান্ত ছিলো।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিক হতেন তাহলে গতকালই আপনাকে ৫০ ডলার জরিমানা গুনতে হতো।
আফসোস!
আপনি অস্ট্রেলিয়ার নাগরিক নন।
বাংলালিয়ার নাগরিক।
৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২
রিফাত হোসেন বলেছেন: আঙুর ফল টক!
৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপি তার জীবনের সব চেয়ে বড় ভুল করেছে এই নির্বাচন বয়কট করে। এটা বুঝতে বিএনপির নেতাদের আরও ৫ বছর সময় লাগবে।
৯| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪
জ্যাক স্মিথ বলেছেন: যতদিন আল্লাহ পাক শেখ হসিনার সাথে আছেন ততদিন শেখ হাসিনার কোন ভয় নেই। একটা জাতির জন্য স্বয়ং আল্লাহপাক নিজে যৌগ্যতম শাসক নির্ধারণ করিয়া দেন। ক্ষমতা দেয়া এবং ক্ষমতা কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ। বর্তমানে যারা ক্ষমতায় নেই তাদের ধৈর্য ধারণ করা উচিৎ, আর যারা ক্ষমতায় আছেন তাদের শুকরিয়া আদায় করা উচিৎ। একদিন না একদিন আ্লাহ পাক বাংলাদেশকে ইহুদী নাসাড়ার দেশ আমেরিকার থেকেও বেশী শক্তিশালী করে দিবেন, সারা পৃথিবীতে বাংলাদেশের পতাকা পতপত করে উড়িবে। - আমিন।
১০| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৩
নীল আকাশ বলেছেন: এই নির্বাচনে এরা ৫% ভোট পেয়েছে কি না সন্দেহ? বাকশালের বীজ এদের রন্ধ্রে রন্ধে।
কুকুর বেড়াল আর কিছু অমানুষ নামের জানোয়ার ছাড়া কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ ভোট দিতে যায়নি।
জনগন বিএনপির আহবানে সাড়া দিয়ে ভোট দিতে যায়নি।
এত কিছুর পরেও দেশে ৯৫% মানুষ বিএনপির আহবানে সাড়া দিয়েছে। দেশের সর্ববৃহত রাজনৈতিক দল হিসাবে বিএনপি পুরোপুরি সফল।
কুখ্যাত বাকশালের পরে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বিএনপি। এরা আজো সেই গনতন্ত্র ও জনগনের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রাম চলবেই।
১১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: আগামী ৫ বছরে বিএনপি বিলীন হয়ে যাবে। ইথা সত্য। মিথ্যা নয়।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩১
নয়ন বড়ুয়া বলেছেন: লাভ কী কিছু আদৌ হইলো? আমি তো মনে করি লসই হইলো...
এমনিতেই তারা কোণঠাসা। এখন আরও বেশি কোণঠাসা হয়ে যাবে। সাধারণ জনগণদের ভীতি দেখিয়ে কখনও যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হয়, ভালোবাসা দিয়ে। যেটা বর্তমান বিএনপির নেই। ফেসবুকে, লাইভে, লন্ডনে বসে বসে রাজনীতি হয়না। রাজনীতি করতে হয় ফিল্ডে নেমে। একটা লাঠির আঘাতে যদি পুরো দলবল নিয়ে লেজ ঘুটিয়ে পালিয়ে যায়, তাহলে ওই দলের আর ক্ষমতায় না আসাই ভালো। ওই দল নিয়ে মাতামাতি না করাই ভালো। এইসব অভিনন্দন বার্তা দিয়ে কোন কাজেও আসবে না জনগণের। জনগণ বিএনপিকে পাশে চায়। ফেসবুকে না, লাইভে না। হরতালে না...