![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুরুল হক নুরের উপর হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার বিগ্রেডিয়ার শামস নুর ভাইকে ফোন দেয়, জাতীয় পার্টি এবং জিএম কাদেরের বিষয়ে কিছু না বলার জন্য বলে।
নুর ভাই স্পষ্ট করে বলে, জাতীয় পার্টি এবং ফ্যা/সিবাদের দোষরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতই।
তখন বিগ্রেডিয়ার শামস এটার ফল ভালো হবে না বলে নুর ভাইকে থ্রেইট করে।
এর কিছুক্ষণ পরেই আজকের হামলার মূল হোতা ক্যাপ্টেইন রাকিবের নেতৃত্বে আমাদের উপর হা/মলা শুরু হয়।
নুর ভাই আমাদের কার্যালয়ের সামনে প্রেসব্রিফিংয়ে ছিল।
সেনাবাহিনী এবং পুলিশ কোনপ্রকার কথা ছাড়াই নুর ভাইকে হ/ত্যা/র উদ্দেশ্যে হামলা করে।
আমাদের কার্যালয়ের ভিতরে আমাদের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙ্গেও নেতাকর্মীদের উপর হা/ম/লা করে সেনাবাহিনী।
ওয়াকারের নিরাপত্তা অফিসার বিগ্রেডিয়ার শামস কার নির্দেশে আজ নুরুল হক নুরকে হুমকি দিয়েছে?
জাতীয় পার্টির এবং জিএম কাদেরকে কার স্বার্থে প্রতিষ্ঠা করছে সেনাবাহিনী?
আজ নুরুল হক নুরের উপর আপাতত দৃষ্টিতে সেনাবাহিনীর হামলা করলেও মূলত পতিত সরকারই এই হামলার মাস্টার মাইন্ড।
লিখে রাখুন, আজ নুরুল হক নুর! কাল হাসনাত! পরশু আরেকজন।
এভাবেই পতিত সরকার ২৪এর প্রতি/শোধ নিবে।
আব্দুজ জাহের
উচ্চতর পরিষদ সদস্য
গণঅধিকার পরিষদ
২| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৫২
কামাল১৮ বলেছেন: @কুতুব,আওয়ামী লীগকেই নিষিদ্ধ করেনাই আর জাতিয়য় পার্টিকে নিষিদ্ধ করবে কোন গ্রাউন্ডে।জঙ্গী হলে কি এই শুরেই কথা বলতে হয়।
৩| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩২
ধুলো মেঘ বলেছেন: জাতীয় পার্টির কোন অস্তিত্বই তো নেই। এটাকে নিষিদ্ধ করে কি ফল হবে? ২০২৪ নির্বাচনে তাদের সমর্থনে ৩৬ জন আওয়ামী লীগার তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করার পরেও সেই একতরফা নির্বাচনেও ১১ জনের বেশি জিতে আসার ক্ষমতা হয়নি তাদের। সেখানে এখন কি এমন াল ফেলতে পারবে তারা?
তাদেরকে আর হাইলাইট না করাই ভালো। তাদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিবেচনা করা যাবে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখনো আয়োডিনের অভাব্জনিত সমস্যায় ভুগছে।
৪| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২২
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@সবাই জংগি কেবল লিগ ভালা । .
৫| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: এই অন্তবর্তী সরকার দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ইন্টেরিম সরকার কেন জাতীয় পার্টি কে নিষিদ্ধ করে না? সে দলের এক নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রায়শই মিডিয়া টকশোতে যায়। জাতীয় পার্টি আমেরিকার একটা থিংক ট্যাংক সিআরআইয়ের কাছে অভিযোগ করেছে ইন্টেরিমের বিরুদ্ধে। এত কিছু তারা কিভাবে পারছে?