![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডক্টর ইউনুস তার বিগত পার্সোনাল ইমেজ এর কারনে ক্ষমতায় টিকে আছে নচেৎ অনেক আগেই জনগণ তাকে কিক মেরে সরিয়ে দিত। বাংলাদেশের দেখা মতে সবচেয়ে অপদার্থ অকার্যকর একটা সরকার।
এবং ডক্টর ইউনুস সরকারের অধীনের সমস্ত উপদেষ্টাদের পরবর্তীতে বিচার হওয়া উচিত।
এই মহামান্য ডক্টর ইউনুছের কারণে দুই হাজার জীবন উৎসর্গ আর অজস্র আহতদের আহাজারি বৃথা গেল।
সে সময় দেশের সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাধ্য হয়ে হাসিনা পালিয়ে ছিল বিনিময়ে জনগণের একটা চাওয়া ছিল - দেশের পরিবর্তন। এই ডক্টর ইউনুস এবং তার সাংগোপাঙ্গদের কারণে জনগণের চাওয়া পাওয়া অধরাই রয়ে গেল। তাদের নিজেদের চাওয়া কিন্তু পরিপূর্ণ করে নিয়েছে, এর পরবর্তীতে জনগণ আর কোন দিন দেশের প্রয়োজনে রাস্তায় নামবে না।
২| ০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: কেবল যোগ করতে চাই : মাহফুজ আলাম বলেছে জামাত-বিএনপি নাকি administration দখল করে ফেলেছে । আমি সাদা মনে জানতে চাই ফুড Advisor কিভাবে ইনটেরিমে আসলো ? তিনি তো লিগের খাস আমলা।
৩| ০৩ রা অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ইউনুস এসেছে জিয়ার মতো ক্যু করে, আপনার মতো পদার্তরা রাজনীতির মাথে থাকাতে সে এসব করতে পারছে।
৪| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২০
এইচ এন নার্গিস বলেছেন: সত্যি তাই ।
৫| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪০
দি এমপেরর বলেছেন: এ দেশ নরম মনের মানুষ দিয়ে চালানো সম্ভব নয়। শক্ত আর লৌহকঠিন হস্তে দেশ পরিচালনা করার যোগ্যতা না থাকলে দেশের দায়িত্ব না নেওয়াই ভালো।
৬| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
রাজীব নুর বলেছেন: ইউনুস ভালো না।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ ভোর ৫:১৭
আলামিন১০৪ বলেছেন: সবই বুঝলাম, কিন্তু ভারত ইউনুসরে এত ডরায় ক্যা? আর আন্নেরা কি ভারতের দালাল?্
৮| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০০
নতুন বলেছেন: বাংলাদেশে প্রধান মন্ত্রী হিসেবে ফেরেস্তাদের মাঝ থেকে কাউরে পাইলে ভালো হইতো।
শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দূনিতি, গুম, খুনের মতন কাজে অনুমুতি দিছে। তাই তিনি খারাপ।
ড: ইউনুস কেন পিডাইতেছেনা তাই এখন তিনি খারাপ
পুলিশ দিয়ে জনগনের উপরে গুলি করাইয়া পুলিশের ইমেজ ধংষ করে ফেলেছে। এখন পুলিশ উল্টা জনগনকে ভয় পায়।
বিএনপি, জামাত চায় এই সরকার যেন পুরাদমে কর্যকর না হয়। তাহলে জনগন বলবে নির্বাচনের জন্য এতো তাড়া কেন দেও।
আমলারা দূনিতির বিরুদ্ধে কাজ চায় না, তারাও চায় নতুন সরকার ক্ষমতায় আসুক তবে লুটেপুটে খেতে আরাম হবে।
আজিব দেশ আমাদের।
ড: ইউনুস নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ ছেড়ে যাবেন ওয়ান ওয়ে টিকিট নিয়ে।কয়েক মাসের ছুটি কাটাইয়াই তবে হয়তো ফিরবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৩
নূর আলম হিরণ বলেছেন: ড. ইউনুস অদক্ষ, অসৎ, ব্যবসার বাহিরে তার মানবিক গুণাবলী নেই এগুলো যখন বলতাম তখন আপনারা কটু কথা বলতেন আমাদের। আসলে রাষ্ট্র সর্বদায় ফিক্সড থিউরি দিয়ে চালানো যায়না। সময়, পরিস্থিতিতে নতুন থিউরি বানিয়ে নিতে হয়।