![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।
আমাদের দেশে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, বাড়ছে ব্যবসা। কিন্তু ঠিক কতটি ব্যবসা প্রতিদিন প্রযুক্তির কাছে আসছে? সংখ্যাটা খুব একটা বেশী না। কারণ আমাদের অনেকেরই ধারণা যে ব্যবসায় প্রযুক্তির ব্যবহার এখনও বাংলাদেশে এতটা গুরুত্বপূর্ণ না। আপনার ধারণাও যদি এমনটিই হয়ে থাকে, তাহলে ভূল ভাবছেন। কারণ দিন বদলাচ্ছে প্রতি দিনই। মানুষ এখন অনেক বেশী প্রযুক্তি নির্ভর। আর তাই আপনার ব্যবসা যত বড় বা ছোট হোক, ওয়েব সাইট আপনার লাগবেই। যদি এখনও কারণ খুজে না পান, পড়তে থাকুন, আমি মাত্র ১০টি পয়েন্ট দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব।
১. প্রচার
২. সহজ প্রাপ্যতা
৩. ব্যবসা খোলা দিনের ২৪ ঘন্টা, সপ্তাহে ৭দিন, বছরে ৩৬৫ দিন
৪. আপনার ব্যবসার জন্য এটা একটা স্টাইল
৫. আপনার সময় বাচাঁনোর উপায়
৬. বাড়াবে কাষ্টমার সার্ভিস; বাড়াবে বিশ্বাস
৭. আপনার অনলাইন শো-রুম
৮. টার্গেট করুন আর একটু বেশী
৯. আপডেটেড রাখুন সবাইকে
১০. একটি ওয়েব সাইট টাকা বাচাঁয়
যোগাযোগঃ http://hostzo.com
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২২
শফিউল আলম চৌধূরী বলেছেন: সেটাতো অবশ্যই।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
টুনা বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
হয়তো আমার প্রয়োজন পড়তে পারে। এখন না হোক এক বছর পরে। শোকেসে রাখলাম।
ভাল থাকবেন নিরন্তর।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২২
শফিউল আলম চৌধূরী বলেছেন: ওকে,
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: অবশ্যই ভালো মানের ওয়েবসাইট