| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলিম পুরুষ, তুমি আমার বউ।।
আমরা আল্লাহর হুকুম মেনে জীবণ পরিচলনা করতে হবে। তা না হলে দাম্পত্য জীবনে সুখ পাওয়া যাবেনা।।
তোমাকে খুব বেশি ভালবাসী।
বিনিময়ে আমার কথারেখে চলতে হবে। প্রয়োজনে দুজনে পরামর্শের মাধ্যমে যে কোন পদক্ষেপ নিব। দুজনের মধ্য ঝগড়া বাঁধতে পারে, এমন কিছু করা যাবে না। বলা যাবে না, চলা যাবে না।।
একে অপরের সুখ দুঃখ বোঝতে হবে।।
তবেই তোমাকে-আমি আর আমাকে -তুমি ভালবাসা যাবে আমরণ।
ছবি:- ব্রম্মপুত নদ, ময়মনসিংহ, ১২/১২/২০১২ ইং
আমার কখনো যেন এমন ভাবতে না হয়-
তুমি কথা রাখনি....
বুঝনি আমার মনের আগ্রহ, আশা, ভালবাসা।।
কথায় কথায় নাখ ঝাড়াঝাড়ি। হাত তুলতেও বিবেকে বাজেনা তোমার।।
এ তো কথা ছিলনা!!!
*ষ্টার জলসা*ই তোমাকে পরিবর্তন করেছে।।
যেওনা আর ওদিকে।।
ফিরে এসো.
অপেক্ষায় আছি তোমার।।
অনেক ভালবাসবো তোমায়।।
©somewhere in net ltd.