নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাসের কাঁচামাল

দেহ হীন মন

দেহ হীন মন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট ও টেস্ট ভাবনা।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৫

কি লিখবো! আমরা আর নতুন দল নই এ কথা কেউ বিশ্বাস করতে রাজি নয় না খেলোয়াড়েরা না বোর্ডের কর্মকর্তারা ও নির্বাচকেরা। কেন জানি মনে হয় চাপের উপর থেকে দল নির্বাচন করে তবে সবার ক্ষেত্রে নয় গুটিকয়েক খেলোয়াড়ের ক্ষেত্রে। আবার অনেকে আছেন দায়িত্ব নিতেই শিখেনি আজ ১০ বছরের উপর জাতীয় দলে নিয়মিত অথচ দায়িত্ব কাকে বলে গুরুত্বপূর্ণ সময়ে ভুলে যান। নির্বাচকদের নজর নেই ঘরোয়া ক্রিকেটারদের কথা যারা দুই বছর যাবৎ রানে সর্বোচ্চ পর্যায়ে আছে কিন্তু এক ম্যাচে ভালো করার কারণে একজনকে এনে স্থায়ী কিপিং করে দিল।। এটা কি?
অনেক দিন যাবৎ খেলা দেখার অভিজ্ঞতা থেকে দেখেছি একবার চন্দরপল নিজে মাঠে এক অংশ ধরে রেখে একটা টেস্ট সারাদিনে ড্র করেছিলেন সেদিন খেলা শেষে সবাই চন্দরপলকে ঘিরে ধরেছিলেন। সবাই কৌশল শিখতেছেন।।।। কোথায় শিক্ষা সবই ব্যাকবেঞ্চারের মত কানের পাশদিয়ে মাথার উপর দিয়ে যায়।আর ঘরোয়া ক্রিকেটারদের আরও সুযোগ দিতে হবে যারা ভাল করছে।

তারপরও বাংলাদেশ ক্রিকেট তোমার পাশে আছি , তোমার জন্য নিরন্তর শুভকামনা রইল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.