নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত জাগা তাঁরা

রাত জাগা তাঁরা

শাহাদাত_১৩

ভুলে যাও কিন্তু ভুল বুঝনা।

শাহাদাত_১৩ › বিস্তারিত পোস্টঃ

আমরাও জন্ম সুত্রে ভারতীয় কিংবা পাকিস্তানী।

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

ফেসবুকে ব্লগে পাকিস্তানীদের বিপিএলে খেলতে না আসা নিয়ে অনেক কথা হচ্ছে। সবাই বলছে ভালোই হয়েছে। আমরাও পারি। ভারত আসেনি তাতেও আমরা একি কথা বলেছিলাম। আমার কথা হচ্ছে এরা আসলেও কি আমরা তাদের ফিরিয়ে দিতাম। আমরা কি তাদের ছাড়াই কোন প্রস্তুতি গ্রহন করার কথা ভেবেছিলাম ?



আমরা কি পেরেছি ভারত পাকিস্তানী শিল্পীদের ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান করতে ? চাইলে অবশ্যই পারতাম।



একটা কথা ভুলে গেলে চলবেনা ভারতীও পাকিস্তানিরা শঙ্কর জাতি। আর আমরাও জন্ম সুত্রে ভারতীয় কিংবা পাকিস্তানী।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

শেখ সাব্বির আহমেদ বলেছেন: ঐ হিসাবে তো আমরা বৃটিশ, ওলন্দাজ, পর্তুগীজ ????? B-) B-) B-) B-) B-)

আর তার আগেরতে গেলে.......থাক আপনিই হিসাবটা করে নিন |-) |-) |-) |-) |-)

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

রানার ব্লগ বলেছেন: আমরা বাঙ্গালী আর সেটা জন্মসূত্রে, আর যদি লম্বা বংশ তালিকা ধরে টান দেন তাহলে আমরা আদম সন্তান ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

টাইটান ১ বলেছেন: শাহাদাত ভাই, আমরা বাঙালি। এটাই আমাদের পরিচয়। মুসলিম শাসন, ইংরেজদের শাসন শুধু আমাদের শেকড়কে অবহেলিত করার জন্য।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

আহসান২০২০ বলেছেন: আপনারা বাঙ্গালি অনুষ্ঠানে অবাঙ্গালি নিয়ে নাচানাচি করেন এটা কেমন কথা? না অবাঙ্গালির সাথে নেচে গেয়ে একটু মজা নেন, গরম হোন??
বাঙ্গালি ছিলেন তো শুরুটা করতেন রবীন্দ্র, নজরুল, লালন, জারি, সারি গেয়ে।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

শাহাদাত_১৩ বলেছেন: আমি সবার সাথেই একমত। অবশ্যই আমরা বাঙালি। শুধু মাঝে মধ্যে সেটা আমরা একটু ভুলে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.