নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ ও রাষ্ট্রের যাবতীয় আনাচার-অবিচার-অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে আজীবন-আমরণ প্রতিবাদীকন্ঠ।

সমাজ ও রাষ্ট্রের যাবতীয় আনাচার-অবিচার-অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে আজীবন-আমরণ প্রতিবাদীকন্ঠ।

শাহ আলম৬৭

সমাজ ও রাষ্ট্রের যাবতীয় আনাচার-অবিচার-অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে আজীবন-আমরণ প্রতিবাদীকন্ঠ।

শাহ আলম৬৭ › বিস্তারিত পোস্টঃ

নারী সাংবাদিক পিটানো উত্তম জিহাদ!!!!!!

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

হেফাজতে ইসলামের তালেবানীরা ইসলামের নামে কলঙ্কজনক ইতিহাস রচনা করেছে নারীদের গায়ে হাত দিয়ে--যা ইসলামসম্মত নয় একটা শিশুও জানে।



এরা আংশিক ইসলাম ছাড়া আর কিছু বোঝেনা---এতেই তা প্রমাণিত হলো।



প্রতিটি কাজের হিসেবই যদি আল্লাহ নেবেন--তবে বিনাবিচারে এভাবে পরনারীর শরীর স্পর্শের শাস্তি কী আল্লাহ এদের দেবেন না? নাকি এদের জন্য সাতখুন মাফ!



এভাবে বিনাবিচারে বিনা অপরাধে অন্যের মা-বোনকে শারীরিক নির্যাতন করার অনুমতিই বা কোন ইসলামে আছে??



এরাই তাঁদের মূর্খতা দিয়ে সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনব্যাবস্থা ইসলামকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত--বলেই আমি মনে করি। নতুবা ইসলামের ইতিহাসে নবী বা সাহাবীদের এমন লজ্জাজনক কুকর্মের নজির কি দেঝাতে পারবে এই গণ্ডমূর্খরা??? বরং নবী হাদিসে যুদ্ধের সময়ও নারী-শিশু, বৃদ্ধ এবং ফসলের ওপর হামলা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তাহলে এই তালেবানীরা কী কাজটা করলেন এবং কিভাবেই বা করলেন??



ইসলাম কায়েমের নামে এমন ইসলামবিরোধী কাজের নাম আদৌ জিহাদ বা ইসলাম নয়। আর হিংসা দিয়ে ইসলাম কায়েমেরও নজির নেই। তাই আগে এদের নিজেদেরই ইসলাম ভালভাবে জানা দরকার। আবেগের স্থান ইসলামে নেই।



আল্লাহ এদের মূর্খতা থেকে আমাদের বাঁচান ।।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

কাফের বলেছেন: এরা সাধারন মানুষের ইসলাম প্রিয়তাকে কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থে

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

শাহ আলম৬৭ বলেছেন: এরা কওমি মাদ্রাসায় আরবী এর উর্দু-ফারসি ছাড়া বাংলাও পড়েনা শুনেছি? তাই ইসলামের মর্মবাণী এদের অন্তরে নেই--হুজুরদের কাছে যা শোনে --তাই এদের পুঁজি?

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: মূর্খরা শিক্ষিত
তালেবানি কায়দায়
সরকারি অনুমুদন
কে তাদের আটকায়

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

শাহ আলম৬৭ বলেছেন: হুম------

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

নন্দনপুরী বলেছেন: হেআল্লাহ......তুমি জামাত শিবির ও কিছু নাস্তিক ব্লগারের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

শাহ আলম৬৭ বলেছেন: X( :| :-/ =p~

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

সোহানী বলেছেন: ইসলামের কোন আয়াতে আছে নারীর গায়ে হাত তোলা... হে আল্লাহ তুমি মহান, তোমর কাছে এদের শুভ বুদ্ধির প্রার্থনায়.........।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

শাহ আলম৬৭ বলেছেন: হাদিসে চরম অবাধ্য স্ত্রীকেও শাসন করার লক্ষে্য মুখমণ্ডল ছাড়া শরীরে হালকা পিটুনীর অনুমতি দেয়া আছে স্বামীকে--।

যুদ্ধক্ষেত্রেও নারীর সাতখুন মাফ---আর সাংবাদিক নারীকে বেধড়ক পিটানোর সুযোগ কোথায়???

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: পিডাইছে তোঁ ভালো B-) চিপাচাপা পাইলে তোঁ ধর্ষণ করতো X( X( এই শালারা তোঁ সব পোলা পুন্দাইন্না মাওলানা । মাদ্রাসার ৮০ ভাগ ছাত্র মাওলানাদের দ্বাদা বলৎকার হয় । এদের চরিত্র ফুলের মতন পবিত্র

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

শাহ আলম৬৭ বলেছেন: ৮০ ভাগ নয় ভাই--- অনেকেই এ কুকর্ম করে ঠিক-----

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

লিঙ্কনহুসাইন বলেছেন: গুগলে বলৎকার লিখে সার্চ করেন দেখেন কত হাজার লিংক আসে মাওলানাদের বিরুদ্ধে , যেই সব বাচ্চারা বলৎকারের স্বীকার হয়ে অসুস্থ হয়ে যায় সেই গুলাই নিউজে আসে , কিন্তু হাজার হাজার কাহিনী আমাদের অজানাই রয়ে যায় , তার পরেও কম করে হলে ১০০ বেশি লিংক পাবেন গুগলে মাওলানা মাদ্রাসার ছাত্র বলৎকার করেছে

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

শাহ আলম৬৭ বলেছেন: হুম---

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

বাউন্ডুলে রুবেল বলেছেন: নারী সাংবাদিকের গায়ে হাত তোলার তীব্র বিরোধিতা করছি।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

শাহ আলম৬৭ বলেছেন: সহমত ্তবে শুধু নারী কেন---কাউকেই বিনাবিচারে পিটন দেয়া যাবেনা---

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

বাউন্ডুলে রুবেল বলেছেন: এই যুগে এসে লাঠি দিয়ে পিটায়ে, গুলি করে মানুষ মেরে ফেলা হবে কেন? গায়ে হাত তোলা হবে কেন মানুষের? কথার জবাব কথা দিয়া দেয়া হোক।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

শাহ আলম৬৭ বলেছেন: সহমত

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমি বুঝি না কোনটা সঠিক আর কোনটা অঠিক। যতসব খেলা শুরু হয়েছে। তবে শাহবাগীরা যে ডরাইছে

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

শাহ আলম৬৭ বলেছেন: হুম

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

উরাধুরা নিউজ বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: পিডাইছে তোঁ ভালো চিপাচাপা পাইলে তোঁ ধর্ষণ করতো এই শালারা তোঁ সব পোলা পুন্দাইন্না মাওলানা । মাদ্রাসার ৮০ ভাগ ছাত্র মাওলানাদের দ্বাদা বলৎকার হয় । এদের চরিত্র ফুলের মতন পবিত্র
----

পুরাই :D :D

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শাহ আলম৬৭ বলেছেন: আপনের নিজভাষা নাই? পরমুখে ঝাল খান দেহি---- পরগাছা নি!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.