![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরাতুল মুস্তাকিম চাই, সে সমস্ত লোকের পথ, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যাদের প্রতি আল্লাহের গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে **** দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়েগেছে
অনেকেই বলে থাকে যে জামাতি ইসলাম নাকি অনেক বড় দায়িত্ব একটা রাজনৈতিক দল, কিন্তু আমার তা একদম ই মনে হয়না কারণ প্রতিষ্ঠার পর থেকেই এই দলটি অন্য দলের লেন্জা হিসেবেই কাজ করে আসতেছে কিন্তু নিজে কিছুই করতে পারে নাই। এই যেমন গতকালাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষন দিল আর এইটা না বুঝেই তারা তা প্রত্যাখ্যান করল, অবশ্য বিএনপিকে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমী দেখা গেছে, তারা আজকে প্রতিক্রিয়া জানাবে। অবশ্য যেহেতু জামাত বিএনপির লেন্জা সেই হিসেবে গতকালকে বিএনপি যে প্রাথমিক ভাবেই লেন্জা নেড়ে এই ভাষণ প্রত্যাখ্যান করেছে তা কিন্তু বুঝা ই যায়. প্রস্তাব দিলেই তা নাকছ করা যায় কিন্তু প্রধান মন্ত্রী জামাতকে কখন প্রস্তাব দিল যে তারা প্রস্তাব নাকছ করতেছে।
©somewhere in net ltd.