নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারুন্য ছেড়ে সাহসী কৈশোরে
তুমি দিলে পা অদম্য চৌদ্দতে
জীবন পাল্টে মোড় নেবে সময়
নতুন সিড়ির সোঁদা মাটির গন্ধে ।
কত পরিকল্পনা মনে বাঁধবে দানা
অজানা পথেরে হবে নিত্য জানা
শুভ অশুভ’র বালাই কাটিয়ে
চোখ ঢাকা পর্দা ছিন্ন করে
পড়বে ঝাঁপিয়ে অস্ত্র হাতে নিয়ে
জানবে সমাজ,রাস্ট্র আর মানুষেরে ।
চৌদ্দ তোমার অধিকারের পাসপোর্ট
লাগাবে লাল ভিসা যখন জাগে শখ
চৌদ্দ তোমার জানার আকুতি
বন্ধু আর শত্রুর ব্যাবচ্ছেদ
চৌদ্দ সময় বেরিয়ে পড়ার
জানার দেখার চেখে নেবার
চৌদ্দর শরীর জাগে নতুন অভিযানে
প্রাতঃকালীন উথ্থানে আর মৈথুনে
বাসনা সেই কিশোরীকে পেতে ।
সামাজিক পরিবর্তনে,বিবর্তনে
ন্যায় অন্যায় মেপে দেখার আকর্ষনে
কেউ বিচ্যুত চিরতরে কেউবা আঁধারে
চৌদ্দ তোমার শ্রেস্ঠ সময় পড়ে নিতে
সভ্যতার আদি উষর আর শ্রেস্ঠ মানবেরে
পৌরুষের আঙ্গিনা উঠবে জেগে হালকা গোফেতে
কন্ঠ তোমার আগ বাড়িয়ে নেবে ঠাই অচেনাতে
সময় তোমার উঁকি দেবার অন্যের ঘরেতে
বসন্ত আর ফাগুন বোধ বুঝবে মনেপ্রানে
কেউ হারবে কেউ জিতবে শত খেলার ছলে
শ্রেস্ঠ জেতা মন ভরে ভালবাসার অলিন্দে
চৌদ্দ খুশীর ঝিলিক ,চৌদ্দ আর্তনাদ
হটাৎ দুঃখ ভাসাবে তোমায় অথৈ জলের সাগরে
পাষান হবে না প্রেমিক হবে
সৈনিক না হয়ে যাজক হবে
পৃথিবী বলে দেবে ।।
©somewhere in net ltd.