নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইসল্যান্ড এর চার্চ ,রোমান কলোসিয়াম,এম্পায়র বিল্ডিং বা গ্রেট ওয়াল সব কিছুই আছে চীনের হারবিনের আইছ ফেস্টিভ্যাল এ । সম্ভবত এবারই প্রথম বিশাল স্থাপনা নির্মাণ হয়েছে হারবিন এর বরফ উৎসবে । বড় বড় ক্রেন দিয়ে পাশের সুং হুয়া নদী থেকে বরফ খণ্ড টেনে জায়গা মতো বসিয়ে তাতে বরফ ভাস্কররা ছোট বড় চিজেল আর লেজার রশ্মি দিয়ে ওটাকে আকাঙ্ক্ষিত আকার দান একটা বিস্ময় বটে । নিরমানের সময় এটার ভিতরে বাতি ও বিদ্যুতের তার স্থাপন একটি গুরুত্ব পূর্ণ বিষয় । ৩০ বছর আগেকার স্মৃতি হাতড়ালে দেখা যায় খুব বেশী উচু স্থাপনা নয় বরং ছোট এবং সহজে শেষ করার মতো ভাস্কর্য ও দালান কোঠা তৈরি হতো । তখন আর্থিক সক্ষমতা একটি বড় বিষয় ছিল । গত তিন দশকে হারবিন আইছ ফেস্টিভ্যাল একটি আন্তর্জাতিক ভেনুতে পরিনত হয়েছে । লেজার টেকনোলজি ব্যাবহার করে বিশাল বরফ খণ্ডকে কাটা ও স্থাপনায় রুপদান ভাস্কর ও আর্কিটেক্ট উভয়ের জন্য সহজতর হয়েছে। প্রবেশ মূল্য ৫০মার্কিন ডলার চলতি বছরে ধার্য করা হয়েছে । গেল দু বছরে প্রায় ৩ কোটি দর্শক এখানে এসেছেন । এবারের আয়োজন এতই বিশাল যে হোটেলগুলো লোকেদের থাকার আয়োজন করতে পারবে কিনা সন্দেহ । হারবিন বেইজিং শহরের উত্তরে হেইলংজিয়াং প্রদেশের রাজধানী । এই মুহূর্তে মাইনাস ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওখানে । যেতে চাইলে আগামী বছরের পরিকল্পনা করুন । আগামিকাল ৫ই জানুয়ারী উৎসবের শুরু ।
এবারের স্থাপনার কিছু ছবি দেখুন ।
©somewhere in net ltd.