নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হৃদয়ে দহন ফাগুনে
বইছে স্রোতস্বিনী মেঘনা
আমারও হৃদয়ে নিয়ে আছে স্থান
স্থির নিথর করতোয়া ।
তাই বলে ভেবনা হয়না উত্থান
ভালোবাসার ফুল্লেল চেতনা
হৃদয়বৃত্তির কারুকাজে আমি তুমি
সমান সমান , হয়তো এগিয়ে আমি !
ঈশ্বর করেছে হরন শরীরাভরন
আর সক্ষমতার সকল ধরন
পারেনিকো নিতে বাগে হৃদয়ের উত্তাপ
ভাঁটার আগুনের মতো জ্বলছে তা দাউ দাউ
ঈশ্বর ধরাশায়ী মন ও মননের দ্বন্ধে
আমি হাসি ক্রুর হাসি এই ফাগুন প্রহরে ।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
বেলা শেষে বলেছেন: I had studied most of your writing, i like them....