নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।
এর আগে গত ১২ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, চীনের কাছ থেকে করোনাভাইরাসের টিকা কেনা ও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করতে দেওয়া হবে কি না সে বিষয়ে প্রধানমন্ত্রীর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।আজ আইসিডিডিআর,বি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ ২৫ আগস্টের খসড়া তালিকা অনুযায়ী এখন সারা বিশ্বে টিকা বানাতে ১৭৩টি উদ্যোগ চালু আছে। এর মধ্যে এখন ৩১টির ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষা চলছে। তার মধ্যে চীনের সিনোভ্যাকের টিকাটিও আছে।
২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭
শাহ আজিজ বলেছেন: দেখা যাক অপারেনডি মোডাস কি হয় । ট্রায়ালে পয়সা লাগছে না কিন্তু পরে তো দিতে হবে নিসচিত।
২| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " দেখা যাক অপারেনডি মোডাস কি হয় । ট্রায়ালে পয়সা লাগছে না কিন্তু পরে তো দিতে হবে নিসচিত। "
-ট্রায়ালের জন্য ভলটিয়াররা চীনা কোম্পানী থেকে "টাকা পাওয়া উচিত"; এবং বড় পরিমাণে টাকা পাওয়া উচিত।
২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
শাহ আজিজ বলেছেন: তা অবশ্য ভেবে দেখা যেতে পারে । যুক্তি মন্দ নয় ।
৩| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুখবর।
২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪০
শাহ আজিজ বলেছেন: যাক কিছুটা হলেও আশার খবর । সরকার এখন সবার সাথেই ট্রায়ালের প্রমিজ আগাম করে রাখতে পারে ।
৪| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
জুন বলেছেন: চীনা জিনিসে ভয় হয়
কিছুদিন আগে যে ভ্যাক্সিন কূটনীতিক আসলো সেটার কি হবে?
আমি ব্যাক্তিগতভাবে আমেরিকার মর্ডানা আর বৃটেনের এস্ট্রাজেনেকার টিকায় আগ্রহী। কিন্ত আমার আগ্রহে কি কোন কাজ হবে শাহ আজিজ
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২
শাহ আজিজ বলেছেন: কিছুদিন আগের কাহিনী রহস্যময় হয়ে গেছে । সম্ভবত ভারত অক্সফোর্ডের ভ্যাক্সিন পেটেন্ট করে উৎপাদন করবে আর তাই আগাম খবর করে গেল । অনেকেই প্রতিজ্ঞা করছে চীনা ভ্যাক্সিন ? নো -------- । মনে হচ্ছে ডিসেম্বর নাগাদ অনেক কোম্পানির ভ্যাক্সিন বাজারে আসবে নগদ ভিত্তিতে । আমার কন্যা রেডি নগদে বাপকে ভ্যাক্সিন দিতে ।
৫| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০
নতুন বলেছেন: চীনারা ফ্রীতে তো মনে হয় দেবেনা। সরকারের উচিত দেশে উতপাদনের প্রস্তুতি নেওয়া।
জরুরি ওষুধের রেসিপি দিয়ে আমাদের মতন দেশে জনগনের জন্য উতপাদন করে ফ্রী দিতে পারে। এটা পেটেন্ট হলেও সমস্যা নাই।
২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
শাহ আজিজ বলেছেন: আমাদের দেশে তিনটি কোম্পানি আছে যাদের ভ্যাক্সিন উৎপাদনের অবকাঠামো আছে । শেষটি হচ্ছে সেই কান্নাকাটির ভ্যাক্সিন । সারা পৃথিবীতে এই টিকা ছড়িয়ে দিতে গেলে একাধিক স্থাপনা প্রয়োজন হবে উৎপাদনের জন্য । বাংলাদেশের উৎপাদন ব্যাবস্থা আগেভাগেই যোগাযোগ রাখছে কোম্পানিগুলোর সাথে । ফ্রি হবেনা বরং টাকা দিয়ে আগে পেতে হবে । সরকার টেস্ট কেসে ফিস আরোপ করেছে যখন তখন আমরা ফ্রি নয় কিন্তু নিশ্চিত সাপ্লাই চাই ।
৬| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক দেশই ভ্যাকসিন বানাবে আগে আর পরে কিন্তু সঠিকতা নির্নয় হতে সময় লাগবে।এটি কি প্রতি বছর নিতে হবে নাকি একবার নিলেই চলবে।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: এটাই বিজ্ঞানীরা চেপে যাচ্ছে । আমি জানি দুমাস কিন্তু সঠিক কতদিন কেউ বলছে না । ব্যাবসা হবে বটে ।
৭| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩
নতুন বলেছেন: বুঝিনা দেশের কি ফ্রী টেস্ট এবং যথেস্ট সাপ্লাই করার মতন আর্থিক সামর্থ নাই?
দেশের মানুষগুলি এমন কেন বুঝিনা।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: আমরা অনেক কিছু জানিনা । কম করে হলে টেস্ট ফ্রি করতে পারত ।
৮| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৯
নেওয়াজ আলি বলেছেন: সুখবর । পেপারেও দেখেছি ।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪১
শাহ আজিজ বলেছেন: কম করে হলে আমাদের বদ্ধ দুয়ার যে খুলেছে এটাই পরম পাওয়া ।
৯| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: অন্ধ চায় দুই চক্ষু দান। আমাদের এখন এই অবস্থা।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি দাড়ায় ।
১০| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৩
রাকু হাসান বলেছেন:
ভাল খবর। সরকার তাহলে সিদ্ধান্ত নিতে পারল। কঠিন সিদ্ধান্ত ছিল বোধহয়। বাংলাদেশের পরাষ্ট্রনীতিতে একটি পরিবর্তন লক্ষ্য করছি ইদানীং
২৮ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৪
শাহ আজিজ বলেছেন: বেশ পরীক্ষা নিরীক্ষা করেই , খোজ খবর নিয়েই মনে হয় সিদ্ধান্তে এসেছে । তবুও ভাল নো হয়ে যায় নাই ।
১১| ২৮ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৩
কলাবাগান১ বলেছেন: অনেক ব্লগার এর মন খারাপ এই খবরে...সরকার কে একটা বেকায়দায় ফেলানোর মওকা ছিল ভারতের শ্রিংলা বাবুর ভ্রমন সময়ে যদি সরকার কথা দিত চীনের ভ্যাকসিন না নিয়ে শুধু ভারতে তৈরী ভ্যাকসিন নিবে বাংলাদেশ।
২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২১
শাহ আজিজ বলেছেন: সবাই মার্কেটিঙে ব্যাস্ত । শুধু বড় কোম্পানিগুলো ব্যাস্ত টিকার শেষ ট্রায়াল নিয়ে । তাদের পন্য সবাই চাইবে এ নিশ্চয়তা আছে । ভারত অক্সফোর্ডের পন্যের মার্কেটিঙে এসেছিল । সম্ভবত তারা এটির পেটেন্ট নিয়ে ভারতে উৎপাদন করবে । আগামি মার্চ এপ্রিল নাগাদ এত কোম্পানি টিকা নিয়ে বাজারে হাজির হবে যে কোনটা রেখে কারটা কিনব মানে হুড়োহুড়ি পড়ে যাবে । তখন ভ্যাক্সিন ফ্রেন্ড কান্ট্রি চালু হবে । আমাদের উচিত সব জায়গায় বুকিং দিয়ে রাখা । বাংলাদেশের বড় ওষুধ কোম্পানিগুলো কিন্তু যোগাযোগ রাখছে বাইরে এই ব্যাবসা ধরার জন্য । আমাদের ট্রায়াল ছাড়া বাকি ভ্যাক্সিন কিনে বাচতে হবে , রাজি ।
১২| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখা যাক কতটুকু সফলতা মিলে।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৩
শাহ আজিজ বলেছেন: আজ পত্রিকায় পড়ছিলাম স্বাস্থ্য পরিচালকের বরাতে যে টিকার ফলাফল দেখতে ৬ মাস সময় লাগবে । স্বাস্থ্য বিভাগের ৪০০০ প্লাস ডাক্তার , নার্স , বয় দের যারা টিকা নিতে চায় তাদের নাম আহবান করা হবে । দেখতে হবে কারা আগে নাম লেখান । বেশ লম্বা প্রক্রিয়া মনে হচ্ছে ।
১৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২
তারেক ফাহিম বলেছেন: ব্যয়বহুল হলে দেশের ৯০ ভাগ সনাক্তকারী টিকা নিবে না।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬
শাহ আজিজ বলেছেন: আমরা পুরো প্রক্রিয়া সন্মন্ধে কিছুই জানি না । অপেক্ষা করতে হবে । ট্রায়াল ফ্রি জানতে পেরেছি । কিন্তু বাকি টিকা মনে হয় বিক্রি করা হবে । টেস্ট ফি তো ফ্রি করে নাই ।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
ভালো সিদ্ধান্ত; তবে, টিকা চীন থেকে কেনা ঠিক হবে না, ফ্রি হলে ঠিক আছে।