নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভ্যাক্সিন সেকেন্ড ডোজ

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৩




আজ থেকে ভ্যাক্সিন দ্বিতীয় ডোজ শুরু করেছে সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় । গতকাল মোবাইলে নোটিশ পেলাম এবং আজ সকালে হাসপাতালে গিয়ে বিশাল ভিড়ের মধ্যে দাড়িয়ে থেকে ১৫ মিনিটের মধ্যেই টিকা পেলাম । সম্ভবত ফেব্রুয়ারি ৮ তারিখে যারা সারাদিন ধরে যারা প্রথম ডোজ পেয়েছিলেন তারা আজ সকালেই সবাই একসাথে হাজির । আমার কন্যা মহিলা লাইনে দাড়িয়ে আমার ব্যাপারটা আগেই সেরে দিল । ভ্যাঁপসা গরম অথচ একটা ফ্যান নেই মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতালে । হাস ফাস লাগছিল ভীষণ । কেন তারা স্পিরিট তুলা ব্যাবহার করেননা তা নার্স আমায় বুঝিয়ে বললেন । ইনজেকশনএর তরলের সাথে ভিন্ন কিছু মানে স্পিরিট গেলে রিয়াকশন হতে পারে বিধায় তারা ডেটল স্পিরিট কিছুই ব্যাবহার করছেন না ।

আপনারা দ্বিতীয় ডোজের ডাক পেলে টিকা নিয়ে নিন । দুজন টিকা ধারী মুখোমুখি বসে কথা বলতে পারবে নিশ্চিন্তভাবে । জীবন সহজ হবে । সাউথ আফ্রিকান ভ্যারিয়েনট দুর্ধর্ষ বটে ।

ভাল থাকুন , মাস্ক পরুন ।।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, আপনি এখন নিরাপদ, এটা বলা যায়। শুভ কামনা শাহ আজিজ ভাই।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: নারে ভাই সাউথ আফ্রিকা ছাড়তেছে না । টিকার ওপর জীবন চলবে । আগামি ১৪ দিন পর পুরো ইমিউন গড়ে উঠবে । যদিও প্রথম ডোজের পর আমার থ্রোট ইনফেকশন হচ্ছে না , চেঞ্জ টের পাচ্ছি ।

২| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০০

নেওয়াজ আলি বলেছেন: আপনার কী হয় দেশে টিকার কোনো প্রভাব পড়তেছে?

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: মাত্র ৬০ লাখ লোক নিয়েছে , দেশের অর্ধেক লোক নিক আগে । আমার কিছু পরিবর্তন টের পাচ্ছি প্রথম ডোজের পর ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: আমি প্রথম ডোজ নিয়েছি। সেকেন্ড ডোজ ভাগে পাবো কিনা জানিনা।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: টিকা শেষ তবে সরকার চেষ্টা করছে জোগাড় করার , পেয়ে যাবেন হয় চীনা না হয় রাশিয়া ।

৪| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৬

জুন বলেছেন: অভিনন্দন আপনাকে। আমার বড় ভাইও আজ নিল কুর্মিটোলায় দ্বিতীয় ডোজ। শুক্রবার বন্ধ তাই আগামীকালের সবাইকে আজই দিচ্ছে। বেশ নাকি ভীড়।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: খুব ভিড় । মেয়ে আমার লেডীস লাইনে দাড়িয়ে তাড়াতাড়ি পেয়ে গেল ।

থানক্স

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



টিকা নেয়ার ২/৩ সপ্তাহ পর কারো মৃত্যু হয়েছে?

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

শাহ আজিজ বলেছেন: হয়েছে । আক্রান্ত হয়েছে বেপরোয়া চলাচলের জন্য ।

৬| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০০

আগন্তুক৬৯ বলেছেন: চীন বা রাশিয়ার ভ্যাক্সিনের মান কেমন যদি ভারতের পুনের সিরাম ইন্সটিটিউটের ভ্যাক্সিনের সাথে তুলনা করা হয়।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: আমরা আরও কিছুদিন পর বুঝতে আর জানতে পারব কোন টিকার প্রতিরোধ শক্তি কেমন । আস্ত্রাজেনেকা রক্তে জমাট বাধিয়েছে কিন্তু চীন রাশিয়ার টিকায় তেমনটি হয়নি ।

৭| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটার কার্যকারিতা সব থেকে কম৭৫/৮০। অতয়েব সাবধান থাকবেন।আমরা পড়েছি গেড়াকলে। দশতারিখ্ প্রথম ডোজ ,২য় ডোজ আমদানি সাপেক্ষে।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৪

শাহ আজিজ বলেছেন: আমি জেনেই নিচ্ছি । নো চয়েস । সম্ভবত চীনা আর রাশিয়ান মাল ঢুকবে তখন আরও এক ডোজ নেব । আপনার তো কানাডায় ? এতো দেরি হল কেন ?

৮| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম অল্পকিছু দিয়ে সবাই রপ্তানি বন্ধ করে দিল।বর্তমানে ভারত থেকে কিছু আনছে এটাই বয়স্কদের দিবে,২য় ডোজের খবর নাই।কানাডা ভ্যাক্সিন তৈরি করে না।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৬

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের আরও পথ খোলা রাখা উচিত ছিল ।

কানাডা তো জানি অগ্রিম টাকা দিয়ে রেখেছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.