নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মানবিক

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২



ছবিটি তুলেছে বেনজির , একটি বড় ওষুধ কোম্পানির প্রতিনিধি । আমার প্রশ্নের জবাবে ও লিখেছে বড়ভাই, ঢাকায় গৃহহীন মানুষ বাড়ছে প্রতিদিন। এটা আজিমপুর বাসস্ট্যান্ডের কাছেই (আজাদ স্ট্যাফ কোয়ার্টারের সামনে)। পলাশী বাজারের মোড়ে গেলেও একই চিত্র মিলবে। ঢাকার অনেক ফুটপাতে এখন অনেক গৃহহীন পরিবার বেড়েছে বড় ভাই। । আরেক ফেসবুকার সালমা লিখছে আমাদের এদিকে রাত বাড়তে থাকে আর লেকের ধারে রাস্তায় রেলিং ঘেঁষে মশারি টানায় লোকজন। অনেক রাতে দেখলে কেমন যেন লাগে!, ধানমণ্ডিতে । এরা করোনা কালে অসহায় জন । এদের জন্য ঠিক কি করা যায় জানিনা তবে সরকার এদের তাবুর ব্যাবস্থা করতে পারেন । এইরকম মশারীর নিচে বৃষ্টিতে নাকাল হবেন তারা , পৃথিবীর সবচে অসহায় প্রাণী , আশরাফুল মখলুকাত ।

লক্ষ্য করুন হাতে ঘড়ি আর আংটি আছে । সম্ভবত চাকুরিজিবিই হবেন , এখন চাকুরি নেই ।

আমি দুশ টাকা নিয়ে স্প্রে কিনতে বেরিয়েছি । সেই দোকানের সামনে আরেক ভদ্রলোক আমার কাছে হাত পাতলেন । আমি অক্ষম । লাঠি নিয়ে খুড়িয়ে আবার বাসায় গিয়ে টাকা আনা কষ্টকর হবে । আমি ওইক্ষনে বড্ড অসহায় । করোনার শুরুতে প্রাক্তন গৃহ কর্মীর সকল খাদ্য খরচ পাঠিয়েছি আমি আর আমার কন্যা । ব্যাঙ্ক ইন্টারেস্ট ২,২ তে নেমেছে ১১,৫ থেকে । এতটা অসহায় বোধ করিনি , কষ্ট হচ্ছে খুব ।

মাত্র একজনের খাদ্য নিরাপত্তা দিন , আপনি আমি সবাই ।

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আজিজ ভাই বড়ই অমানবিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।
আজ যাদের কথা বললেন কাল সেই কাতারে আমিও যে সামিল
হবোনা তার গ্রান্টি কি আছে ? গত ২৪ ঘণ্টায় ৭৪জন লাশ হয়েছে
আগামীতে আমি নই তো? সবাই সবার জন্য দোয়া করবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

শাহ আজিজ বলেছেন: তবুও শেষ চেষ্টা করবেন , কম করে হলেও দুমুঠো ভাত আর লবন । সেকেন্ড ডোজ নিয়েছেন ?

২| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৩

সাজিদ উল হক আবির বলেছেন: বাংলাদেশে যাকাত ফরজ যাদের উপর, তাদের সবাই ধর্মীয় আগ্রহ থেকে না হোক, সামাজিক দায়বদ্ধতা থেকে তা আদায় করলেই আমার ধারনা - করোনাকালীন সৃষ্ট আর্থিক সংকট অর্ধেক, বা তিনভাগের একভাগ সমাধা হয়ে যাবে। সরকার কি করবেন সেটা সরকার ভালো বোঝেন। কিন্তু আমার - আমাদের নিজের এখতিয়ারে যা আছে, ততটুকু চেষ্টা সম্পন্ন করাটাতো আমাদের মানুষ হিসেবে দায়বদ্ধতা।

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: এবারকার জাকাত প্যানডেমিকে ক্ষতিগ্রস্থদের দিলে উত্তম কাজ হবে ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: তবুও শেষ চেষ্টা করবেন , কম করে হলেও দুমুঠো ভাত আর লবন । সেকেন্ড ডোজ নিয়েছেন ?

১ম ডোজই তো নেওয়া হয়নি ! ডায়াবেটেসের কারণে কিডনির সমস্যা তাই শরীর দূর্বল হেতু
'নেওয়া হয়নি করোনা টিকা। টিকা নেবার পরেওতো আক্রান্ত হচ্ছে ,মানুষ। তাই আল্লাহর উপর
সপেছি নিজেকে।

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: আপনি আপনার ডায়াবেটিক ডাক্তারের পরামর্শ নিন । আমি চার বেলা ইন্সুলিন নেই , হরেক ওষুধ খাই । আমার ইনশাল্লাহ কোন অসুবিধা হয় নাই ।

৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৪

অধীতি বলেছেন: মাঝে মাঝে বলার ভাষা হারিয়ে ফেলি,
পকেটে পাঁচটাকা থাকলে দিয়ে পায়ে হেটে বাসায় ফিরি।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: দান উত্তম বিষয় ।

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



টাকা নিয়ে বসে আছেন শেখ হাসিনা ও করিকেট কামাল, যক্ষের মতো টাকা জমাচ্ছে! যাকাত,মাকাতে দেশ চলে না, দেশ চলে বাজেটের টাকায়; এদের জন্য বাজেটের দাবী উঠার দরকার।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৪

শাহ আজিজ বলেছেন: আমি নিরুত্তর ও নিরুপায় ।

৬| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকারকেই ব্যবস্থা নিতে হব।এই ভাবে দান খয়রাত দিয়ে খুব একটা কিছু হবে না।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৬

শাহ আজিজ বলেছেন: হুম সরকারকেই এগুতে হবে ।

৭| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫০

সাজিদ উল হক আবির বলেছেন: যাকাত যে ভিক্ষা বা খয়রাত না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত করের মতই একটা কর - মুসলিমদের ওপর, এটা বোঝার মতো মানসিক পরিপক্বতা অমুসলিমদের থাকবার কথা না।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: আমি যখন থেকে গিভিং ব্যাপারটা শিখেছি তখন থেকে পুন্য, বেহেস্ত বিনিময় ঝেড়ে ফেলেছি । এখন দেই কিন্তু মনে রাখিনা ।

৮| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



@সাজিদ উল হক আবির
আপনি বলেছেন, " যাকাত যে ভিক্ষা বা খয়রাত না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত করের মতই একটা কর - "

-যাকাত কর নয়, ইহা দেশের সংবিধানে ও আইনে নেই, অর্থনীতির নিয়মে নেই; এগুলো মুসলিম খিলাফতের (সামন্তবাদের ) সময়ের ব্যাপার; আমরা খিলফতের মতো সামন্তবাদে বাস করছি না; দেশের সংবিধানকে সন্মান করার শুরু করেন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: গিভিং

৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: চাঁদগাজী নিক -

পৃথিবীতে মুসলিম খেলাফত থাকা না থাকার উপর আমার দিনে পাঁচবার নামাজে দাঁড়ানো নির্ভরশীল নয়, যেমন নির্ভরশীল নয় আমার উপর আমি যে দ্বীনে বিশ্বাস রাখে, তার বিধান কর্তৃক আরোপিত যাকাতের হুকুম।

দেশের সংবিধানকে সম্মান করা বলতে যদি কর প্রদান করাকে বোঝানো হয়, সেটা আমি ২০১৭ সাল থেকে নিয়মিত করছি। গত বছর আমার গ্রস ইনকাম ট্যাক্স ছিল অ্যারাউন্ড ৬৩ হাজার টাকা। ইনভেস্টমেন্ট বাবদ কেটেকুটে প্রায় ৪০ হাজার টাকা ট্যাক্স দিয়েছি ২০১৯ - ২০ অর্থ বছরে, আলহামদুলিল্লাহ।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: গিভিং

১০| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২১

সাজিদ উল হক আবির বলেছেন: শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ব্লগার শাহ আজিজ সাহেব,

কারো পুন্য - ভেস্তের আশার ফলশ্রুতিতে যদি আজ কিছু গরীব - দুখী'র দুবেলা অন্ন সংস্থান হয়, তাতে আপনার আপত্তি কোথায়?

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩১

শাহ আজিজ বলেছেন: আমি আমারটা বললাম , পাপ করি নাই বইলা , আল্লাহর হুকুম সব ।

১১| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



@সাজিদ উল হক আবির,

আপনি শিক্ষক মানুষ, অনেক কিছু করছেন, অনেক কিছু বুঝেন; তার সাথে যদি বুঝতে পারেন যে, "কর ও যাকাত একই জিনিষ নয়", তা'হলে ল্যাঠা চুকে যায়, আপনি জ্ঞানী নাগরিকে পরিণত হয়ে যাবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আমাদের ভাষা ইচ্ছে কিছুটা এদিক ওদিক হলেও উদ্দেশ্য এক ।

১২| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩০

সাজিদ উল হক আবির বলেছেন: চাঁদগাজী নিক -

কর আর যাকাত এক জিনিস - এই উদ্ভট চিন্তা আপনার মস্তিষ্কপ্রসূত। আমি এ কথা বলি নি।

বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব কর দেয়া, সেটা আমি দেই। সেই কর নিয়ে সরকার কি করেন, সেটা যাচাই করবার সুযোগ আমার নেই। সেটা সরকারের ডিপার্টমেন্ট।

মুসলিম হিসেবে আমি যাকাতও দিই, এবং এই যাকাত ট্যাক্সের অতিরিক্ত প্রদেয়। যাকাতের কোন বিনিময় আমি দুনিয়ার কোন মানুষের কাছে প্রত্যাশা করি না, এবং আমার যাকাতের পয়সায় যার বা যাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে - তা আমি স্বচক্ষে দেখতে পারি, যাকাতের অর্থ প্রদানে আমার এই দ্বৈত আনন্দ।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আমাদের ভাষা ইচ্ছে কিছুটা এদিক ওদিক হলেও উদ্দেশ্য এক ।

১৩| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

নেওয়াজ আলি বলেছেন: আমার বাড়ির এক শিল্পপতি জামাই আছে (গ্রীণল্যাণ্ড গ্রুপ এবং হারপি রেস্টুরেন্ট এর মালিক) উনি লাইন ধরে ফিতরা যাকাত দেয় না। গরিবদের ঘরবাড়ি করে দেয় এবং বিদেশ যেতে পুরো টাকা দেয়

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: উদ্দেশ্য এক , পন্থা ভিন্ন ।

১৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


@সাজিদ উল হক আবির
আপনি বলেছেন, " যাকাত যে ভিক্ষা বা খয়রাত না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত করের মতই একটা কর - "

-কোটেশনের মাঝের অংশটুকু আপনি বলেছেন, নাকি বলেননি? কি লেখেন উহা মনেও থাকে না, নাকি নিজের লেখা নিজে বুঝেন না?

১৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮

সাজিদ উল হক আবির বলেছেন: চাঁদগাজী নিক -

হ্যাঁ, আমি তা বলেছি বটে, তবে সেই কর খোদার আরোপিত কর, যারা মুসলিম না, তাদের বোঝার জন্যে এভাবে সহজ করে বলা।
তার অর্থ এই না যে বাংলাদেশ সরকারের ট্যাক্স, আর মুসলমানের উপর ফরজ যাকাত এক জিনিস।

খোদার আরোপিত কর, আর পৃথিবীর সরকারের আরোপিত করের তফাৎ আপনি বুঝলে তো মুসলমানই হতেন।

আপনার কাছে যাকাত তো মুসলিমদের জন্যে অবশ্য দাতব্য কোন বিষয় না। আপনার কাছে ওটা খয়রাত।

১৬| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাষ্ট্রীয়ভাবে জনগণের মৌলিক চাহিদা পূরণের সদিচ্ছা না থাকলে এভাবেই মানবেতর জীবনযাপন করতে হয়। রাষ্ট্র চরম দরিদ্রদের দায়িত্ব নিতে পারে না বলেই দরিদ্র অসহায় পিতামাতা তার সন্তানদের মাদ্রাসাতে পাঠাতে বাধ্য হয় জেনেশুনেই।

সমস্যা হচ্ছে সমাজে সুযোগসুবিধাপ্রাপ্তরা পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে আমোদ ফুর্তিতে এতই মত্ত যে সমাজে এই নূন্যতম পরিবর্তনটুকুও তারা চান না। লক্ষ্য করে দেখুন এই বিষয়ে সুবিধাভোগী গোষ্ঠী দলমত, ধর্ম, আদর্শ নির্বিশেষে সবগুলো এককাট্টা।

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: স্টার্ট গিভিং

১৭| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪১

পাঁচ-মিশালি বলেছেন: সবই আল্লাহর ইচ্ছে। তাঁর ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না ,এ নিয়ে দ্বিমতের জায়গা নেই

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.