নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি এন পি চেয়ার পারসন খালেদা জিয়া কোভিড -১৯ এ আক্রান্ত । ৭১ টেলিভিশন এসংক্রান্ত ব্রেকিং নিউজ দেখাচ্ছে । একজন ফেসবুকার তার টেস্ট রিপোর্ট ছাপিয়েছে ফেসবুকে । খবরের আপডেট চলবে । আমি ৭১ টি ভি দেখে নিশ্চিন্ত হয়েছি ।
প্রথম আলোঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন গতকাল শনিবার নমুনা দেন।
গতকাল শনিবার রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা, মাইদুল ইসলাম প্রধান প্রথম আলোকে নিশ্চিত করেন, খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট দেখেছেন। উনি ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করছেন। এখন পর্যন্ত তিনি নিশ্চিত নন।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের একটি কপি ভাইরাল হয়েছে। সেটি কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়। সেখানে এই কপিটি দেখা যায়।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের মালিক প্রথম আলোকে বলেছেন, তাঁর হাসপাতালে একজন রোগীর করোনার চিকিৎসার জন্য, করোনা ইউনিটে একটি কেবিন রাখতে বলা হয়েছে।
রিপোর্টে যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে, সেটি বিএনপির চেয়ারপারসনের মেডিকেল টিমের টেকনোলজিস্ট মো. সবুজের। তবে তিনি খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়া বা না হওয়া বিষয়ে কিছু জানেন না।
আপডেটঃ বেগম খালেদা জিয়ার করোনা শনাক্তের বিষয় নিয়ে আজ রোববার বিকালে টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ মামুন।
তিনি বলেন, ‘প্রায় পাঁচ-ছয় দিন আগে খালেদা জিয়ার বাসার একজন স্টাফের জ্বর জ্বর ভাব প্রকাশ প্রায়। পরেরদিন তার শরীরে ব্যথা আছে বলে জানা যায়। সন্দেহজনক মনে হওয়ায় তিন দিন আগে তার করোনা টেস্ট করা হয়। এতে ফল পজিটিভ আসে।’
‘এরপর ওই স্টাফ যে রুমে থাকেন, সে রুমের ছয় জন স্টাফের সবার করোনা পরীক্ষা করানো হয়। এবারও সবার ফল পজিটিভ আসে। তবে তাদের জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গ ছিল না এবং এখনো নেই’, যোগ করেন তিনি।
ডা. মোহাম্মদ মামুন বলেন, ‘পরেরদিন খালেদা জিয়ার সঙ্গে যে দুই জন থাকেন, তাদেরও টেস্ট করানো হলে করোনা শনাক্ত হয়। পরে গতকাল সকালে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয় এবং ফল পজিটিভ আসে। তবে এখন পর্যন্ত তার কোনো উপসর্গ নেই।’
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৮
শাহ আজিজ বলেছেন: আমি নিশ্চিন্ত হবার জন্য টি ভি ঘাঁটলাম , ৭১ টি ভি হাই লাইট করছে । ৭১ বি এন পির খবর আগে দেয় ।
২| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪
জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ।
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ফকরুল সাহেব নাকি সংবাদসম্মেলন করে সঠিক তথ্য জানানোর প্রস্তুতি নিচ্ছেন!!
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫
শাহ আজিজ বলেছেন: আমার কাছেই টি ভি খোলা , ৭১ দেখাচ্ছে খবরটি ।
৪| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
উনার ঘরের কাজে নিশ্চয় চাকরাণী আছে, ইহা বিপদজনক।
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬
শাহ আজিজ বলেছেন: হুম , আমিও তাই ভাবছিলাম । সোর্স চেক করলে বেরিয়ে আসবে । হতে পারে মাইলড ইনফেকশন ।
৫| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৩
রানার ব্লগ বলেছেন: সুস্থতা কামনা করছি
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৬| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাল যখন্ শুনলাম তাকে করোনা টেষ্ট করা হবে
তখনই ভাবছিলাম পজেটিভ আসবে। ঢাকার
অধিকাংশমানুষের করোনার সম্ভবনা আছে যদি
টেষ্ট করা হয়। আল্লাহ তাকেসহ সকল করোনা
পজেটিভ মা্নুষদের হেফাজত করুন। আমিন
১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
শাহ আজিজ বলেছেন: ঢাকার অবস্থা ভাল না । আমার সেকেন্ড ডোজ কমপ্লিট , তারপরও সাবধান থাকি । খালেদা জিয়া কাজের লোকদের মাধ্যমে সংক্রমিত হতে পারে - আমার ধারনা ।
৭| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৯
নেওয়াজ আলি বলেছেন: তথ্য সঠিক, উনার বাসায় নয় জনের করোনা পজিটিভ । তবে উনি ভালো আছে।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: ম্যাদাম মাইলড ইনফেকশন ।
৮| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪২
বিদ্রোহী সিপাহী বলেছেন: আট জন আক্রান্ত, সবাই নাকি ম্যাডামের ষ্টাফ! আল্লাহ সবাইকে রক্ষা করুন।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৩
শাহ আজিজ বলেছেন: এদের কেউই গুরুতর নয় । ভাল হয়ে যাবে আশাকরি ।
৯| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮
মা.হাসান বলেছেন: এতিমের বন্ধু খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবরে জাতি দিশেহারা।
দেশের আইনে সবচেয়ে বদমাশ ক্রিমিনালেরও প্রাইভেসি রক্ষার বিধান আছে। মামুনুলের ফোনালাপ ফাস, কথিত স্ত্রীর ডায়েরি ফাস, খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্ট কিউ আর কোড সহ সোসাল মিডিয়ায় পোস্ট- সব অত্যন্ত নীচু মানের নোংরামি। নোংরা দিয়ে নোংরা প্রতিহত করা যায় না।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪
শাহ আজিজ বলেছেন: এটা কিভাবে ফাস হল আমরাও জানিনা । তবে ওই অফিসের লোক এটার সঙ্গে জড়িত ।
১০| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: ওনারসহ (যদি খবরটা সত্য হয়) সকল করোনা রোগীর আরোগ্য কামনা করছি।
মুমূর্ষ রোগীদেরকে নিয়ে যারা এ মুহূর্তে ছোটাছুটি করছেন, হাসপাতালে কিংবা আইসিইউতে একটি শয্যার জন্য পেরেশানিতে আছেন, তাদের প্রতি উদারভাবে সহমর্মিতার হাত প্রসারিত করার জন্য সামর্থ্যবান এবং ক্ষমতাবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে যেসব ডাক্তার, সেবক সেবিকা এবং নিম্নপদস্থ কর্মচারী হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য দোয়া এবং শুভেচ্ছা রইলো।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: বসুন্ধরার হাসপাতালটি কেন বন্ধ করে দিল জানিনা । স্টেডিয়াম গুলো শুধু আর্মির তাবু দিয়ে হাজার রোগীর সেবা দিতে পারে ।
১১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা হলে লুকিয়ে রাখলে তাতে কি কি লাভ।আর ফাঁস হলে কি কি লোকসান।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৫
শাহ আজিজ বলেছেন: বাহ্যত কেউই লুকায়নি । খবর পেতে আর প্রকাশ করতে যা সময় লেগেছে এই যা । আমিও সামুতে দেবার আগে সত্যতা জেনে তারপর পোস্ট করেছি।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৬
অক্পটে বলেছেন: করোনার সম্ভাবনাই বেশি। শুনলাম খবরটা নাকি ভূঁয়া।
করোনায় মৃত্যু হলে কারো কি কোন লাভের আশা আছে নাকি।