নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভাল লাগা মানুষটি চলে গেলেন-------------

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৪


সুজন সখী
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না

ও সুজন সখিরে
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়

প্রেমের কথা জানিনা, মনের বদল করি না
পাড়ের কড়ি লইবা যদি লও

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না

ও ঘাটের মাঝিরে
ভূতের মুখে রাম নাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই

রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই

তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
মাঝি গো, ও আমি ফুলের বালা ফুলে
আমার দিকে নজর দিয়ো না

ও সুজন সখিরে
প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই
মনের বদল মন দিতে হয়

মনের মত মন মাঝি চেনা বড় দায়
আসল কি বা নকল কারে কয়

যেমন খুশি তেমন করে যাচাই করে লও
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
মাঝ দড়িয়ায় নাও ডুবাবো না

সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না

----------------------------------
৪৬ বছর আগে উদ্ধত তারুন্য দল বেধে সিনেমা হলে গেলাম । অসাধারন গানখানি শুনে আমিও মাঝি হয়ে গেলাম , আমরা পুরো দলবল সহ । ২০১২ তে বেঙ্গলে প্রথম দেখা মুখোমুখি । এখন কবরিদি শুধুই স্মৃতি হয়ে রইলেন । মরন সাগর তীরে নৌকার মাঝিকে কিছুই দিতে হয় না , এমনকি কানের সোনাও না । সাগরের ওপারে কি আছে কেউ জানেনা , এই হচ্ছে ঈশ্বরের তিন তাসের খেলা ।



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫

নেওয়াজ আলি বলেছেন: এই গানটি চির অমর থাকবে এবং উনিও সবার হৃদয়ে থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: গানটি সর্বকালের হিট গান ।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

ওপারে ভাল থকুক এই দোয়া রইল।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: আমিন

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই,
চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রীু মিষ্টি মেয়ে
সারাহ বেগম কবরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের
মানুষের কাছে অমর হয়ে থাকবেন কারন কবরী একজনই হয়।
আমি তার রুহের মাগফেরাত কামনা করছি

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৮

শাহ আজিজ বলেছেন: আমিন

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪

জগতারন বলেছেন:
সময়টা ১৯৭৬ সাল।
সবে ম্যাট্রিক পাশ করেছি।
একই গুষ্টীর, চাচাতো ভাইয়ের বিয়ে,
"সুজন সখী" সিনেমার এ গানটি মাইকে বারে বারে বাজছে।
সদ্য যুবক আমি, মনে আইরাম-বাইরাম করছিল গানটির সুর ও কথা। গ্রামে থকি, তখনও এ ছবিটি দেখি নি।
সত্যি কথা; এ ছবিটি আজ পর্যন্ত পুরো দেখিনি। তবে এ গানটি তখন থেকে এখনও খুবই জনপ্রিয়।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৫

শাহ আজিজ বলেছেন: আমরা খুব কাছাকাছি সময়ের । সিনেমা মানেই দারুন নায়ক নায়িকা , গান , ভাঁড় । ইভনিং শো বেশি দেখতাম । তারপর নায়িকাকে বুকের মধ্যে রেখে , রাতের খাওয়া খেয়ে বালিশ জড়িয়ে ধরে ঘুমাতাম । বেচারা নায়ক পায়ের কাছে বসে আহাজারি করত।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৫৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসম্ভব ভালো লাগার একটি ছায়াছবি আর তার অসাধারণ গান ! রেস্ট ইন পিস্ কবরী !

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: আর আই পি

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৭

সিগনেচার নসিব বলেছেন: ভালো থাকুক পরপারে

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: আর আই পি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.