নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রোজিনা ইসলামের জামিন মঞ্জুর

২৩ শে মে, ২০২১ সকাল ১১:০১

মুক্ত আলোয় রোজিনা বিকেল সাড়ে চারটায় ।

কয়েক মিনিট আগেই আদালতের বিচারিক সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। আদালত রোজিনাকে তার পাসপোর্ট জমা দিতে বলেছেন । আদালত রোজিনাকে শর্ত যুক্ত জামিন মঞ্জুর মঞ্জুর করেছেন । আমরা শিঘ্রিই জানতে পারব কি সেই শর্ত ? রোজিনা বিদেশ গেলে তা সরকারের জন্য বিব্রতকর হবে ভেবেই তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা । অন্যরা টি ভি টে বলছেন এই মামলা খারিজ হওয়া উচিত ছিল । তথাকথিত ৬২ টি পেপার জেবুন্নেসা কাজির কাছে পাওয়া গেছে যা তিনি পুলিশকে দিয়েছেন । রোজিনার শরীর চেক করে কিছুই পাওয়া যায়নি ।

প্রথম আলো-শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতকে বলেন, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এ মামলার আসামি রোজিনা ইসলাম যদি তাঁর পাসপোর্ট আদালতে জমা দেন, সে ক্ষেত্রে তাঁর জামিনে কোনো আপত্তি নেই। পরে রোজিনা ইসলামের পক্ষ থেকে আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘রাষ্ট্রপক্ষ যে শর্ত দিয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই।’আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত বলেন, গণমাধ্যম শক্তিশালী মাধ্যম। সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন। জামিন আবেদনের শুনানির পর রাষ্ট্রপক্ষ থেকে আবদুল্লাহ আবু সাংবাদিকদের জানান, এ মামলায় কিছু তথ্য–উপাত্ত আদালতে জমা দেওয়া হয়েছে। তবে কী তথ্য, তা তিনি বিস্তারিত জানাননি।

আপডেট চলবে------------------------------------------------------




মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২১ সকাল ১১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

একটি ভালো কাজ করলো।

২৩ শে মে, ২০২১ সকাল ১১:২৪

শাহ আজিজ বলেছেন: হ্যা, এরকম ভাল কাজ আরও করা উচিত।

২| ২৩ শে মে, ২০২১ সকাল ১১:২১

বংগল কক বলেছেন: বিপদে পড়লে মানুষের চেহারা কিভাবে বিপর্যস্ত হয়, রোজিনা ম্যাডামের উপরের দুই ছবির চেহারা তার প্রমান।

২৩ শে মে, ২০২১ সকাল ১১:২৫

শাহ আজিজ বলেছেন: তাকে ধাক্কা গুঁতো দিয়ে চেয়ারে বসানো হয়েছে ।

৩| ২৩ শে মে, ২০২১ সকাল ১১:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সঠিক সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ !
তবে যে সকল চরম অদক্ষ ও দুর্নীতিবাজ আমলার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ডাকাতের আখড়াতে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে ?

২৩ শে মে, ২০২১ সকাল ১১:২৩

শাহ আজিজ বলেছেন: তাহা দুর অস্ত। আমলা সাইজ তিনি কখনই করবেন না । এই মামলার খেলা দেখুন ।

৪| ২৩ শে মে, ২০২১ সকাল ১১:২২

নীল আকাশ বলেছেন: সাংবাদিকদের যেই মেসেজ দেয়ার ছিল দেয়া হয়ে গেছে।

২৩ শে মে, ২০২১ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: হ্যা , এবং স্বাস্থ্য বিভাগের যা জানার ছিল জানা হয়ে গেছে ।

৫| ২৩ শে মে, ২০২১ সকাল ১১:৪৯

রানার ব্লগ বলেছেন: ভালো সংবাদ

২৩ শে মে, ২০২১ দুপুর ১২:০৪

শাহ আজিজ বলেছেন: আমি সকাল থেকেই অপেক্ষায় ছিলাম কি হয় আজ

৬| ২৩ শে মে, ২০২১ দুপুর ১২:৩৬

আমি সাজিদ বলেছেন: বিনা দোষে এত দিন কারাগারে রাখলো, এরপর পাসপোর্ট জমা! কি আইনে পাসপোর্ট জমা? আইন সোনার চামচ মুখে দিয়ে জন্মানো রনের জন্য একরকম আর রোজিনার জন্য আরেকরকম।

২৩ শে মে, ২০২১ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: এবার লীগের সরকার আর তার খাদেমদের এমন ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে যে তারা নিজেরাই এক একটি ভাইরাস হয়ে গেছে । সব কটি বিভাগ ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত । পাসপোর্ট থাকলে যদি উড়াল দেয় আর বাইরের সংবাদ মাধ্যম গরম করে !

৭| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জামিন না দিয়ে কি উপায় আছে?

২৩ শে মে, ২০২১ দুপুর ১:২৪

শাহ আজিজ বলেছেন: তেমন কোন অপরাধ সংগঠন হয়নি । ৬২ পেজ দলিল পাওয়া গেছে জেবু কাজির কাছেই । তারা প্রমান করতে পারেনি এই দলিল রোজিনার কাছে ছিল বা উদ্ধার হতে দেখেছে কেউ ।

৮| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার সোনার বাংলাদেশে আরো কতো কী সম্ভব!
তবে এহেন কাজটি নিত্তান্তই ভালো কাজ তাকে জেলে আর থাকতে হচ্ছেনা।

২৩ শে মে, ২০২১ দুপুর ১:২৬

শাহ আজিজ বলেছেন: সরকারের সবচে বড় ভয় বিদেশী সংবাদ মাধ্যমে সাক্ষাতকার দেয় যদি তাহলে করোনা সাফল্য অচিরেই ঝরে পড়বে ।

৯| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:৩৮

নীল আকাশ বলেছেন: লুটপাটের গোমড় ফাঁস হয়ে যাব্র ভয় আছে মারাত্মক।

২৩ শে মে, ২০২১ দুপুর ১:৪০

শাহ আজিজ বলেছেন: ফাস তো হইছেই এখন লিস্ট ধইরা বয়ান ------------------- :((

১০| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:৫৬

আমি সাজিদ বলেছেন: আইনজীবী জাসটিস মাস্টিস এগুলা যুগের সাথে তাল মেলাতে পারেনি। ওভার রেটেড পেশা মনে হয় আমার অনেক সময়

২৩ শে মে, ২০২১ বিকাল ৩:৩৬

শাহ আজিজ বলেছেন: সবাই অন্ধকারে জড়িয়ে গেছে ।

১১| ২৩ শে মে, ২০২১ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: পাসপোর্ট জমা দিয়ে জামিন । কেউ কেউ বলছে বিচার বিভাগ স্বাধীন ।

২৩ শে মে, ২০২১ বিকাল ৪:২২

শাহ আজিজ বলেছেন: তাকে আটকে রাখার মত শক্ত ভিত্তি নেই । বিচার বিভাগ পরাধিন বলেই তাকে ৭ দিন জেলে রাখা গেছে । মনে হয় জেলেই নেগোশিয়েট হয়ে গেছে ।

১২| ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:০৮

ডাব্বা বলেছেন: আমার কাছে বিষয়টি এতো সহজ মনে হচ্ছে না।

২৩ শে মে, ২০২১ বিকাল ৪:২২

শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি দাড়ায় মামলার ।

১৩| ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: শিক্ষা ব্যাবস্থা প্রথম পাট চুকলো।

২৩ শে মে, ২০২১ বিকাল ৪:৪৫

শাহ আজিজ বলেছেন: হুম , এবার পার্ট - টু

১৪| ২৩ শে মে, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



সাংবাদিকতায় উনার কোন অবদান আছে, নাকি সবার মতো চাকুরী করেন?

২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১২

শাহ আজিজ বলেছেন: অবদান আছে বলেই এতো হেনস্থা । স্বাস্থ্য বিভাগ নিয়ে তার করা রিপোর্ট সরকারকে বিব্রত করেছে যারপরনাই ।

১৫| ২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন:, "অবদান আছে বলেই এতো হেনস্থা । স্বাস্থ্য বিভাগ নিয়ে তার করা রিপোর্ট সরকারকে বিব্রত করেছে যারপরনাই । "

-আওয়ামী লীগের সরকার বিব্রতও হয়? এটা আপনার নতুন আবিস্কার!

২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৮

শাহ আজিজ বলেছেন: এইবার তো তাই হইল । যে বিভাগের ড্রাইভার শত কোটি টাকার মালিক সেখানে একটা দৃঢ় ইঙ্কোয়ারি দরকার ছিল না? সরকার তা করে নাই । এবার মিসেস কাজির বিপুল ধনসম্পদএর খবর রোজিনার অছিলায় বাইর হইয়া গেল । সরকার তাকে কোনভাবেই আটকাইতে পারল না , এটা সরকারের বিব্রতকর দিক না ? দুই মন্ত্রী রীতিমত মিডিয়াগুলারে তেল মারতাছে , সরকার মাইঙ্কার চিপায় না পরলে কাউরে পুছে না ।

বোঝা গেছে ব্যাপারটা ??

১৬| ২৪ শে মে, ২০২১ রাত ১:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মিসেস কাজী ও গংরা দেশে কি করলো তা ক্ষমতাসীনদের মাথা ব্যাথা হওয়ার কথা ছিল, তা নাহয়ে এইগুলো হয়ে গেছে জনগণের 'Pain in the a...'।

আর এই সকল প্যারাসাইটগুলো যখন মালয়েশিয়া, কানাডা এসব দেশে বসতি গাড়ে,তখন আমরা যারা প্রবাসী আম জনতা দিন আনি দিন খাই তাদের জন্যও চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় | বিশেষত যখন আমাদের সন্তানরা এবং ভিনদেশি বন্ধুরা এদের লাইফ ষ্টাইল দেখে জিজ্ঞাসা করে এরা কি বাংলাদেশের বিলিওনিয়ার ছিল ?

২৪ শে মে, ২০২১ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: টাকা চাই কি তা সাদা বা কালো ।

১৭| ২৪ শে মে, ২০২১ রাত ১:১৯

সোহানী বলেছেন: শুধু দেখে যাচ্ছি। আর বোঝার চেস্টা করছি কোথা থেকে পানি কোন দিকে প্রবাহিত হয়।

২৪ শে মে, ২০২১ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: এখন বোঝাই যায় না কারন পানি ভুতল দিয়ে প্রবাহিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.