নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

চীনের প্রথম চালকবিহিন গাড়ি

০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৩৯





চীনের Zhengzhou, Henan টেং টৌ , হেনান শহরে বৃহস্পতিবার চীনের প্রথম চালকবিহিন গাড়ি , বাস চালু হল । প্রায় ২০০ যান নেমেছে শহরের রাস্তায় । এই ২০২১ সালেই আরও কয়েকটি শহরে চালকবিহিন যান চালু হবে । ক্ষমতার বিকেন্দ্রীকরণ একধরনের প্রতিযোগিতা সৃষ্টি করে । যাতে সবাই নিত্যনতুন বিষয় যোগ করতে চায় । ১৯৮৪ সালে তেমন কিছুই ছিল না টেং টৌ শহরে আমার ভ্রমনের সময় । হুয়াং হ বা ইয়েলো রিভার দেখতে গিয়েছিলাম , ব্যাস এতটুকুই । এখন সেই শহর বিশাল জনপদ , বর্ণাঢ্য , আলোকময় । চীন যেভাবে এগিয়ে গেছে তার ছিটে ফোটা আমরা পেতাম তাহলে বর্তে যেতাম ।







ছবিঃচায়না ডেইলি

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: কি ভয়ংকর!!!! আমি জীবনেও চীনে যাবোনা ভাইয়া!!!! অবুঝ গাড়ি যদি না বুঝেই উল্টা পাল্টা গায়ে উঠে পড়ে!!!!!! বাব্বাহ! আমি নাই!

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: আরে নারে পাগলী তা হবে কেন ? সেন্সিং ডিভাইস বসানো চারিদিকে । মানুষ গরু , ছাগল সব চিন্তে পারবে আর ফুটুস করে থেমে যাবে হা হা হা :`>

২| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সেদিন দেখলাম (ইউটিউবে) ঢাকার রাস্তায় টেসলার অটো-পাইলটে ড্রাইভার ছাড়াই কর চলছে।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৫

শাহ আজিজ বলেছেন: তাই , না । খুব ভালোত !!

৩| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৪

শায়মা বলেছেন: না না না মানুষ গরু ছাগলকেই বিশ্বাস নেই আর এই গাড়ি!!!! কখন যন্তর মন্তর বিগড়ায় গিয়ে কার ঘাড়ে উঠে পড়ে ঐ যে স্কুল শ্যুটারদেরকে দেখোনা? ওদের মাথায় ঘিলু বিগড়ায় আর এটা ঘিলু বিহীন!!!! বাব্বাহ আমি নাই!!!!!!

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:১০

শায়মা বলেছেন: ভাইয়া আমি কিন্তু তোমার উপর অনেক রাগ করেছি। :(

একদিন একটা পোস্ট দেখতে বললাম একটু তোমার মূল্যবান মতামতের জন্য আর তুমি ভুলেই গেলে!!!!!!! :((

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: হায় হায় কি লজ্জা , কেমনে ভুলে গেলাম

৫| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: যন্ত্র মানুষের জায়গা দখল করে নিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি এখন অনেক এগিয়ে।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২০

শাহ আজিজ বলেছেন: চীন বা বাংলাদেশে আমি সমর্থন করিনা এই চালকবিহিন যান । এতে বেকার বাড়বে ।

৬| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২১

শায়মা বলেছেন: ভুলে গেছো আর জীবনেও মনে করাবো না ভাইয়ামনি!!!!!! :((

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: আমি দুঃখিত রে পাগলী , বুড়োদের মাফ করে দিতে হয় ।

৭| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শাহ আজিজ আমাদের দেশে ওটা অমঙ্গল জনক হবে শতভাগ সঠিক কথা্ । এমনিতেই এ দেশে বেকার বেশি। তবে অনেক গাড়ী চালক আছে যাদের মেন্টালিটি আচরণ খুব খারাপ এদের বেকার করার শাস্তি এধরনের গাড়ী দিতে পারে ।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: চীনে বেকার আরও বেশি ।


ঢাকায় ধাক্কা দিয়া নষ্ট করব অন্য বাস ড্রাইভার ।

৮| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩১

শায়মা বলেছেন:
থাক থাক মাফ চাওয়া লাগবেনা আমি বুঝেছি তুমি আসলেই ভুলে গেছো। :) :) :)

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৫১

শাহ আজিজ বলেছেন: :(( :((

৯| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে এমন গাড়ী চালু হলে সার্জেন্ট আর ট্রাফিক পুলিশের পেটে লাথি পড়বে। তারা ঘুষ ঘাস নিবে কার থেকে? B-)

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: অটো ঘুষ নিব । ;)

১০| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই জন্য্ই বোধ হয় বলা হয়ে থাকে
শিখতে হলে চীনে যাও !!!

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: লাগান একটা তাব্লিগ জামাত

১১| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



যখন সারা বিশ্বে সবাই নিজস্ব উড়োজাহাজ আর হেলি কপ্টারে করে বেড়াবে তখন বাংলাদেশে এমন গাড়ি আসবে।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: হেলিকপ্টার বিজনেস কিন্তু ভালই হচ্ছে , হুম !

১২| ০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৫:৩৪

কামাল১৮ বলেছেন: চীনারা কম্পিউটার বিজ্ঞানে বাকি পৃথিবী থেকে দুই বছর এগিয়ে আছে।

০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: কমিউনিস্ট সরকার কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়েছে । তাদের এই মডেল এখন অনেকেই চেষ্টা করছে অনুসরন করতে কিন্তু ছাগল দিয়া জমি চাষ হয় না । তারা সুপার কম্পিউটার বানিয়ে ফেলেছে শুনেছি ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশে এই ধরণের বাস বা ট্রাক আসলে চালক না লাগলেও একটা হেল্পার অবশ্যই লাগবে। কারণ এতো জ্যাম কোন অত্যাধুনিক সুপার কম্পিউটারও সামলাতে পারবে না।

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:১৬

শাহ আজিজ বলেছেন: =p~ পিকিং শহরে ৪০ লাখ ব্যাক্তিগত গাড়ি চলছে , সেকি জ্যাম ।

১৪| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:১৮

আমি সাজিদ বলেছেন: আমাদের দেশে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার কোন পরিকল্পনা নেই কেন?

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:২৬

শাহ আজিজ বলেছেন: তাহলে নেতা নেত্রীর ভুমিকা আর থাকল কই ? ক্ষমতা সিদ্ধান্ত চলে যাবে তৃণমূলে ।





এসব কি বলছেন মশাই :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.