নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কোভিড ১৯ এর সারাংশ

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:১১



টিকা ঘোষনায় আবার রদবদল হয়েছে । লিখতে ইচ্ছে করে না কিন্তু ব্লগার চাঁদগাজী সন্ধ্যায় পোস্ট দিয়ে জাগিয়ে তুললেন । আসলেই এটা একটি কর্তব্য বটে । করোনা নিয়ে সামুতে আমিই বেশি লিখেছি । স্বাস্থ্য অধিদফতর বলছে ২৫ বছরের উপরের সবাই টিকা পাবেন কাল থেকে , ৭ ই আগস্ট , ১১ আগস্ট এই চারদিন । সারা দেশের ৪৬০০টি ইউনিয়নে, ১০৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরশেন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। ১ কোটি নয় মাত্র ৩২ লাখ টিকা আগামি ৪ দিনে দেওয়া হবে । নতুন টিকা এয়ারপোর্টে খালাস হলে আমরা কাউনট করব ।
করোনা শুরু থেকে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমান মানুষ মারা গেছেন, ২৬৪ জন । এটি ঊর্ধ্বমুখী এবং আতংকিত আমরা ।
ভাল খবরঃবৃহস্পতিবার (৫ আগস্ট) শি জিনপিং এক লিখিত ভিডিও বার্তায় বলেছেন, চীন এ বছর পুরো বিশ্বে ২০০ কোটি ডোজ কোভিড টিকা সরবরাহের চেষ্টা করবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, কোভ্যাক্স যেটি আন্তর্জাতিক টিকা বিতরণ সহযোগিতা ফোরাম নামে পরিচিত সেখানে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন শি জিনপিং।
মনে হচ্ছে তারা নতুন বিশ্বের সাথে পূর্ণ সহযোগিতা চাইছেন । গুড জব ।
ভাল থাকবেন । মাস্ক পরবেন , হাত ধুয়ে ফেলুন । নো পার্টি ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৩

শূন্য সারমর্ম বলেছেন: পূর্বের একচেটিয়া টিকা সামাল দিবে চীন।

০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: তাই হোক

২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ২:২৮

রানার ব্লগ বলেছেন: দেখা যাক কি হয়!!

০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: হবে , রমরমা ভ্যাক্সিন বানিজ্য আর অন্য ওষুধ তো আছেই ।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ নিজের পরিবারের বাহিরে, অন্য কারো কথা ভাবে না আজকাল

০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: করোনা বড্ড স্বার্থপর করে দিচ্ছে আমাদের । একান্ত স্বার্থ ছাড়া লাইভে যাই না ।

৪| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গতকাল মশজিদে বলল যে ৭ দিন ধরে টিকা দেয়ার কথা ছিল। কিন্তু শুধু আজকে শনিবার টিকা সবার জন্য উন্মুক্ত। অগ্রাধিকার পাবে বৃদ্ধ, অসুস্থ, নারী এবং প্রতিবন্ধীরা। দেশ টিকা দেয়ার পুরো প্রক্রিয়ার মধ্যে সমন্বয়ের অনেক অভাব পরিলক্ষিত হচ্ছে। সরকারের উচিত নিজেদের অবস্থান পরিষ্কার করা এবং তাদের আগামী এক বছরের টিকা সংগ্রহ এবং প্রদানের পরিকল্পনা মানুষকে জানানো।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: মন্ত্রীরা সবাই মিলে এই গোলমাল পাকাইছে । এখানে একজন অ্যাডমিন থাকা উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.