নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

তালিবান আফগানিস্তানে সঙ্গীত নিষিদ্ধ করেছে

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৯



আবারো পুরন ফর্মে ফিরেছে তালিবান । প্রথমে সারা দেশে এবং আজ সন্ধ্যায় কাবুলে সঙ্গীত নিষিদ্ধ করেছে।

১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান দখল করার পর কিছু সংবাদমাধ্যম তাদের মহিলা অ্যাঙ্করকে সরিয়ে দেয়। কাবুলের স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে যে, অধিগ্রহণের পর থেকে বেশ কয়েকজন নারী কর্মীকে তাদের কর্মস্থল থেকে ফিরে যেতে বলা হয়েছে। টি ভি অ্যাংকরদের পেছনে সশস্ত্র তালিবান রক্ষী দাড়িয়ে থাকছে । ভারতের অভিনেতা নাসিরুদ্দিন শাহ টুইটার ক্লিপে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে ।

কাকতালীয়ভাবে অ্যাবা ৪০ বছর পরে ১০ টি গানের অ্যালবাম বের করেছে আজ।

আপডেট চলবে
# আগামি একমাসের মধ্যে আফগানিস্তানে খাদ্য সংকট দেখা দেবে । পেটে ক্ষুধা থাকলে বিপ্লব সফল হয়না ।

# পাঞ্জশিরে হাড্ডা হাড্ডি লড়াই চলছে মাসুদ বাহিনী বনাম তালেবান । পাঞ্জশিরের পাহাড়ি অবস্থান ভেদ করা তালেবানদের জন্য কঠিন বটে ।

# মোল্লাহ বারাদার আফগান সরকার প্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনা করবেন । রয়টার্স , এই মুহূর্তের খবর ।


নাসিরুদ্দিন শাহ Nariruddin shah

#আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্বে থাকবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার। তিনটি সূত্রের বরাতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তালেবানের রাজনৈতিক অফিসের প্রধানও এই মোল্লা বারাদার। একইসঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই নতুন সরকারে জ্যেষ্ঠ অবস্থান পাবেন। এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা রয়টার্সকে বলেছেন, সব শীর্ষ নেতা কাবুলে পৌঁছেছেন। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২২

কামাল১৮ বলেছেন: শরীয়া আইনেই ফিরে যাচ্ছে তালেবান।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: এই ভাবে বিবিধ নিষেধাজ্ঞা আরোপ এবং সংকীর্ণতার জন্য আফগানদের সাথে তালেবানের বিভক্তি বাড়বে ফলাফল গৃহযুদ্ধ ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৮

নিমো বলেছেন: হা হা হা! পর্বতের মূষিক প্রসব। ব্লগের তালেবানদের ছোটখাট প্রশংসাকারীরা কোথায় ? এই তালেবান, সেই তালেবান নয়। এরা হল আধুনিক, বিজ্ঞান মনস্ক, সংস্কৃতিমনা। বাংলাস্তান গড়ার কারিগরদের মন্তব্যের অপেক্ষায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: সবাই হাতে ক্ষমতা পেতে চায় এবং তারা কার্যত দুর্বল ।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:


তালেবানী সংগীত নেই?

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: নাই তয় একখান রচনা করে ফেল্লেই হয় । ;)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৫৭

শেরজা তপন বলেছেন: -তবে ভাল খবর হচ্ছে ওদের ক্রিকেট খেলোয়ারদের বাংলাদেশে আসতে দিচ্ছে, বিমানবন্দর বন্ধ দেখে তারা পাকিস্থান হয়ে আসছে

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: কিছু এক্সপ্লোর করা দরকার যেমন এই দেখ আমরা ক্রিকেট খেলতে দেই । ক্রিকেটাররা আবার বাংলাদেশে আশ্রয় না চেয়ে বসে ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:১১

ঢাবিয়ান বলেছেন: পশ্চিমা মিডিয়া দিনরাত বসে আছে তালেবানিদের খুত ধরতে। অথচ মুসলিম মহিলাদের টিভিতে ফিরিয়ে আনার ভিডিও দেখলাম সেগুলো তেমন হাইলাইট হচ্ছে না। একটা মৌলবাদী সরকারের পক্ষে চট করে আধুনিক ব্যবস্থায় ফেরা সম্ভব নয়। তাছাড়া দলে নিয়ম শৃংখলা আনতেও তাদের সময় দরকার।

বিদেশী আগ্রাসন ও চাপিয়ে দেয়া যুদ্ধের হাত থেকে রেহাই পাওয়া দেশটি ধোরে ধীরে ঘুরে দাড়াক, গনতান্ত্রিক ব্যবস্থায় ফিরুক এই শুভকামনা রইল।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: সামনে এগিয়ে পিছনে হাঁটাটা বড্ড কষ্টকর । আসন্ন দুর্ভিক্ষ ঠেকাক তালেবান ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওদের মনে হয় জাতীয় সঙ্গীত থাকবে না। সৌদি আরব পর্যন্ত গান বন্ধ করেনি।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: সৌদি আরব মহিলা সেনাবাহিনী গড়েছে , ছবি দেখলাম ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খুবই দুঃখজনক ! এই ধরণের কর্মকান্ড প্রকারন্তরে মুসলিম বিশ্বকে নেতিবাচক ইমেজে টেনে নামবে বলে মনে হচ্ছে।
এরা কি এই সত্যকে প্রমাণিত করতে চাচ্ছে যে 'কুকুরের লেজ চোঙ্গার ভিতরে বারো বছর ভরে রাখলেও সোজা হয় না ' ?

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫২

শাহ আজিজ বলেছেন: ইমেজ ইরেজ সেই কবে হয়েছে বাকি নেই কিছু ।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: মার্কিন নেতৃত্বধীন সামরিক বাহিনী থেকে তালেবানরা আফগানিস্তানের ভাল করবে।
১৫০ রুপিতে অলরেডি কাবাব ডাবল দেওয়া শুরু হয়ে গেছে। শরিয়াহ আইন বলে কথা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

শাহ আজিজ বলেছেন: কি জানি এর আগের দফায় তালেবানরা এতো ভাল করেছিল যে আমেরিকাকে নামতে হয়েছিল । অবস্থা এতই ভাল গমের দাম ১০ গুন বেড়েছে , অন্যান্য খাদ্যেও তদ্রুপ । মানুষের হাতে টাকার অভাব , ব্যাঙ্কে ক্যাশ নেই । শুধু কাবাব খেলে চলবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.