নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের ক্ষমতাধর ২০ টি রাষ্ট্রের ফোরাম জি- ২০ এক যৌথ সভার পর সিদ্ধান্ত নিয়েছে তারা মানবিক কারনে আফগানদের খাদ্য ও অর্থ সহায়তা দেবে কিন্তু রাজনৈতিক স্বীকৃতি একদম নয় । এসব সহযোগিতা জাতিসংঘের প্রত্যক্ষ উপস্থিতিতে সম্পাদিত হবে । নারীদের সংকটে ফেলার জন্য সবাই তালেবানদের সমালোচনা করেন ।
এক পাতি নেতা বলেছেন অঙ্গচ্ছেদ আবারো শুরু হবে কিছুকাল বিরতির পর , সাঙ্ঘাতিক !! নুরুদ্দিন তুরাবি একচোখা ভেটেরান তালেবান পুরো দেশের জেলখানার সর্দার অবশ্য বলেছেন প্রকাশ্যে নয় অঙ্গচ্ছেদ গোপনে করা হবে । তালেবানরা দৃশ্যত বহু মত ও পথের পথিক । রাষ্ট্র ও সাধারন মানুষ ,খাদ্য নিয়ে একদম মাথাব্যাথা নেই , আছে বেত্রাঘাত আর প্রতিশোধ নেবার বাহানা ।
বিদেশী সাহায্য এলেও তালেবান সংকট কাটছে না ।
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২০
শাহ আজিজ বলেছেন: জঙ্গি দিয়ে মাথা কাটা চলে রাষ্ট্র চলেনা ।
২| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৮
কামাল১৮ বলেছেন: মসজিদে বোমামারা শুরু হয়ে গেছে।বড় মাঝারি কিছু নেতাও মারা পরেছে।জাতিসংঘ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারে।শক্তিশালী কিছু দেশের সেনাবাহিনী নিযুক্ত করে।অথবা যেমন চলছে তেমনি চলুক।
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন: জাতিসংঘের প্রথম গ্রুপ যাওয়ার পর পরিস্থিতি বোঝা যাবে ।
জাতিসংঘ বাহিনী এখনই নয় । তালেবানদের অ্যাসিড টেস্টের সুযোগ দিতে হবে যাতে অন্য রাষ্ট্রে জঙ্গিরা ক্ষমতায় যাওয়ার খায়েস না করে । এটাই শেষ চান্স পশ্চিমা শক্তির । চীন রাশিয়া আজ মিটিঙে কিছুই বলেনি ।
৩| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৩
জুল ভার্ন বলেছেন: তালেবানরা নারী অবমাননাকারী, যা ইসলাম পরিপন্থি।
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৯
শাহ আজিজ বলেছেন: এই সময়ে ধর্মীয় আভরনে জীবন চলে না তেমনি চলেনা নারীহীন সমাজ রাষ্ট্র । আমি উভয়ের ক্ষমতায়নে বিশ্বাস করি ।
৪| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: এই জাতির কাছে এক এক দেশ আসে, ল্যাং খেয়ে পড়ে আবার যাবার সময় ভাব মারে!
যেভাবে আফগান দখল হয়েছে সেটা মেনে নেওয়ার মত নয়। আবার যারা প্রতিষ্ঠিত ও মদদপ্রাপ্ত সরকারকে এভাবে হেই বলে নেই করে দেয়, তাদের ইগনোর করাও এত সহজ নয়।
১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:১১
শাহ আজিজ বলেছেন: এবারের সংকট ভিন্ন । খাবার , চিকিৎসার সংকট । অর্থের সংকট , তালেবানের আন্তঃ সংকট । বিদেশিরাও বেশ রসিয়ে তালেবান ফিলিংস নিচ্ছে । মুলত বিদেশ নির্ভর প্রায় সবকিছুর মেন্যু নিয়ে এদের পথ চলতে হবে । এই তালেবান একসময় নেই হয়ে যাবে ।
৫| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৪
বিটপি বলেছেন: আম্রিকা যদি ২০০৩ সালে বীরত্ব দেখানে আফাগানিস্তানে না যেত, তাহলে এখন তালেবানের বংশও টিকে থাকত না। তালেবানের উত্থানের পেছনে পুরোপুরিভাবে আমেরিকা দায়ী।
১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১১
শাহ আজিজ বলেছেন: হুম , কথা সত্যি
৬| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২০
রানার ব্লগ বলেছেন: এই রকম বায়বীয় সমালোচনা দিয়া কি হবে ? তালেবানদের সকল রকমের সাহায্য বন্ধ করে দেয়া উচিত।
১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৭
শাহ আজিজ বলেছেন: এই যে সাহায্য তা সাধারন আফগানদের জন্য । তালেবানদের নতুন উত্থানের জন্য নয় ।
পশ্চিমা শক্তি প্রমান করে দিল তালেবান কও আর আই এস কও সবই বালেশ্বর বাল টাকা পয়সা না থাকলে কোন সোনাই খাড়ায় না ।
৭| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩০
জুন বলেছেন: জি ২০ এর এই টাকা দিয়ে তারা চীন আর রাশিয়া থেকে অস্ত্র কিনবে। তাদের মাথায় শান্তির কোন চিন্তা চেতনা বা উন্নতির কল্পনা নেই, তারা শুধু হত্যা আর উম্মত্ত রক্তের নেশায় বিশ্বাসী। আল্লাহ এদের হেদায়েত করুক।
১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯
শাহ আজিজ বলেছেন: এই টাকাপয়সার দেখ ভাল করার জন্য পশ্চিমা লোকজন কাবুল থাকবে । এটাই শুলাম কাল টি ভিতে ।
১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২০
শাহ আজিজ বলেছেন: শুনলাম কাল টি ভিতে ।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
বিশাল দেশ, অল্প জনসংখ্যা, অনেক সম্পদ; কিন্তু মগজহীনতার কারণে আজীবন দু:খী।