নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহ আজিজ /২০/১০/১৭ রাত ১২,৩৭
এইতো সেই হেমন্ত
সীমান্ত পেরিয়ে মুক্তিসেনারা
গ্রামগুলো দখলে আনছে
কি আনন্দ আমার , স্বাধীনতা
তুমি এখন সময়ের ব্যাপার।
মুক্তভুমিতে রাইফেল উচিয়ে
হল বিনিময় আলিঙ্গন ।
এদের রাইফেলেইতো ভরেছিলাম
গুলি আর বন্দুকে ছররা ।
কতজন হারিয়ে গেছে
কতজন ফিরেছে না কাটা চুল দাড়িতে ।
বাপ নেই , মা বিছানায়, সন্তান
হাতড়ে চলে স্টেনগানের ম্যাগাজিন
সামনে ধু ধু হাহাকার ভবিষ্যৎ
রাইফেল নয় দুমুঠো অন্ন চাই
নয় মাসের কামলার মজুরী হিসেবে।
৪৬ বছর পর আমার রাইফেল
ধুসর হয়েছে মরিচার আবরনে
আমি চিৎকার করে বলি ফিরিয়ে নিয়ে
চলো ৭১এর রনাংগনে , আমার হৃত মাটিতে।।
২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৩
শাহ আজিজ বলেছেন: অর্থনৈতিক লড়াই সময়ের দাবি ।
পাট কলগুলো বন্ধ হয়ে আছে , শ্রমিকদের দিলেওতো তারা ভাত কাপড়ের ব্যাবস্থা হয়ে যেত ।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৭
জুল ভার্ন বলেছেন: কবিতার আহবান এখন সময়ের দাবী।